রূপনারায়ণপুর পলিটেকনিক কলেজের এক ছাত্রীকে গণধর্ষণের মামলায় মূল অভিযুক্তকে অবশেষে গ্রেফতার করল পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার দুপুরে ধানবাদ স্টেশন চত্বর থেকে সাম্ব মণ্ডল নামে ওই টিএমসিপি নেতাকে ধরা হয়। এ নিয়ে এই ঘটনায় মোট ধৃতের সংখ্যা তিন।
ইন্দ্রনীল কাঞ্জিলাল, আসানসোল-দুর্গাপুর কমিশনারেটের এসিপি (ডিডি) জানান, তাঁদের কাছে আগে থেকেই খবর ছিল যে সাম্ব ধানবাদের ব্যাঙ্ক মোড় থানা এলাকায় গা ঢাকা দিয়ে রয়েছে কিছু দিন ধরে।
এ দিন কমিশনারেটের গোয়েন্দা বিভাগের একটি দল ধানবাদ যায়। দুপুর পৌনে ২টো নাগাদ স্টেশনের আশপাশের এলাকা থেকে সাম্বকে গ্রেফতার করা হয়। তার পরে পুলিশি পাহারায় তাকে আসানসোলে আনা হয়। এসিপি (ডিডি) জানিয়েছেন, ধৃত ওই টিএমসিপি নেতাকে জেরা করা হচ্ছে। আজ, মঙ্গলবার তাকে আদালতে তোলা হবে।
গত ৯ অক্টোবর রূপনারায়ণপুর পলিটেকনিক কলেজের প্রথম বর্ষের এক ছাত্রীকে ছাত্র সংসদ অফিসে মাদক-পানীয় খাইয়ে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ।
গণঘর্ষণের ঘটনায় কলেজের টিএমসিপি পরিচালিত ছাত্র সংসদের সাধারণ সহ-সম্পাদক সাম্ব-সহ তিন ছাত্রছাত্রী, এক নিরাপত্তারক্ষী ও এক বহিরাগত যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ওই ছাত্রীটির বাবা। ঘটনার পরে কর্তব্যে গাফিলতির অভিযোগে কলেজের অধ্যক্ষকে সাসপেন্ড করে রাজ্যের কারিগরি শিক্ষা দফতর। এই ঘটনায় অভিযুক্ত নিরাপত্তারক্ষী ও এক ছাত্রকে আগেই গ্রেফতার করা হয়েছিল। অপর অভিযুক্তদেরও শীঘ্রই ধরা হবে বলে পুলিশের আশ্বাস। |