টুকরো খবর
শিক্ষক ও শিক্ষিকাদের পোশাকবিধি
ছাত্রছাত্রীদের পাশাপাশি, এ বার শিক্ষকদের জন্য পোশাকবিধি জারি করতে চলেছে মিজোরাম সরকার। মিজোরামের শিক্ষা সচিব কে লালঘিংগ্লোভা এই খবর জানিয়ে বলেন, “কেবল ছাত্রছাত্রীদের জন্য পোশাকবিধি রাখলেই চলবে না। শিক্ষক-শিক্ষিকাদের পোশাকও ছাত্রদের মনে বিরূপ প্রভাব ফেলতে পারে। তাই এই পদক্ষেপ।” রাজ্যের বেশ কিছু স্কুল-কলেজে ছাত্রছাত্রীদের পাশাপাশি, শিক্ষকদের জন্যও নির্দিষ্ট উর্দি বা ইউনিফর্ম রয়েছে। কিন্তু রাজ্যজুড়ে সব স্কুলের জন্য এই ফতোয়া জারির কথা জেনে শিক্ষক-শিক্ষিকারা ক্ষুব্ধ। পোশাকবিধিই নয়, শিক্ষক-শিক্ষিকাদের আচরণবিধি সম্পর্কেও নতুন নিয়মাবলী চালু হতে চলেছে। শিক্ষকরা হাফপ্যান্ট-বারমুডা, টি-শার্ট, চপ্পল পরে আসতে পারবেন না। শিক্ষিকারা শরীর দেখানো পোশাক, হাতকাটা পোশাক পরে আসতে পারবেন না। সপ্তাহে অন্তত দু’দিন ‘পুয়ান’ বা মিজো প্রথাগত পোশাক পরে আসা বাধ্যতামূলক হচ্ছে। শ্রেণিকক্ষ বা স্কুল চত্বরে পান খাওয়া ও ধূমপান নিষিদ্ধ হওয়ার পাশাপাশি, ছাত্রছাত্রীদের এই ধরণের বস্তু আনতে পাঠানোও শাস্তিযোগ্য অপরাধ হিসাবে গণ্য হবে। মদ, মাদকে আসক্ত শিক্ষক-শিক্ষিকাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বিস্ফোরণে মৃত
গ্রেনেড বিস্ফোরণে এক কিশোরের মৃত্যু হল। আজ সন্ধ্যায়, অসমের উদালগুড়ি জেলায় ঘটনাটি ঘটেছে। পুলিশ জানায়, সাড়ে ৬টা নাগাদ উদালগুড়ির বাজার এলাকায়, স্টেশনের পাশেই জঙ্গিরা একটি গ্রেনেড ছুড়ে পালায়। গ্রেনেডটি একটি দোকানের সামনে পড়ে ফাটে। দোকানদার নকুল সাহু ও তাঁর ১২ বছর বয়সী ছেলে রামু, গুরুতরভাবে জখম হন। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই রামু মারা যায়। নকুলবাবুকে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাঁকে গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ অপরাধীদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে। কোনও জঙ্গি সংগঠন এখনও ঘটনার দায় নেয়নি।

জেলে মিলল গাঁজা
গয়ার কেন্দ্রীয় সংশোধনাগারে তল্লাশি চালিয়ে ৬টি মোবাইল ফোন, ৬টি চার্জার এবং গাঁজা উদ্ধার হয়েছে। গয়ার সদর মহকুমাশাসক পরিতোষ কুমার এবং ডিএসপি (সদর) আজ আচমকাই জেলে হানা দেন। এই ঘটনা নিয়ে মহকুমাশাসক তদন্তের নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, “কী ভাবে এই সব জিনিস বন্দিদের কাছে পৌঁছচ্ছে তা নিয়ে তদন্ত করা হবে।”

