টুকরো খবর
নামনি অসমে ফের অশান্তি, নিহত যুবক
অসমে ফের সন্ত্রাসের বলি হলেন আরও এক ব্যক্তি। শনিবার থেকে নিহতের সংখ্যা দাঁড়াল তিন। নিহত যুবকের দেহ নিয়ে আজ পুলিশ ফাঁড়িতে বিক্ষোভ দেখায় উত্তেজিত জনতা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শূন্যে গুলি চালায়। পুলিশ জানায়, আজ সকালে গোসাইগাঁওয়ের ২ নম্বর ভূমকা গ্রামে, অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের গুলিতে মারা যান বাংলাবাড়ি গ্রামের এক কৃষক। পাট ধুতে যাওয়ার সময় তাঁকে হত্যা করা হয়। ঘটনার পরেই গ্রামবাসীরা লাঠি, দা, তীর-ধনুক নিয়ে মৃতদেহ-সহ মিছিল বের করে। বন্ধ হয়ে যায় সব স্কুল, দফতর, ব্যবসায়িক প্রতিষ্ঠান। স্থানীয় বড়ো স্বশাসিত পরিষদের বিরুদ্ধে স্লোগান দিতে দিতে উত্তেজিত জনতা ভাওড়াগুড়ি ফাঁড়িতে যায়। সেখানে পুলিশের সঙ্গে গ্রামবাসীদের খণ্ডযুদ্ধ বাধে। পরিস্থিতি সামলাতে শূন্যে বেশ কয়েক রাউন্ড গুলি চালায় পুলিশ। নামানো হয় আধা সেনা। তবে পরিস্থিতি সহজে শান্ত হয়নি। পুলিশের গুলি চালনার পরে, দেহ নিয়ে বেলা ১টা থেকে সাড়ে তিনটে অবধি চৌতারায় রেল অবরোধ করে গ্রামবাসীরা। এসপি সুনীল কুমার, জেলাশাসক জয়ন্ত নারলিকর হত্যাকারীদের গ্রেফতার করার আশ্বাস দেওয়ায় অবরোধ ওঠে। উল্লেখ্য, গত শনিবার গোসাইগাঁওয়ে খেতে কাজ করতে থাকা এক ব্যক্তিকে গুলি করে মারা হয়। ওই দিনই আরও এক যুবককে কুপিয়ে মারা হয়। ঘটনার জেরে কোকরাঝাড়, ধুবুরি-সহ নামনি অসমে ফের চরম সতর্কতা জারি করা হয়েছে। মুখ্যমন্ত্রী তরুণ গগৈ নিজে পরিস্থিতির পর্যালোচনা করেছেন।

বিস্ফোরণে হত দুই ইম্ফলে
ফের বিস্ফোরণ ইম্ফলে। মারা গেলেন ২ জন। এ বারেও ঘটনাস্থল এয়ারপোর্ট রোড। গত দু’মাসের মধ্যে এই নিয়ে ষষ্ঠবার এই রাস্তায় বিস্ফোরণ ঘটালো জঙ্গিরা। পুলিশ জানায়, আজ সন্ধ্যা সাড়ে ৫টা নাগাদ, ইম্ফল কলেজের সামনেই আইইডি বিস্ফোরণটি ঘটে। ঘটনাস্থলেই মার যান আলিন কম (৪০) নামে এক শ্রমিক। জখম অবস্থায় চুম্পা কম (২০) নামে অন্য এক শ্রমিককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর মৃত্যু হয়। দু’জনেরই বাড়ি চূড়চাঁদপুর জেলার সাগাং এলাকায়। ঘটনাস্থলের কাছেই, সাংগাইপ্রোউ এলাকায় ভাড়া থাকতেন তাঁরা। এখনও কোনও জঙ্গি সংগঠন ঘটনায় দায় নেয়নি। উল্লেখ্য, গত ৭ নভেম্বর এই এলাকাতেই বিস্ফোরণে জখম হয়েছিলেন দুই সেনাকর্মী, এক মহিলা ও এক ছাত্র-সহ ৫ জন।

ভেন্টিলেটর এখনও লাগেনি: বালাসাহেব
শরীর যে ঠিক নেই তা মেনে নিলেন শিবসেনা প্রধান বালাসাহেব ঠাকরে। তবে তাঁর দাবি, এখনও ভেন্টিলেটরের সাহায্য নেওয়ার প্রয়োজন হয়নি। বেশ কিছু দিন ধরেই অসুস্থ বালাসাহেব। গত মাসে দশেরার সময়ে শিবসেনার সভাতেও যোগ দিতে পারেননি তিনি। সম্প্রতি তাঁর স্বাস্থ্য আরও খারাপ হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যমের একাংশ। আজ বালাসাহেব দাবি করেছেন, তাঁর স্বাস্থ্য নিয়ে ভুল খবর রটাচ্ছে একটি দৈনিক। এটা ঠিক নয়। এখনও কৃত্রিম শ্বাসযন্ত্রের প্রয়োজন হয়নি তাঁর। লক্ষ লক্ষ শিবসৈনিকের শুভেচ্ছাই অক্সিজেনের কাজ করছে। ছেলে উদ্ধব ও ভাইপো রাজ তাঁর দেখাশোনা করছে।

