|
|
|
|
|
প্যান্ডেলের পুরুষতন্ত্র |
কে বলে ছেলেদের ফ্যাশন বছর বছর এক থাকে?
এই তো এনেছি শৌখিন, সুন্দর, রমণীমোহন পোশাকদের।
হলিউড, বলিউড, ইতিহাস, র্যাম্প আর অলিগলির মার্কেট ঘুরে। পুজো এখন আপনারই অপেক্ষায়।
|
যেখানে সেখানে জিপার
সাদা বা অফ হোয়াইট টি বা ভেস্ট। এ বার তার কাঁধে, বুক পকেটের ওপর, কোমরে একটা করে জিপার। শুনতে কেমন লাগছে? পরে দেখুন, জিম করা শরীরে ফাটাফাটি ফিট করবে। |
অড কম্বিনেশন
যেমন সুতির হাফ ট্রাউজার্স, লিনেন শার্ট আর সরু বেল্ট।
হলিউড ঘেঁষা বোহেমিয়ান লুক। এমন আজব কম্বিনেশন প্রচুর এসেছে।
যেমন ছবিতে শন টেট। ডিনার জ্যাকেটের সঙ্গে কুর্তা! |
আংরাখা কাট
টি শার্টই। কিন্তু বোতামের
নকশায় পরিষ্কার
আংরাখার আদল।
দারুণ ফিউশন। |
সৌজন্য: ব্লেন্ডার্স প্রাইড ফ্যাশন ট্যুর। |
|
|
মুঘলাই চুড়িদার কুর্তা
যতই ধোতি প্যান্টস ইত্যাদি উঠুক বাঙালি ছেলেরা
এখনও এথনিক বলতে সর্বভারতীয় কোনও পোশাক বোঝেন।
শেরওয়ানি কুর্তা অনেক হয়ে গেলে কিনুন মুঘলাই অ্যাটায়ারস।
আফগানি পাজামা আর নানা স্টিচের মুঘলাই কুর্তা। |
|
|
ওয়ান বাটনড ব্লেজার
গরম লাগবে না। স্লিম ফিট, বুকে মাত্র একটা বাট্ন লাগানো।
শর্টস দিয়ে পরাটাই নাকি স্টাইল। বা ডেনিম, ক্রপড জোধপুর প্যান্টস।
ম্যাজিশিয়ান কুর্তা
রণবীর কপূর ‘রকস্টার’-এ পরেছিলেন।
বরফি আকৃতির বিভিন্ন রঙের কাপড় জুড়ে তৈরি।
এক কালে
পথচারী জাদুকররা এমন পোশাক পরতেন, কিংবা হীরক রাজার বরফিমশাই।
শিল্পী মেজাজের ছেলেরা চমৎকার ক্যারি করতে পারবেন। পরতে হবে জোয়াব দিয়ে।
কাউবয় ট্রাউজার্স
কোমরে পকেটের অংশটা এক রং আর বাকি ট্রাউজার্স অন্য রঙের।
আর ঝালর দেওয়া। ফাঙ্কি, টিনএজ লুক। ডিস্ক-এ পরা যায়। |
সৌজন্য: এস্কোয়্যার। |
|
|
|
বোল্ড চেকস
চেকস গত কয়েক বছর ধরেই ফ্যাশনে ইন। এ বার ট্রেন্ড লাল আর নীলের দাবার ঘরের সাইজের চেক প্যাটানের্র স্লিম ফিট জামা। চেকগুলো এ বার বেশ বড়। সেটাই বোল্ড চেকস। কখনও কখনও পুরো জামাটা
এক রঙের পরে, কলারে, রোলড স্লিভস-এও চেকস চলছে। |
|
|
|
|
|
|