টুকরো খবর |
পঞ্চম বারেও ব্যর্থ মহেশ |
নিজস্ব সংবাদদাতা • লন্ডন |
পাঁচ-পাঁচ বার ফাইনাল খেলেও বিশ্ব ডাবলস খেতাব পাওয়া হল না মহেশ ভূপতির। হার্টফোর্ড, বেঙ্গালুরু, লন্ডনসর্বত্র এক ছবি। লিয়েন্ডার, মির্নি বা বোপান্নাসব পার্টনারকে নিয়েই এক দশা। চূড়ান্ত লড়াইয়ে পা হড়কানো। ১৯৯৭, ’৯৯, ২০০০, ২০১০-এর পর ২০১২-র ওয়ার্ল্ড ট্যুর ফাইনালস-এর ডাবলস ফাইনালে মহেশ হেরে গেলেন বোপান্নাকে নিয়ে। ভারতীয় জুটিকে ইতিহাস (প্রথম কোনও ভারতীয় টেনিস জুটির বিশ্ব খেতাব) গড়ার দরজা থেকে ছিটকে দিলেন স্প্যানিশ ডেভিস কাপ ডাবলস জুড়ি মার্সেল গ্র্যানোলার্স-মার্ক লোপেজ। ৭-৫, ৩-৬, ১০-৩। যাঁদের হাতে এ বছরই রোম মাস্টার্সের সেমিফাইনালেও হারেন মহেশ-বোপান্না। দ্বিতীয় সেট দারুণ ভাবে জিতে সমতা ফেরানোর পরেও সুপার টাইব্রেকে মহেশদের আচমকা ধসে পড়াটা বিস্ময়কর। সেমিফাইনালে লিয়েন্ডারদের ‘জবাব’ দেওয়ার আত্মপ্রসাদ কি শেষমেশ ফাইনালে মহেশদের ‘আসল প্রতিদ্বন্দ্বী’ হয়ে গেল? যার আশঙ্কা সার্কিটে পনেরো বছরের পোড়খাওয়া মহেশ আগের দিনই করেছিলেন! ফাইনালে অপ্রত্যাশিত হারের ফলে মহেশদের ‘জবাব’ দেওয়া হল না এআইটিএ-কেও। ২০১৪ জুন পর্যন্ত নির্বাসিত মহেশ-বোপান্নার ভারতীয় টেনিসের মূলস্রোতে ফেরার সম্ভাবনাও ধাক্কা খেল।
|
ত্রিমুকুটের হ্যাটট্রিক সুরভির |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
বিটিটিএ রাজ্য টিটিতেও দক্ষিণ কলকাতা জেলার সুরভি পাটোয়ারি ত্রিমুকুট পেল। গত দুই রাজ্য মিটের মতোই। বছর তেরোর মেয়ে পেল বালিকা, সাব জুনিয়র ও দলগত খেতাব। দ্বিমুকুট বিশ্বরূপা গুপ্ত, সোহম ভট্টাচার্য-র। পুরস্কার দেন প্রাক্তন তারকা রূপা বন্দ্যোপাধ্যায়।
|
যুবরাজে মুগ্ধ বিজয় |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
কালীপুজোর আগের সকালে শহরে পা দিলেন অলিম্পিকের রুপোজয়ী শু্যটার বিজয় কুমার। যুবরাজ সিংহ তাঁর প্রেরণা। বললেন, “যুবিকে দেখলে মনে হয় সব সমস্যারই সমাধান আছে।” সতীর্থ শু্যটার জয়দীপ কর্মকারের সঙ্গে মহাকরণে গিয়ে ক্রীড়মন্ত্রী মদন মিত্রের সঙ্গে দেখা করেন। বলেন, “রিও-য় সোনা চাই। মধ্যপ্রদেশের মাহুতে দশ দিনে পর থেকে অনুশীলন শুরু করব।”
|
রোনাল্ডোর ‘রক্তাক্ত’ গোল |
পেলেকে এক বছরে (’৫৮-এ ৭৫) গোল করার কৃতিত্বে বার্সার মেসি (এ বছর এখনও ৭৬) টপকানোর কয়েক ঘণ্টা পরেই চূড়ান্ত সাহসিকতা দেখালেন রোনাল্ডো রিয়ালের জয়ে। লেভান্তে ম্যাচে বাঁ চোখের উপর ফেটে রক্ত বেরিয়ে এসেছিল। প্রচণ্ড যন্ত্রণা উপেক্ষা করে ব্যান্ডেজ বেঁধে, ঝাপসা দৃষ্টিশক্তি নিয়েও দলের প্রথম গোল করেন সিআর সেভেন। রিয়াল জেতে ২-১। দ্বিতীয়ার্ধে মাথা ঘুরতে থাকায় রোনাল্ডোকে বসিয়ে দেন মোরিনহো।
|
