মূল্যবৃদ্ধি চড়া • মুরত লেনদেন আজ
ফের কমলো শিল্পোৎপাদন
দেশ জুড়ে দেওয়ালির প্রস্তুতি যখন তুঙ্গে, তখন আলো দেখাল না ভারতীয় অর্থনীতি।
শিল্পোৎপাদন সরাসরি কমে যাওয়া, রফতানির পতন এবং ঊর্ধ্বমুখী মূল্যবৃদ্ধির ত্র্যহস্পর্শে ম্লান অর্থনীতির ছবিই ফুটে উঠেছে দেওয়ালির আগের দিন। এই পরিপ্রেক্ষিতে আগামী কাল শুরু হচ্ছে নতুন বছর সম্বৎ ২০৬৯। সেই উপলক্ষে শেয়ার বাজারে বিশেষ মুরত লেনদেনের দিকেই তাকিয়ে লগ্নিকারীরা। আগামী কাল দুপুর ৩.৪৫ থেকে
বিকেল ৫টা পযর্ন্ত এই বিশেষ ৭৫ মিনিটের লেনদেনে দালাল স্ট্রিট চাঙ্গা থাকবে বলে আশা। যদিও অর্থনীতি নিয়ে একের পর এক দুঃসংবাদের জেরে সম্বৎ ২০৬৮-এর শেষ দিনটিতে বাজার ছিল কিছুটা সাবধানী। দিনের শেষে তাই সামান্য হলেও পড়েছে সেনসেক্স।
অগস্টে ২.৩% বেড়ে কিছুটা আশা জাগিয়েও সেপ্টেম্বরে এক ঝটকায় শিল্পোৎপাদন সঙ্কুচিত হল ০.৪%। যদিও এক সমীক্ষায় রয়টার্সের পূর্বাভাস ছিল ২.৮% উৎপাদন বৃদ্ধি। আজ প্রকাশিত সেন্ট্রাল স্ট্যাটিসটিক্যাল অর্গানাইজেশনের পরিসংখ্যান অনুসারে কারখানার উৎপাদন কমেছে ১.৫%, যা টেনে নামিয়েছে সার্বিক শিল্প বৃদ্ধিকে।
অন্য দিকে, বিশ্ব জুড়ে, বিশেষ করে ইউরোপে মন্দার মেঘ না-কাটায় রফতানি অক্টোবরে সরাসরি কমেছে ১.৬৩%। রফতানির পরিমাণ ২,৩২০ কোটি ডলার। তবে সেপ্টেম্বরের ১১% সঙ্কোচনের তুলনায় পরিস্থিতি অনেকটাই ভাল বলে ধারণা বাণিজ্য মন্ত্রকের। আমদানি বেড়েছে ৭.৩৭%। দাঁড়িয়েছে ৪৪২০ কোটি ডলারে। ফলে ২১০০ কোটি ডলার ছুঁয়েছে বৈদেশিক বাণিজ্যে ঘাটতি।
পাশাপাশি, অক্টোবরে চিনি, ডাল, শাক-সব্জির চড়া দামে বেড়েছে মূল্যবৃদ্ধির হার। সেপ্টেম্বরের ৯.৭৩% থেকে বেড়ে তা হয়েছে ৯.৭৫%।

নেটে শেয়ার লেনদেন
ক্যালকাটা স্টক এক্সচেঞ্জ (সিইএসসি)-এর সঙ্গে যৌথ উদ্যোগে ইন্টারনেটে শেয়ার লেনদেন সংক্রান্ত পরিষেবা ‘ইউকানেক্ট’ চালু করল ইউবিআই। ইউবিআইয়ের সিএমডি ভাস্কর সেনের দাবি, “রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক হিসাবে আমরাই দেশে এই পরিষেবা প্রথম চালু করলাম।” সিএসই-র এমডি ও সিইও বি মাধব রেড্ডি বলেন, “লগ্নিকারীকে ইউবিআইয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং ডিপজিটরি পার্টিসিপ্যান্ট অ্যাকাউন্ট খুলতে হবে। সিএসই এবং ইউবিআই ব্রোকারদের একটি প্যানেল তৈরি করেছে। অ্যাকাউন্ট খোলার সময়ে লগ্নিকারী তা থেকে ব্রোকার বেছে নিতে পারবেন। লেনদেন হবে তাঁর মাধ্যমে।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.