টুকরো খবর
ফাটলের উপর পরমাণু কেন্দ্র
গত বছরে ফুকুশিমা দাইচির দুর্ঘটনার পরে জাপানে যে একটি মাত্র পরমাণু বিদ্যুৎ কেন্দ্র সক্রিয় ছিল, এ বার প্রশ্ন উঠল তার ভবিষ্যৎ নিয়েও। টোয়ো বিশ্ববিদ্যালয়ের ভূ-তত্ত্বের অধ্যাপক তথা জাপানের পরমাণু উপদেষ্টা প্যানেলের অন্যতম সদস্য মিৎসুহিসা ওয়াতানাবে জানান, ‘ওই’ পরমাণু বিদ্যুৎ কেন্দ্র দুটি ভূগর্ভস্থ প্লেটের সংযোগস্থলের ফাটলের উপর তৈরি। ফলে তা অনেক বেশি ভূমিকম্পপ্রবণ। ভবিষ্যতে তা থেকে ফুকুশিমার মতোই দুর্ঘটনা ঘটতে পারে। যদিও বিষয়টি নিয়ে বিতর্ক রয়েছে খোদ প্যানেলের মধ্যেই। সদস্যদের একাংশের দাবি, যে ফাটল নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন মিৎসুহিসা, তা আদৌ সক্রিয় কি না, সে নিয়েই সন্দেহ রয়েছে। ভূ তাত্ত্বিকেরা বলছেন, যদি কোন ফাটল সংলগ্ন প্লেট গত ১ লক্ষ ৩০০০০ বছরের মধ্যে এক বারও নড়ে, তা হলে সেটিকে ‘সক্রিয়’ ফাটল হিসেবে ধরা হয়। আর জাপানের একটি সরকারি সূত্রের অবশ্য দাবি, এই ধরনের সক্রিয় ফাটলের উপর কোনও পরমাণু বিদ্যুৎ কেন্দ্র তৈরি হতে পারে না। মিৎসুহিসার দাবি, ‘ওই’ পরমাণু কেন্দ্র যে ফাটলের উপর তৈরি, সেটি সক্রিয়। তাই সেখানে কাজ চালিয়ে যাওয়াটা ‘ভীষণই বোকার’ মতো কাজ। অন্য দিকে ফাটলটিকে এত তাড়াতাড়ি সক্রিয় শ্রেণিভুক্ত করাকে সমর্থন করছেন না মিৎসুহিসার সহকর্মীরা। এই মতবিরোধের ফলে এখনও কোনও নির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছতে পারেননি তাঁরা। সবুজ সঙ্কেত না মেলা পর্যন্ত উদ্বিগ্ন পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের দায়িত্বে থাকা কানসাই ইলেকট্রিক পাওয়ার সংস্থাটি। বিষয়টি নিয়ে আরও গবেষণা চালানোর পরামর্শ দিয়েছে উপদেষ্টা প্যানেল। গত বছর মার্চে ফুকুশিমা দাইচির দুর্ঘটনার স্মৃতি এখনও অটুট। তাই দ্বিতীয় বার এই ধরনের কোনও বড়সড় দুর্ঘটনা এড়াতে দৃঢ়প্রতিজ্ঞ জাপান প্রশাসন।

হাসিনার পাক সফর বাতিল
পাকিস্তান যাবেন না বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২২ নভেম্বর ইসলামাবাদে উন্নয়নশীল আটটি মুসলিম দেশের সম্মেলন বসার কথা। সম্প্রতি বাংলাদেশে এসে ওই সম্মেলনে হাসিনাকে আমন্ত্রণ জানান পাক বিদেশমন্ত্রী হিনা রব্বানি খার। তখন ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময়ে যা ঘটেছিল তা নিয়ে পাকিস্তানকে ক্ষমা চাইতে বলেছিল বাংলাদেশ। ইসলামাবাদ অবশ্য এখনও এই ধরনের কোনও পদক্ষেপ করেনি। ঠিক কী কারণে হাসিনা পাকিস্তান যাবেন না তা জানা যায়নি।

বেশি প্রভাব
অল্পদিনের মধ্যেই চিনে সবচেয়ে ক্ষমতাশালী নেতা হয়ে দাঁড়াবেন জি জিনপিং। বিদায়ী প্রেসিডেন্ট হু জিনতাও সামরিক বাহিনীর সর্বোচ্চ পদ থেকেও ইস্তফা দিতে চান বলে জানিয়েছে হংকংয়ের একটি দৈনিক। এখন চিনের ভাইস প্রেসিডেন্ট জিনপিং। তাঁরই জিনতাওয়ের স্থলাভিষিক্ত হওয়ার কথা। কিন্তু, প্রভাবশালী কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যানের পদে জিনতাওই থাকবেন বলে ধরে নিয়েছিল কোনও কোনও মহল। কিন্তু হংকংয়ের দৈনিকটির দাবি, জিনতাও ওই পদেও থাকতে চান না। জিনপিং ওই কমিশনের ভাইস চেয়ারম্যান। ফলে, সেখানেও জিনতাওয়ের স্থলাভিষিক্ত হতে পারেন তিনি। সে ক্ষেত্রে চিনের সবচেয়ে প্রভাবশালী নেতা হবেন তিনি।

সেনা-আইনে নয়
প্রাক্তন সেনাপ্রধান জেনারেল মির্জা আসলাম বেগ ও প্রাক্তন আইএসআই প্রধান লেফটেন্যান্ট জেনারেল আসাদ দুরানির বিচার সেনা-আইনে করা যাবে না, জানালো পাক সেনার আইনি শাখা। ১৯৯০ সালের ভোটে রিগিং করার জন্য নেতাদের লাখ-লাখ টাকা দিয়েছিল ওই দুই ব্যক্তি। সুপ্রিম কোর্ট তাদের দোষী সাব্যস্ত করেছে।

সুযোগ হারাল মুম্বই
জেমস বন্ড সিরিজের ২৩ তম ছবি ‘স্কাইফল’-এর কিছু অংশের শ্যুটিং মুম্বইয়ে করার পরিকল্পনা করেছিলেন স্যাম মেনডেস। মায়ানগরীর ঘুপচি গলি, জনবহুল বাজার এলাকার জন্য তা সম্ভব হয়নি।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.