বালি বোঝাই একটি লরির ধাক্কায় মৃত্যু হল এক মোটরবাইক আরোহীর। সোমবার দুপুরে কালনা ১ ব্লকের মধুপুর এলাকায় দুর্ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ওই যুবকের নাম আতাহার শেখ (৩৭)। বাড়ি নদিয়ার কোতোয়ালি থানার কুন্দপাড়া এলাকায়। সেখান থেকে দু’টি মোটরবাইকে চড়ে এ দিন নাদনঘাটে পাত্রী দেখতে আসছিলেন আতাহার-সহ চার জন। বেলা ১২টা নাগাদ তাঁরা ভুল করে মধুপুরে ঢুকে পড়েন। সেখানে কালনাগামী একটি বালি বোঝাই লরি ধাক্কা মারে আতাহারের মোটরবাইকটিকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। লরির চালক ও খালাসি পালিয়ে যায়। তাদের গ্রেফতারের দাবিতে ঘণ্টা দুয়েক বর্ধমান-কালনা রোড অবরোধ করেন স্থানীয় লোকজন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
|
একটি বাড়ি নির্মাণকে কেন্দ্র করে সিপিএম ও তৃণমূল সমর্থকদের মধ্যে বিবাদ বাধল দুর্গাপুরের নিউ টাউন শিপ থানা এলাকার নবীনপল্লিতে। দু’পক্ষই পরস্পরের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, অমর বাউরি নামে স্থানীয় এক সিপিএম সমর্থক নবীনপল্লিতে একটি বাড়ি নির্মাণ করছিলেন। তৃণমূলের অভিযোগ, জায়গাটি সরকারি। তাই সেখানে বাড়ি নির্মাণ করা যাবে না। কিন্তু অমরবাবু তা উপেক্ষা করে বাড়ির নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছিলেন। এর জেরে এ দিন তৃণমূলের সমর্থকেরা ঘটনাস্থলে গিয়ে নির্মাণ কাজে বাধা দেন বলে অভিযোগ। তাতে দুই পক্ষের মধ্যে ঝামেলা শুরু হয়। পুলিশ জানায়, ঘটনার তদন্ত শুরু হয়েছে।
|
যুবক খুনে জড়িত সন্দেহে দু’জনকে গ্রেফতার করল কাঁকসা পুলিশ। তাঁদের নাম অশোক রুইদাস ও বুধন মুর্মু। সোমবার তাদের আদালতে তোলা হলে বিচারক ৫ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। শনিবার সকালে কাঁকসার রঘুনাথপুরের কলাডাঙা আদিবাসী পাড়ায় সুনীল হাঁসদা (২৫) নামে এক যুবকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাতে বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেননি তিনি। শনিবার ভোরে বাড়ির সামনে জঙ্গলের ধারে তাঁর দেহ পড়ে থাকতে দেখেন বাসিন্দারা। পুলিশের দাবি, জেরায় ধৃতেরা স্বীকার করেছে, তারা প্রথমে পাথর দিয়ে সুনীলের মাথায় আঘাত করে। পরে ধারালো অস্ত্রের কোপ মারা হয়।
|
পথ দুর্ঘটনায় জখম হলেন অভিনেতা অরিন্দম গঙ্গোপাধ্যায় ও তাঁর গাড়ির চালক। রবিবার গভীর রাতে দুর্ঘটনাটি ঘটে বর্ধমানের অন্ডালে ২ নম্বর জাতীয় সড়কে। পুলিশ জানায়, পুরুলিয়ার রঘুনাথপুরে একটি অনুষ্ঠান সেরে ফিরছিলেন তিনি। অন্ডাল মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি লরিতে ধাক্কা মারে তাঁর গাড়ি। অরিন্দমবাবু ও গাড়ির চালক জয়দেব দাসকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়। পরে তাঁকে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। মহকুমা হাসপাতাল সূত্রে খবর, এ দিন দুপুরে জয়দেববাবুকে কলকাতায় নিয়ে গিয়েছেন তাঁর বাড়ির লোকজন।
|
গাড়ির ধাক্কায় জখম হয়েছেন এক ট্রাফিক ওসি হিতুলাল সরকার। সোমবার সকালে অন্ডাল মোড়ে ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে খবর, এ দিন সকালে একটি গাড়ি ট্রাফিক সিগন্যাল উপেক্ষা করে একটি গাড়িকে ধাক্কা মারে। হিতুবাবু গাড়িটিকে হাত দেখিয়ে দাঁড় করাতে গেলে তাঁকেও ধাক্কা মারে গাড়িটি। ঘটনাস্থল থেকে ২ কিমি দূরে একটি হরি মন্দিরের সামনে গাড়ি ফেলে পলিয়ে যাওয়ার চেষ্টা করে চালক। পুলিশ তাকে আটক করেছে।
|
নর্থ সিহারশোল ভূগর্ভস্থ খনিটিকে খোলামুখ খনি করার চেষ্টার ‘প্রতিবাদে’ সোমবার বিকেলে সিটুর তরফে জামুড়িয়ায় একটি মিছিল বের করল সিটু। সোমবার বিকেলে নর্থ সিহারশোল মোড় থেকে শুরু হয়ে ওই মিছিল এলাকা পরিক্রমা করে। সিটুর দাবি, দূষণ পর্ষদের জনশুনানি, ডিজিএমএসের অনুমতি এবং পুরসভার ছাড়পত্র ছাড়া তাঁরা এই খনিটিকে খোলামুখ খনি করার চেষ্টা মেনে নেবেন না তাঁরা। |