ধোনির পাশে দ্রাবিড় |
ইংল্যান্ডের সঙ্গে অতি গুরুত্বপূণর্ সিিরজ শুরুর আগে হঠাৎই মহেন্দ্র সিংহ ধোনি ‘নন-স্ট্রাইকার এন্ডে’ পার্টনার হিসেবে পেয়ে গেলেন পুরনো সতীর্থকে। রাহুল দ্রাবিড়। ধোনির পাশে দাঁড়িয়ে দ্রাবিড় এ দিন বলেছেন, “অধিনায়ক থাক ধোনিই। তবে অদূর ভবিষ্যতে ব্যাটসম্যান ধোনিকে আরও বেশি করে পেতে কোনও একটা ফর্ম্যাটের নেতৃত্বের দায়ভার থেকে ওকে রেহাই দেওয়া যায়।” দ্রাবিড় আরও যোগ করেন, “ব্যাটসম্যান এবং উইকেটকিপার হিসেবেও ধোনির অনেক কিছু দিতে বাকি। আমরা সেগুলো হারাতে চাই না।”
|
গাব্বায় দাপট ক্লার্কের |
ব্রিসবেন টেস্টে দক্ষিণ আফ্রিকার ৪৫০-এর জবাবে অস্ট্রেলিয়া ৪৮৭-৪। কাওয়ানের প্রথম টেস্ট সেঞ্চুরিও (১৩৬) ম্লান অধিনায়ক ক্লার্কের অপরাজিত ২১৮-র দাপটে। এ বছর টেস্টে ক্লার্কের তৃতীয় ডাবল সেঞ্চুরি (যার মধ্যে একটা ট্রিপল)। বছরের সর্বোচ্চ টেস্ট রানও তাঁর (৭ টেস্টে ১০০০)। স্টেইন-সহ বিশ্বের সেরা পেস অ্যাটাককে গাব্বায় সাধারণ স্তরে নামিয়ে দেয় ক্লার্ক-কাওয়ানের ২৫৯ রানের চতুর্থ উইকেট জুড়ি।
|
জাডেজার ট্রিপল |
টানা দু’মরসুম রঞ্জিতে ট্রিপল সেঞ্চুরি করে লক্ষ্মণ ও জাফরকে ছুঁলেন রবীন্দ্র জাদেজা। সৌরাষ্ট্রের ২৪ বছর বয়সি ব্যাটসম্যান গত বার ওড়িশা ম্যাচে ৩১৪ করার পর এ দিন গুজরাতের বিরুদ্ধে করলেন ৩০৩ নঃআঃ। বিপক্ষের ৬০০-৯ ডিঃ-এর জবাবে দেবু মিত্রের দল তুলল ৭১৬-৩। জাডেজা-জোগিয়ানি (২৮২) জুড়িতে ওঠা ৫৩৯ রান রঞ্জির ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ পার্টনারশিপ। মাত্র ৩৮ রানের জন্য বেঁচে গেল বিজয় হাজারে-গুলাম আমেদের ৬৬ বছরের পুরনো রেকর্ড (৫৭৭ রান)।
|
ডি’রাইডারের পতন প্রায় নিশ্চিত |
চাকরি যাওয়ার প্রবল সম্ভাবনা সিকিম ইউনাইটেড কোচ ফিলিপ ডি’রাইডারের। মঙ্গলবার দুপুরে ইস্টবেঙ্গল মাঠে ভাইচুং ভুটিয়ার সাংবাদিক সম্মেলনেই যবনিকা টানা হতে পারে ডি’রাইডারের ভবিষ্যতের উপর। সেক্ষেত্রে আই লিগের পরের ম্যাচে স্পোর্টিং ক্লুবের বিরুদ্ধে সিকিম ইউনাইটেডের কোচের ভূমিকায় দেখা যেতে পারে ভাইচুংকে।
|
নিয়ম ভাঙলেই ফাইন |
দলে শৃঙ্খলা আনতে মর্গ্যানের পথেই হাঁটছেন প্রয়াগের নতুন কোচ এলকো সাটোরি। শৃঙ্খলা ভঙ্গ করলেই মেহতাব, পেন, ওপারাদের মতো এ বার থেকে ফাইন দিতে হবে দীপক, র্যান্টি, কার্লোসদেরও। সোমবার যুবভারতীর পাশে এক হোটেলে সহকারী কোচ ও কর্মকর্তাদের নিয়ে আলোচনায় বসে এলকো এ কথা জানান। প্রয়াগ সূত্রের খবর, দলের ফুটবলারদের মধ্যে তৈরি কিছু সমস্যা বন্ধ করতে এই উদ্যোগ ডাচ কোচের।
|
জয়ী মেনল্যান্ড সম্বরণ অ্যাকেডেমি |
আরসি স্পোর্টিং ক্লাব আয়োজিত অনূর্ধ্ব-১৪ টি-২০ ক্রিকেটের ফাইনালে পাঁচ উইকেটে জিতল মেনল্যান্ড সম্বরণ অ্যাকাডেমি। |
|