|
|
|
|
|
শরৎ‘কাট’-এর উজলা আকাশ
নিজেকে বদলানোর অব্যর্থ উপায় হেয়ারকাট। চেহারা মানিয়ে,
প্রিয় তারকার
স্টাইল
জ্ঞান শুনে, পুজোর লুক’টা বেছে নিন। টিপস দিলেন প্রিসিলা কর্নার |
|
|
পুজোর সময় আমরা সবাই চাই পাঁচ দিনই আমাদের ক্যাটরিনা, করিনা, দীপিকা, অনুষ্কা আর বিদ্যা বালনের মতো দেখতে লাগুক। কিন্তু আপনার হাতে সর্বসাকুল্যে মাথা একটি আর কিছু চুল। তার ওপরে যদি দশমীতে লালপাড় শাড়ি, সঙ্গে বড় টিপ আর খোলা চুল চান, তা হলে তো আরও মুশকিল, কারণ খেয়াল রাখতে হবে, আগের দিনগুলিতে নিত্যনতুন হেয়ার কাটের জন্ম দিতে গিয়ে চুলের গঙ্গাপ্রাপ্তি না ঘটে। তবে গোড়ার কথা হল, আপনাকে এমন ধরনের একটি হেয়ার কাট বাছতে হবে, যেটি আপনার মুখের আকৃতি, গায়ের রং এবং কী কী ধরনের আউটফিট পরছেন, সেগুলির সঙ্গে মানানসই হয়।
|
মহিলাদের জন্য |
• ফাঙ্কি শর্ট লেয়ারড অ্যান্ড ফ্রন্ট ফ্লিক্ড: জেল জাতীয় প্রোডাক্ট লাগিয়ে ফ্রিঞ্জ-এর অংশটিকে খুব সুন্দর ভাবে সেট করে নিতে পারেন।
• হাই লেয়ারড বব: চুলের পেছনের দিকটা লেয়ারস কাটা থাকবে এবং সামনে পুরনো দিনের ‘বব কাট’ করা হবে।
• পিছনের দিকে ‘ভি’ শেপ কাটা থাকবে, পাশ দু’টিকে ছোট করে ফ্রিঞ্জ করে কাটতে হবে। তবে ইচ্ছে হলে আপনি ছোট ফ্রিঞ্জ না করে স্লাইডিং ফ্রিঞ্জ কাটতে পারেন। অর্থাৎ যেটি কপালের এক পাশে এসে পড়বে। |
|
• সাহসী এবং ইন্টারেস্টিং হেয়ার কাট: পিছনের দিকটা খুব লম্বা থাকবে এবং সামনে ‘বব কাট’ হবে। এ ক্ষেত্রে চুলটি সব সময় খোলা রাখতে হবে। চুল বাঁধলে আপনি সাহসী কি না বোঝা যাবে না।
• রিহানা কাট: পুরো চুলটি লম্বা লেয়ারস করে কাটা হবে এবং পাশ দুটি ও কপালের অংশের চুল খুব লম্বা থাকবে। এতটাই লম্বা, চুলটি যেন কপালের ওপর সম্পূর্ণ পেতে থাকে। পেছনে হালকা করে ক্লাচ বা রাবার ব্যান্ড লাগিয়ে রাখতে হবে। |
|
|
পুরুষদের জন্য |
• পয়েন্টেড সাইড লক: এখন বিভিন্ন ধরনের পয়েন্টেড সাইড লক অর্থাৎ কানের দু’পাশের জুলপি নিয়ে কেরামতি খুব ফ্যাশনের মধ্যে আছে। মোটা বা শক্ত, যা-ই করুন, শেষের দিকে সূচালো করে দেবেন। এতে আপনাকে ফ্যাশনেবল অথবা রাগী, দুটোর একটি মনে হবে।
• পয়েন্টেড সাইড লক অ্যান্ড স্পাইকড আপ অন দ্য টপ: এ ক্ষেত্রে পয়েন্টেড সাইড লক করে আপনি চুলটি ছোট করে কাটতে পারেন বা মাথার সামনে স্পাইক করে নিতে পারেন।
• গোটি বিয়ার্ড: সল্লুভাইকে যাঁরা পছন্দ করেন, এ বার পুজোয় তাঁরা অবশ্যই এই বিশেষ স্টাইলটি করাবেন। সম্পূর্ণ চুলটি এক লেবেলে সমান ভাবে ছোট করে কাটা হবে এবং দাড়ির অংশটি সরু ভাবে ঝুলিয়ে কাটা হয়। সম্পূর্ণ এই স্টাইলটি হেয়ার কাটেরই একটি অংশ।
• আমির’স লক: মাথার এক দিক থেকে অন্য দিকে ‘সাইড লক’ এই ভাবে কাটা হয় এবং পাশ দু’টি অর্থাৎ জুলপি দু’টি খুব বেশি তীক্ষ্ণ থাকে। |
|
|
কালারস নিয়ে
হাইলাইট আবার ফিরে এসেছে। সম্পূর্ণ কালার না করে হাইলাইট করলে মনে হয় মাথায় প্রচুর চুল আছে। দু’তিনটি কালার ব্যবহার করলে খুবই ভাল লাগবে। তবে পুজোর সময় হালকা কোনও কালার করুন। আপনার ব্যক্তিত্বের সঙ্গে মানানসই না হলে সমস্যা বাড়বে। ছেলেদের জন্য ডার্ক চকলেট কালারই একমাত্র রং। যাঁদের রং শ্যামলা, তাঁরা লাল বা লালের কোনও শেড ব্যবহার করুন। হালকা রঙে বেশি কালো লাগবে। |
|
সাক্ষাৎকার: কস্তুরী মুখোপাধ্যায় ভারভাদা |
|
|
|
|
|