|
|
|
|
পদত্যাগপত্রে প্রতারণা, অভিযোগ আগাথার
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
দলের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুললেন ‘পদত্যাগী’ কেন্দ্রীয় মন্ত্রী আগাথা সাংমা। দাবি করলেন, তাঁকে মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়ার আগে সৌজন্যবশতও এনসিপির পক্ষ থেকে কিছু জানানো হয়নি। পাশাপাশি, প্রচার করা হয়েছে তিনি পদত্যাগ করেছেন। অথচ তিনি কোনও পদত্যাগপত্রই লেখেননি।
আগাথা বলেন, “তিন মাস আগে, রাষ্ট্রপতি নির্বাচনের সমর্থন বিতর্ক চলাকালীন দলীয় নেতৃত্ব আমায় একটি পদত্যাগপত্র পাঠাতে বলেছিলেন। আমি তখন একটি চিঠি লিখে শরদ পওয়ারকে দিয়েছিলাম। ২৩ জুলাই লেখা সেই পুরোনো চিঠিটিকেই এ বার, আমার পদত্যাগপত্র হিসেবে দেখিয়ে দিল দলীয় নেতৃত্ব। এটা কিন্তু মোটেই নৈতিক কাজ হয়নি।”
তবে কী দল ছেড়ে, বাবা পূর্ণ সাংমার দল এনপিপিতে যোগ দেওয়ার কথা ভাবছেন আগাথা? এ নিয়ে সরকারিভাবে এখনও মন্তব্য করছেন না তিনি। কেবল বলেন, “মন্ত্রী হিসাবে দেশকে সেবা করার যে সুযোগ পেয়েছিলাম তা যথাসাধ্য পালন করেছি। এ বার সাংসদ হিসেবে কাজ করব। আরও অনেক বিকল্পও আমার সামনে খোলা রয়েছে।”
তবে ওয়াকিবহাল মহলের মতে, রাজ্য বিধানসভা নির্বাচনের আগেই, এক সঙ্গে মেঘালয়ের দু’জন মন্ত্রীর অপসারণ রাজ্যবাসীর কাছে নেতিবাচক বার্তা পাঠাতে পারে। জলসম্পদ প্রতিমন্ত্রী ভিনসেন্ট পালা মেঘালয়ের প্রবীণ কংগ্রেসী নেতা। বর্তমানে গোষ্ঠীদ্বন্দ্বে দীর্ণ প্রদেশ কংগ্রেস। এই সময় পালার অপসারণ, একটি গোষ্ঠীর পালের হাওয়া কাড়ল।
অন্য দিকে, উপজাতি ভোট যেখানে পূর্ণ সাংমার তুরুপের তাস, সেখানে আগাথাকে ‘অন্যায়ভাবে’ সরিয়ে তারিক আনোয়ারকে মন্ত্রী করা হয়েছে যেটা গারো পাহাড়ের মানুষ মোটেই ভাল চোখে দেখবেন না। এই বিষয়টিকেই কংগ্রেসের বিরুদ্ধে এ বার হাতিয়ার করবেন পূর্ণ সাংমা। |
|
|
|
|
|