রাখির হুমকি
অপমানজনক মন্তব্য করায় কংগ্রেস নেতা দিগ্বিজয় সিংহের বিরুদ্ধে মুম্বই পুলিশের দ্বারস্থ হলেন রাখি সবন্ত। সোমবার মুম্বই পুলিশ কমিশনারকে চিঠি লিখে দিগ্বিজয় সিংহের নামে এফআইআর করার অনুরোধ জানিয়েছেন রাখি। তাঁর বিরুদ্ধে ৫০ কোটি টাকার মানহানি মামলা করার কথাও জানিয়েছেন তিনি। রবিবার এক সাংবাদিক বৈঠকে কংগ্রেসের সাধারণ সম্পাদক দিগ্বিজয় বলেন, “অরবিন্দ কেজরিওয়াল রাখি সবন্তের মতোই। দু’জনেই প্রচারের জন্য সব কিছু করতে পারেন। এঁদের বক্তব্যের কখনওই কোনও সারবত্তা থাকে না।” রাখির অভিযোগ এই মন্তব্যে তাঁর ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে।

নিহত জঙ্গি
পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে মারা গেল এক জিএনএলএ জঙ্গি। ধরা পড়ল অন্য জন। পুলিশ জানায়, গত কাল বিকেলে পশ্চিম গারো হিল জেলার দলংগ্রে এলাকায় পুলিশ বাহিনীর সামনে পড়ে দুই জঙ্গি। তারা গুলি চালিয়ে পালাবার চেষ্টা করে বলে পুলিশের দাবি। পুলিশও গুলি চালায়। ওয়াটার সাংমা নামে এক জঙ্গি ঘটনাস্থলেই মারা যায়। গ্রেফতার হয় তার সঙ্গী, ব্রিটিশ সাংমা। উদ্ধার হয় একটি পিস্তল, দুটি গ্রেনেড। এরই পাশাপাশি, অসমের উদালগুড়িতে পুলিশ দু’টি গ্রেনেড-সহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে।

ভারতই শত্রু, দাবি ওমরের কাকার
জম্মু-কাশ্মীরের শত্রু ভারতই। রবিবার এই মন্তব্য করেছেন রাজ্যে মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার কাকা মুস্তাফা কামাল। কাকার মন্তব্যের অবশ্য কড়া সমালোচনা করেছেন ওমর। তিনি বলেন, ভারতীয় সেনাবাহিনী কাশ্মীরের জনবহুল এলাকায় ঘাঁটি গেড়ে আছে। তাদের মূল কাজ সীমান্ত রক্ষা। কিন্তু তা থেকে তারা দূরে সরে যেতে চায়। তাদের হস্তক্ষেপে রাজ্যে নানা সমস্যা তৈরি হচ্ছে। সশস্ত্র বাহিনী বিশেষ ক্ষমতা আইন বা আফস্পারও কড়া সমালোচনা করেছেন কামাল। তাঁর মতে, আফস্পার ফলে জঙ্গিদের চেয়ে সাধারণ মানুষই বেশি হেনস্থা হন।

সীমান্তে আরও কড়া নজরদারি
বাংলাদেশ সীমান্ত দিয়ে চোরাচালান বন্ধ করতে আরও কঠোর নজরদারি ব্যবস্থা চাইছেন মনমোহন সিংহ। এ বিষয়ে রাজ্যগুলির কাছ থেকে বাড়তি সহযোগিতা চাইছে কেন্দ্র। অনুপ্রবেশ ও চোরাচালান বন্ধ করতে ইজরায়েলি প্রযুক্তি ব্যবহারের বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। প্রধানমন্ত্রীর দফতরের নির্দেশে আজ বাংলাদেশ সীমান্তবর্তী রাজ্যগুলির সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব রাজকুমার সিংহ। পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্রসচিব বাসুদেব বন্দ্যোপাধ্যায়ও বৈঠকে হাজির ছিলেন। সীমান্তে নজরদারির ক্ষেত্রে কোথায় কোথায় সমস্যা রয়েছে, তা বিএসএফের তরফে জানানো হয়।

ধৃত ৪ জঙ্গি
পুলিশের জালে ধরা পড়ল চার জঙ্গি। ত্রিপুরার আনন্দবাজার থানা এলাকায় অভিযান চালিয়ে পুলিশ রতিয়া রিয়াং (৩৯), চৈতঞ্জয় রিয়াং (৩০), বলাব রিয়াং (২৫) এবং দেবশিংরাই রিয়াং (১৯) নামে চার জঙ্গিকে গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে জোর করে তোলা আদায়ের অভিযোগ রয়েছে। পুলিশের দাবি, রাজ্যের উপজাতি যুবকদের জঙ্গি সংগঠনে নিয়োগ করার দায়িত্ব ছিল এদের উপরে।

