ব্যাঙ্ক ডাকাতিতে জড়িত সন্দেহে ধৃত |
নিজস্ব সংবাদদাতা • রামপুরহাট |
ব্যাঙ্কে ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে হুগলি থেকে দুই যুবককে গ্রেফতার করল পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃত নিরঞ্জন দত্ত ও তৈয়ুব আলি-র বাড়ি হুগলির পোলবা থানা এলাকার মহানত কাজীপাড়া গ্রামে। রবিবার রাতে বীরভূম ও হুগলির জেলা পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। সোমবার রামপুরহাট আদালতে হাজির করানো হলে বিচারক ধৃতদের ১০ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। |
আদালতের পথে ধৃত দুই দুষ্কৃতী। ছবি: সব্যসাচী ইসলাম। |
বীরভূমের পুলিশ সুপার হৃষিকেশ মিনা বলেন, “ধৃতেরা বীরভূমের লাভপুরের একটি ব্যাঙ্কে ডাকাতির ঘটনায় জড়িত। সম্প্রতি তারা ওই ঘটনায় জামিন পেয়েছে। আমাদের সন্দেহ শুক্রবার গভীর রাতে মল্লারপুরে গ্রামীণ ব্যাঙ্কের ডাকাতির ঘটনাতেও তারা জড়িত। ধৃতদের পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে তথ্য বের করার চেষ্টা চলছে।”
মাত্র এক সপ্তাহের ব্যবধানে দু’টি ব্যাঙ্কে লক্ষাধিক টাকা ডাকাতির ঘটনায় এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে। পুলিশ সূত্রে পাওয়া খবর অনুযায়ী, মল্লারপুরের ব্যাঙ্ক ডাকাতির ঘটনায় ১৫ জনেরও বেশি দুষ্কৃতী দল একটি ট্রাকে করে এলাকায় এসেছিল। ওই ট্রাকের মালিকও দুষ্কৃতীদের মধ্যে একজন। আরও জানা গিয়েছে, এই চক্রটি ইতিমধ্যেই বীরভূম, মুর্শিদাবাদ, হুগলি ও উত্তর ২৪ পরগনার বেশ কয়েকটি ব্যাঙ্কে ডাকাতির সঙ্গেও জড়িত। ভল্ট কাটার বিশেষজ্ঞ নিয়ে এই দলটি রাজ্যের বিভিন্ন জায়গায় ডাকাতি করছে। |