দুর্ঘটনায় মৃত ৩
বাইক ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক শিশু-সহ একই পরিবারের ৩ জনের মৃত্যু হয়েছে। সোমবার দুপুর সাড়ে ১২টা নাগাদ ঘটনাটি ঘটে ধুবুরি’র বগরিবাড়ি থানার নিউ পানবাড়ির ৩১ নম্বর জাতীয় সড়কে। পুলিশ জানায়, মৃতদের নাম মজুর আলি (৩৮), আঞ্জুমা বিবি (৩০) এবং তাঁদের সাত বছরের শিশুপুত্র আব্দুল আজিজ। তাঁদের বাড়ি গৌরীপুর থানা এলাকায়। এদিন ঈদের নিমন্ত্রণ সেরে বিলাসীপাড়া থেকে তারা বাইকে গৌরীপুরে ফিরছিলেন। উল্টোদিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় বাইকের। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিন জনের। পুলিশ ট্রাকটিকে আটক করেছে।

খলিস্তানি জঙ্গি নিয়ে সতর্কতা
খলিস্তান জঙ্গিদের কার্যকলাপ নিয়ে পঞ্জাবের মুখ্যমন্ত্রী প্রকাশ সিংহ বাদলকে সতর্ক করল কেন্দ্র। পাকিস্তানের মদতে খলিস্তানি গোষ্ঠীগুলি ফের পঞ্জাবে সক্রিয় হওয়ার চেষ্টা করছে বলে কেন্দ্রকে রিপোর্ট দিয়েছেন গোয়েন্দারা। প্রকাশ সিংহের সঙ্গে এই নিয়ে বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুশীলকুমার শিন্দে। সম্প্রতি অপারেশন ব্লুস্টারের নায়ক প্রাক্তন সেনাকর্তা কুলদীপ সিংহ ব্রারের উপরে লন্ডনে হামলাও খলিস্তানিদের কাজ বলে ধারণা গোয়েন্দাদের।

হুমকি রাশিয়ার
সুপ্রিম কোর্টের নির্দেশে সিস্টেমার হারানো ২১টি টু-জি লাইসেন্স নিয়ে ফয়সালা না হলে আন্তর্জাতিক সালিশি আদালতে যাওয়ার হুমকি দিল রাশিয়া। সোমবার এ কথা জানিয়েছেন ভারতে রাশিয়ার রাষ্ট্রদূত আলোকজান্দার কাদাকিন। শীর্ষ আদালতে আবেদনও করেছে সংস্থাটি। শেষ পর্যন্ত শান্তিপূর্ণ সমাধান না হলে দেশের সংস্থার স্বার্থ রক্ষা করতেই এই পদক্ষেপ করা হবে বলে জানান তিনি।

যোগ্য নয়
সচিনকে রাজ্যসভার সদস্য মনোনীত করার বিরুদ্ধে দিল্লি এবং ইলাহাবাদ হাইকোর্টে ঝুলে থাকা মামলা দু’টি সুপ্রিম কোর্টে আনার আবেদন খারিজ হয়ে গেল সোমবার। শীর্ষ আদালতে এই আবেদন জানালেন দিল্লির প্রাক্তন বিধায়ক রামগোপাল সিংহ। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আলতামাস কবীরের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চের কথায়, “মামলা দু’টি সুপ্রিম কোর্টে আসার যোগ্যই নই। তাই আবেদনটি খারিজ করে দেওয়া হল।”

মুদ্রায় বোমাতঙ্ক
বেঙ্কটেশ্বর মন্দিরের মূল প্রবেশ পথে রাখা ছিল ব্রোঞ্জের পাত্র তিনটি। লাল কাপড় দিয়ে মোড়া। রবিবার মধ্যরাতে এই তিনটি পাত্র থেকেই ছড়িয়ে পড়ল বোমাতঙ্ক। বম্ব ডিসপোজাল স্কোয়াড, পুলিশ এবং মন্দিরের নিরাপত্তারক্ষীদের পরীক্ষার পরে দেখা যায় পাত্র তিনটি এক-দু’টাকার কয়েনে ভর্তি। মনে করা হচ্ছে কোনও ভক্ত ওই কয়েনে ভর্তি ব্রোঞ্জের পাত্র তিনটি রেখে গিয়েছেন।

