|
|
|
|
প্রধানমন্ত্রী মৌনমোহন, তোপ মোদীর
সংবাদসংস্থা • শিমলা |
ফের প্রধানমন্ত্রী মনমোহন সিংহের বিরুদ্ধে তোপ দাগলেন নরেন্দ্র মোদী। হিমাচলপ্রদেশে সম্প্রতি নির্বাচনী জনসভায় যোগ দিয়েছিলেন সনিয়া গাঁধী ও মনমোহন। সে রাজ্যে দাঁড়িয়েই ব্যঙ্গের সুরে মোদীর মন্তব্য, ‘মৌনমোহন সিংহ’ মুখ খুলেছেন। কিন্তু, মূল্যবৃদ্ধি বা গরিব মানুষের সমস্যা, তিনি কোনও কথাই বলেননি।
আজ হিমাচলপ্রদেশের মুখ্যমন্ত্রী প্রেমকুমার ধুমলের সমর্থনে মান্ডিতে একটি জনসভায় যোগ দেন মোদী। সম্প্রতি এই মান্ডিতেই সনিয়া ও মনমোহনকে নিয়ে জনসভা করেছিল কংগ্রেস। গুরুত্বপূর্ণ সব বিষয় নিয়েই প্রধানমন্ত্রী চুপ করে থাকেন বলে দীর্ঘদিন ধরেই অভিযোগ বিজেপি-র। আজ সেই অভিযোগের সুরেই মোদী বলেছেন, “মৌনমোহন সিংহ শেষে কথা বলেছেন বলে শুনেছি। কিন্তু, তিনি বা সনিয়া-কেউই মুদ্রাস্ফীতির মতো সমস্যা নিয়ে কথা বলেননি।” মোদীর মতে, মুদ্রাস্ফীতির মতো জাতীয় সমস্যা নিয়ে কথা বলা প্রধানমন্ত্রীর কর্তব্য। রান্নার গ্যাসে ভর্তুকি কমানো নিয়েও কেন্দ্রের কড়া সমালোচনা করেছেন মোদী। গ্যাসে ভর্তুকি কমানোর পরে হিমাচলপ্রদেশে গরিব মানুষকে বিনা খরচে স্টোভ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রেমকুমার ধুমল সরকার। আজ জনসভায় একটি স্টোভ হাতে নিয়ে এসেছিলেন মোদী। তাঁর বক্তব্য, মানবিক সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। কেন্দ্র মানুষের কাছ থেকে রান্নার গ্যাস পর্যন্ত ছিনিয়ে নিয়েছে। সাধারণত একটি পরিবারের বছরে ২৪টি সিলিন্ডার লাগে। মোদীর মতে, প্রেমকুমার ধুমল স্টোভ বিলি করার সিদ্ধান্ত নিয়ে কেন্দ্রের মুখে চড় মেরেছেন।
আজ টুইটারেও কংগ্রেসকে আক্রমণ করেছেন মোদী। আইপিএল কেলেঙ্কারির জেরে বিদেশ প্রতিমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে বাধ্য হয়েছিলেন কংগ্রেস নেতা শশী তারুর। কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েছিলেন তাঁর স্ত্রী সুনন্দা পুষ্করও। ফের কেন্দ্রীয় মন্ত্রিসভায় ফিরেছেন তিনি। টুইটারে নাম না করে শশীর সমালোচনা করেছেন মোদী। গুজরাতের মুখ্যমন্ত্রীর বক্তব্য, কংগ্রেসের ওই নেতার বিরুদ্ধে ক্রিকেট থেকে বেআইনি ভাবে টাকা উপার্জনের অভিযোগ ছিল। তিনি বলেছিলেন, প্রেমিকার ৫০ কোটি টাকার সঙ্গে তাঁর সম্পর্ক নেই। মোদীর প্রশ্ন, ৫০ কোটি টাকা দামের প্রেমিকার কথা কেউ কখনও শুনেছে কি?
মোদীর মন্তব্য অবশ্য টুইটার ব্যবহারকারীদের অনেকেরই পছন্দ হয়নি। এক জনের মন্তব্য, “মহিলাদের নিয়ে কী ভাবে কথা বলতে হয় তাও মোদীর জানা নেই।” আর এক জনের মন্তব্য, “নরেন্দ্র মোদীর স্ত্রীকে এখনও দেখা যায়নি।” |
|
|
|
|
|