আশ্বাস দিয়েও ভাড়া বাড়ানো নিয়ে সরকার কোনও রকম আলোচনা শুরু করেনি। এই অবস্থায় ভাড়া বৃদ্ধির দাবিতে ফের আন্দোলনে নামার হুমকি দিলেন বাস-মালিকেরা। ভাড়া বাড়ানোর ব্যাপারে সরকারের উপরে চাপ সৃষ্টি করতে বৃহস্পতিবার বাস-মালিক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী সপ্তাহেই পরিবহণমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসতে চায় তারা। সেই জন্য সোমবার চিঠিও দেবে দু’টি সংগঠন। মন্ত্রী বৈঠকে ডাকলে সেখানে ভাড়া বাড়ানোর প্রস্তাব দেওয়া হবে। তার পরে সরকারের সিদ্ধান্ত জেনে সংগঠন দু’টি নিজেদের পরবর্তী পদক্ষেপের কথা ঘোষণা করবে।
ডিজেলের দাম বাড়ার পরে বাসভাড়া বাড়ানোর দাবিতে ১৭ সেপ্টেম্বর থেকে লাগাতার ধর্মঘটের ডাক দেন বেসরকারি বাস-মালিকেরা। শেষ পর্যন্ত রাজ্য সরকারের অনুরোধে ১৯ তারিখে তাঁরা ১০ দিনের জন্য ধর্মঘট স্থগিত রাখেন। তাঁদের দাবি, মন্ত্রীর কাছ থেকে ভাড়া বাড়ানোর সুস্পষ্ট আশ্বাস পাওয়ার পরেই তাঁরা ধর্মঘট স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন। যদিও এই আশ্বাসের কথা অস্বীকার করেন পরিবহণমন্ত্রী মদন মিত্র।
ধর্মঘট স্থগিতের ক্ষেত্রে ১০ দিনের সময়সীমা শেষ হচ্ছে ৩০ সেপ্টেম্বর। জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটসের কর্মকর্তারা বৃহস্পতিবার বৈঠক করে বাসের ভাড়া বাড়ানোর ব্যাপারে অবিলম্বে সরকারকে উদ্যোগী হতে অনুরোধ করেছেন। সংগঠনের সাধারণ সম্পাদক সাধন দাস বলেন, “আমরা আর এক বার পরিবহণমন্ত্রীর সঙ্গে চূড়ান্ত বৈঠকে বসতে চাই। সোমবার চিঠি দেব।” বাস-মালিকদের অন্য সংগঠন বেঙ্গল বাস সিন্ডিকেটের সহ-সভাপতি দীপক সরকারের কথায়, “ভাড়া বাড়ানোর ব্যাপারে সরকার তাদের মনোভাব জানাক। তার পরে আমরা পরবর্তী সিদ্ধান্ত নেব।” বাস-মালিকদের বৈঠকে বসার প্রস্তাবের ব্যাপারে প্রশ্ন করা হলে পরিবহণমন্ত্রী এ দিন বলেন, “এ-রকম কিছু শুনিনি। তবে আলোচনার রাস্তা সব সময়েই খোলা। বাস-মালিকদের সমস্যা দূর করার চেষ্টা অবশ্যই করব।” |