গাড়ির ধাক্কা
উদ্ধব ঠাকরের স্ত্রী রশ্মি ঠাকরের গাড়ির সঙ্গে ধাক্কা লেগে জখম হলেন দুই মোটর সাইকেল আরোহী। রবিবার রাতে গাড়ি করে দক্ষিণ মুম্বইয়ের দিকে যাচ্ছিলেন রশ্মি। গাড়িটি চালাচ্ছিলেন রশ্মির চালক। বান্দ্রার কাছে কলানগর এলকায় এই দুর্ঘটনা ঘটে।

কার্ফু অব্যাহত
গোষ্ঠী সংঘর্ষের জেরে ধুবুরি শহরে কার্ফু অব্যাহত। সোমবার লক্ষ্মী পুজো উপলক্ষে সকাল ৫টা থেকে ১২ ঘণ্টা কার্ফু শিথিল করে জেলা প্রশাসন। গোষ্ঠী সংঘর্ষের জেরে বৃহস্পতিবার থেকে কার্ফু জারি হয়েছে শহরে। রবিবার শহর থেকে ৬ জনকে আটক করা হয়। এদিন এক দল মহলা ধুবুরি সদর থানা ঘেরাও করে আটকদের ছাড়ার দাবি করলে পুলিশ তাঁদের হঠিয়ে দেয়। ধুবুরির পুলিশ সুপার প্রদীপ শালৈ বলেন, “পরিস্থিত স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।”

প্রতিবাদী আটক
কুড়ানকুলাম পরমাণু বিদ্যুৎ প্রকল্পের বিরুদ্ধে পথে নেমে আটক হলেন এমডিএমকে নেতা ভাইকো, ভিসিকে দলের সভাপতি তথা সাংসদ থল তিরুমাভালাভন, তামিলপন্থী নেতা পি নেদুমারান-সহ একশোরও বেশি সাধারণ মানুষ এবং মৎস্যজীবী। সোমবার তাঁরা তামিলনাড়ু বিধানসভার দিকে যাওয়ার চেষ্টা করেন। তখন পুলিশ তাঁদের আটক করেন। ভাইকোর অভিযোগ, কুড়ানকুলামে উৎপাদিত বিদ্যুৎ গোপনে শ্রীলঙ্কাকে সরবরাহ করতে রাজি হয়েছে ভারত।

বিধায়ক খুন
সম্পত্তি নিয়ে বিবাদ। তার জেরেই ভাইপোর গুলিতে খুন হলেন পঞ্জাবের প্রাক্তন বিধায়ক মালকাট সিংহ কিটু। সোমবার সকালে ঘটনাটি ঘটে মোগা জেলার বিলাসপুর গ্রামে। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান কিটু।

প্রথম ভারত
চলতি বছরে বিশ্বে চাল রফতানিতে প্রথম স্থান অধিকার করল ভারত। তাইল্যান্ডকে পিছনে ফেলে। এ বছরে ভারত ৯৭ লক্ষ ৫০ হাজার টন চাল রফতানি করেছে।

বিধায়ক খুন
সম্পত্তি নিয়ে বিবাদ। তার জেরেই ভাইপোর গুলিতে খুন হলেন পঞ্জাবের প্রাক্তন বিধায়ক মালকাট সিংহ কিটু। সোমবার মোগা জেলার বিলাসপুর গ্রামের ঘটনা।

আপত্তি সনিয়ার, ফের পরিবর্তন জমি বিলে
সনিয়া গাঁধীর নির্দেশে ফের বদলে গেল প্রস্তাবিত জমি বিলের খসড়া। বেসরকারি সংস্থার জন্য জমি অধিগ্রহণের ক্ষেত্রে ৮০ শতাংশের মত নেওয়া বাধ্যতামূলক করা হয় প্রথম খসড়ায়। পরে ঠিক হয়, কোনও অঞ্চলে প্রায় ৬৭ শতাংশ জমি মালিকের মত থাকলেই সেখানে বেসরকারি সংস্থার জন্য জমি অধিগ্রহণ করা যাবে। সনিয়ার আপত্তিতে ফের পুরনো খসড়ায় ফিরল কেন্দ্র।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.