লাইনে ফাটল, বিঘ্নিত ট্রেন চলাচল |
নিজস্ব সংবাদদাতা • বোলপুর |
রেল লাইনে ফাটল ধরা পড়ায় রবিবার রাতে সাময়িক ট্রেন চলাচল বিঘ্নিত হল পূর্ব েরে সাহেবগঞ্জ লুপ ট্র্যারে আপ লাইনে। বোলপুর ও প্রান্তিক স্টেশনের মাঝে ওই ফাটল নজরে আসার পরপরই ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। পরে বোলপুর থেকে রেলের সংশ্লিষ্ট কর্মীরা এসে ওই ফাটল সারালে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। সোমবার পূর্ব রেলের বোলপুর স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন ম্যানেজার গৌরেন্দু মিত্র বলেন, “লাইনে একটু সমস্যা ছিল বলে শুনেছি। প্রয়োজনীয় মেরামত করে ট্রেন চলাচল শুরু করানো হয়েছিল।” |
ছবি: বিশ্বজিৎ রায়চৌধুরী। |
পূর্ব রেল সূত্রে খবর, রবিবার রাত সাড়ে ৯টা নাগাদ সাহেবগঞ্জ লুপ ট্র্যাকের আপ লাইনে বর্ধমান-রামপুরহাট প্যাসেঞ্জার ট্রেন পৌঁছয়। ওই ট্রেনের যাত্রী বোলপুরের বাসিন্দা শ্রীকান্ত ভকত, দেবজিৎ ঘোষ হাজরা-রা বলেন, “বোলপুর স্টেশনে ট্রেন পৌঁছলে আচমকায় ঘোষণা করা হয় বোলপুর-প্রান্তিক লাইনে ফাটল দেখা দিয়েছে। সারানো না হওয়া পর্যন্ত তাই ট্রেন বোলপুর থেকে ছাড়া হবে না।” বোলপুরের স্টেশন ম্যানেজার রাতেই ঘটনাস্থলে কর্মীদের নিয়ে গিয়ে মেরামতির কাজ সারেন। আধ ঘণ্টারও বেশি সময় পরে গন্তব্যের দিকে রওনা দেয় ট্রেন। |