সমর্থন প্রত্যাহার
কেন্দ্রীয় ও অন্ধ্রপ্রদেশ সরকার থেকে সমর্থন তুলে নিল মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (এমআইএম)। লোকসভায় তাদের সাংসদ এক জন। চারমিনারের কাছে একটি ধর্মীয় স্থানে রবিবার ত্রিপল টাঙায় আরএসএস সমর্থকরা। এমআইএমের দাবি, ওই ধর্মীয় স্থানে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট।

সম্মান রক্ষায় খুন
পরিবারের সম্মান রক্ষার্থে প্রেমিকার বাড়ির লোক গুলি করে খুন করল ২২ বছরের এক যুবককে। সোমবার মুজফ্ফরনগরের কাকরোলি গ্রামের ঘটনা। গ্রামেরই এক কিশোরীর সঙ্গে সম্পর্ক ছিল ফিরোজের। চার জনের বিরুদ্ধে অভিযোগ নথিভুক্ত করা হলেও এখনও কেউ ধরা পড়েনি।

পুলিশের গুলিতে
মহারাষ্ট্রে সাংলি জেলার ভাসগাড়ে গ্রামে পুলিশের গুলিতে নিহত হয়েছেন এক কৃষক। নিহতের নাম চন্দ্রকান্ত নলওয়াড়ে। আখচাষিদের জন্য ন্যূনতম সহায়ক মূল্য ৩০০০ টাকা করার দাবিতে গত ছ’দিন ধরে ভাসগাড়েতে বিক্ষোভ দেখাচ্ছেন কৃষকরা। পুলিশ তাঁদের নেতাদের গ্রেফতার করলে ক্ষেপে যান কৃষকেরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি চালাতে বাধ্য হয়।

দম্পতির মৃত্যু
গলার নলি কাটা অবস্থায় এক দম্পতির মৃতদেহ উদ্ধার হল সোমবার। মুজফফরনগরের খালাপার এলাকার ঘটনা। মুজাম্মিল(৩০) এবং তাঁর স্ত্রী গুদ্দ্যা(২৯) গত শুক্রবার থেকে নিখোঁজ ছিলেন। এই হত্যাকাণ্ডে অভিযুক্ত তিন জনের মধ্যে পুলিশ এক জনকে গ্রেফতার করেছে।

দুর্ঘটনার ক্ষতিপূরণ
পথ দুর্ঘটনায় মৃত ব্যক্তির স্ত্রী ৬,৬৭,২৮৮ টাকার ক্ষতিপূরণ পেলেন। ২০০৬ সালে উত্তর দিল্লি এলাকায় একটি ট্রাকের সঙ্গে স্কুটারের সংঘর্ষে মৃত্যু হয় যোগেন্দ্র সিংহের। তখন থেকেই মামলা লড়ছেন তাঁর স্ত্রী।

শিশু হত্যা
ঝগড়ার জেরে খুন হল ৪ মাসের এক শিশু। সোমবার পিডারি গ্রামে ঘটনা। পুলিশ জানায়, স্ত্রীর সঙ্গে ঝগড়া হওয়ায় সন্তানকে ছুড়ে দেয় পাপ্পু যাদব নামে এক ব্যক্তি। দেওয়ালে আঘাত লেগে তখনই মৃত্যু হয় শিশুটির।

দুর্ঘটনার ক্ষতিপূরণ
পথ দুর্ঘটনায় মৃত ব্যক্তির স্ত্রী ৬,৬৭,২৮৮ টাকার ক্ষতিপূরণ পেলেন। ২০০৬ সালে উত্তর দিল্লি এলাকায় একটি ট্রাকের সঙ্গে স্কুটারের সংঘর্ষে মৃত্যু হয় যোগেন্দ্র সিংহের। তখন থেকেই মামলা লড়ছেন তাঁর স্ত্রী।

উদ্ধার ১০ কিশোরী
রবিবার তিরুপুর রেল স্টেশন থেকে কর্ণাটকের ১০ জন কিশোরীকে উদ্ধার করে পুলিশের হাতে তুলে দিল এক স্বেচ্ছাসেবী সংস্থা। সবার বয়স ১৪ থেকে ১৬ বছরের মধ্যে। পুলিশ দু’জনকে গ্রেফতার করেছে।

চাপ নয়
রিয়েলিটি শো ‘বিগ বস’ ছেড়ে চলে গেলেন নভজোৎ সিংহ সিধু। তিনি এখন রাজনীতিতে। ওই শো-এ তাঁর উপস্থিতি সমস্যা তৈরি করেছিল। সিধু জানিয়েছেন, পার্টির প্রয়োজনেই এই সিদ্ধান্ত।

হিমাচলে কম্পন
রবিবার মাঝরাতে ভূমিকম্পে কেঁপে উঠেছে হিমাচলের কাংড়া উপত্যকা। তবে কম্পনের মাত্রা খুবই কম।

শেষ পাত
পুলিশের ছদ্মবেশে এক এসআই এবং দু’জন কনস্টেবলকে আক্রমণ করল ৫ সপা সদস্য। এক বন্দিকে মুক্তি দিতে অস্বীকার করায় এই হামলা। সোমবার মথুরায় নন্দনগাঁও থানার ঘটনা।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.