পাঁচ মাসের এক শিশুর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। সোমবার, কড়েয়া থানার মিয়াজান উস্তাগার লেনের একটি নির্মীয়মাণ বাড়িতে। শিশুটির নাম সুফিয়ান। আশঙ্কাজনক অবস্থায় তার বাবা সঞ্জয় রহমান ও মা রুমা বেগমকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
স্থানীয় সূত্রের খবর, তিনতলা ওই বাড়ির দোতলায় দাদু-দিদার সঙ্গে ছিল সঞ্জয় ও রুমার অন্য তিন ছেলে। সুফিয়ানের সঙ্গে সঞ্জয় ও রুমা ছিলেন একতলার ঘরে। ওই দিন সকালে তিন ছেলের ডাকাডাকিতেও তাঁরা দরজা না খুললে আশপাশের লোকজনকে খবর দেওয়া হয়। দরজার উপরে দেওয়ালের অংশ ভেঙে এক জনকে দরজা খুলতে ভিতরে ঢোকানো হয়। স্থানীয়েরা জানান, ভিতরে ঢুকে তাঁরা দেখেন সঞ্জয়, রুমা ও সুফিয়ান বিছানায় অজ্ঞান অবস্থায় পড়ে রয়েছেন। কারও দেহে অবশ্য আঘাতের চিহ্ন নেই। এলাকাবাসীরাই তাদের ন্যাশনাল মেডিক্যালে নিয়ে যান। সেখানে শিশুটিকে মৃত বলে ঘোষণা করা হয়। সঞ্জয়কে পরে বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। |
স্থানীয়েরা জানান, তিন দিন হল মিয়াজান উস্তাগার লেনের বাড়িতে আসেন সঞ্জয় ও রুমা। বাড়িটি কয়েক মাস আগে নতুন করে তৈরির জন্য প্রোমোটারকে দেওয়া হয়। ওই সময় তাঁরা চামরু খানসামা লেনের একটি বাড়িতে ভাড়া থাকতেন।
সঞ্জয় ও রুমার মেজ ছেলে শেখ সায়েবের কথায়, “রবিবার রাতে একতলার ঘরে খাওয়ার পরে দাদু-দিদার কাছে শুতে যাই। সকালে উঠে বাবা-মায়ের ঘরের সামনে এসে দেখি দরজা বন্ধ। ডাকাডাকিতেও দরজা খুলছে না দেখে পাশের ঘর থেকে অন্য আত্মীয়দের ডেকে আনি।” পুলিশ জানায়, ঘরের ভিতরে একটি উনুন এবং স্টোভ ছিল। উনুনটি গরম থাকায় তাঁদের অনুমান, ঘরের কার্বন-মোনোক্সাইডে দমবন্ধ হয়েই শিশুটির মৃত্যু হয়েছে এবং বাকিরা অসুস্থ হয়ে পড়েছেন। এ দিন শিশুটির দেহ ময়না-তদন্তের জন্য পাঠানো হয়েছে। |