বিধায়কের আত্মীয় পরিচয় দিয়ে একটি পেট্রোল পাম্পে গোলমাল করার অভিযোগ উঠেছে এক যুবক এবং তাঁর সঙ্গীদের বিরুদ্ধে। দু’পক্ষে মারপিটও হয়। রবিবার রাতে দক্ষিণ দিনাজপুরে গঙ্গারামপুরের একটি পেট্রোল পাম্প চত্বরে ঘটনাটি ঘটেছে। সংঘর্ষে দুই পক্ষের ৪ জন জখম হন। তাঁদের মধ্যে পেট্রল পাম্পের দুই কর্মীকে চিকিৎসার জন্য মালদহ পাঠানো হয়েছে। অন্য পক্ষের ২ জনকে গঙ্গারামপুর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করানো হয়েছে। গঙ্গারামপুর থানার আইসি অসীম গোপ বলেন, “ঘটনাটি নিয়ে কেউ থানায় অভিযোগ করেনি। দুই পক্ষ বিষয়টি মিটিয়ে নেবেন বলে জানিয়েছেন।” এদিন কলকাতা থেকে টেলিফোনে গঙ্গারামপুরের তৃণমূল বিধায়ক সত্যেন রায় বলেন, “ঘটনাটি শুনেছি। অভিযুক্ত আমার ভাইপো নন, প্রতিবেশী। আমার ছেলে ছিল না। অল্প বয়সী ছেলেদের মধ্যে ভুল বোঝাবুঝিতে গোলমাল হয়েছে। বিষয়টি মিটিয়ে নেওয়া হচ্ছে।”
|
নিয়ন্ত্রণ হারিয়ে ট্রেলার উল্টে আগুনে পুড়ে নষ্ট হল দশটি ছোট গাড়ি। রবিবার রাতে ইসলামপুর থানার গুঞ্জুরিয়া এলাকা ৩১ নম্বর জাতীয় সড়কে ঘটনাটি ঘটে। জখম হয়েছেন ট্রেলারের চালক ও খালাসি। তাঁদের ইসলামপুর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পুলিশ ও দমকল সূত্রে জানা গিয়েছে, এদিন রাতে শিলিগুড়িগামী ট্রেলারটি নিয়ন্ত্রণ হারিয়ে ৩১ নং জাতীয় সড়কের পাশে একটি ধান খেতে উল্টে পড়ে যায়। ওই সময় ট্রেলারে থাকা ছোট গাড়িতে আগুন লেগে যায়। খবর পেয়ে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশ জানায়, ট্রেলারটি পাঞ্জাবের গুরুগাঁও থেকে শিলিগুড়ির একটি শোরুমে গাড়িগুলি পৌঁছে দিতে রওনা হয়েছিল। ঘটনার প্রাথমিক তদন্তের পরে দমকল কর্মীদের সন্দেহ, উল্টে পড়ার সময় ইস্পাতের ঘর্ষণের কারণে আগুন ধরে যায়।
|
কংগ্রেস বিধায়ক তথা ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী তৃণমূলে যোগ দেওয়ার কথা ঘোষণা করেছেন। কিন্তু কংগ্রেস ছাড়ছেন না ইংরেজবাজারের গ্রামীণ এলাকার ১১টি অঞ্চলের কংগ্রেস সভাপতি ও তাঁদের অনুগামীরা। সোমবার জেলা কংগ্রেস দফতরে ব্লক কংগ্রেসের ডাকা জরুরি সভায় ইংরেজবাজার ব্লকের ১১টি অঞ্চলে কংগ্রেস সভাপতি ও নেতারা ওই সিদ্ধান্ত নিয়েছেন বলে দাবি করেছেন ইংরেজবাজার ব্লক কংগ্রেস সভাপতি আবদুল মতিন। ব্লক সভাপতি বলেন, “বিধায়ক কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এ দিন ব্লকের ১১ টি অঞ্চল সভাপতি-সহ কংগ্রেস নেতাদের ডাকা হয়। তাঁরা কেউই কংগ্রেস ছাড়ছেন না বলে জানিয়ে দিয়েছেন।”
|
বধূ নির্যাতনের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাতে তুফানগঞ্জের কলেজপাড়া এলাকায় ঘটনাটি ঘটেছে। পুলিশ জানায়, ধৃতের নাম শৈলেন বর্মন। পাঁচ বছর আগে নাটাবাড়ির বাসিন্দা কবিতা বর্মনের সঙ্গে সামাজিকভাবে তার বিয়ে হয়। পণের দাবিতে তিনি স্ত্রী’র উপর নির্যাতন করতেন বলে অভিযোগ। গত সপ্তাহে ৫০ হাজার টাকার দাবিতে তিনি স্ত্রীকে মারধর করেন বলে অভিযোগ। রবিবার কবিতাদেবী পুলিশে অভিযোগ জানান।
|
জমিতে ঘাস কাটার সময় এক বধূকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে এক প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। শনিবার বালুরঘাট থানার বোল্লার শরণগ্রাম এলাকায় ঘটনাটি ঘটলেও সোমবার ওই বধূ পুলিশে অভিযোগ দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে, অভিযুক্তের নাম মিলন বর্মন। তিনি পলাতক বলে পুলিশ জানিয়েছে। মহিলার মেডিক্যাল টেস্ট করানো হয়েছে।
|
তিন দুষ্কৃতীকে ধরল পুলিশ। রবিবার রাতে ইসলামপুর থানার জীবনমোড় এলাকা থেকে তাদের ধরা হয়। ইসলামপুরের এসডিপিও সুবিমল পাল জানান, ধৃতরা অপরাধমূলক কাজে জড়িত। দুষ্কৃতীদের ব্যবহার করা একটি বাইক আটক করা হয়েছে।
|
কৃষ্ণেন্দু চৌধুরী দল ছাড়লেও ইংরেজবাজারের ১১টি অঞ্চলের কংগ্রেস সভাপতি ও অনুগামীরা দল ছাড়বেন না বলে ঘোষণা করল কংগ্রেস। সোমবার। |