বিচার ব্যবস্থাকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যে আদালত অবমাননা হয়েছে কি না, কলকাতা হাইকোর্ট বৃহস্পতিবার সেই বিষয়ে কোনও মন্তব্য করেনি। তবে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ফৌজদারি আদালত অবমাননার মামলার শুনানি এ দিন শেষ হয়ে গিয়েছে। বিচারপতি কল্যাণজ্যোতি সেনগুপ্ত ও বিচারপতি প্রসেনজিৎ মণ্ডলের ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, পরে রায় দেওয়া হবে।
গত ১৪ অগস্ট মুখ্যমন্ত্রী বিধানসভায় বলেছিলেন, টাকা দিয়ে বিচার কেনা যায়। তাঁর এই মন্তব্যে আদালত অবমাননা হয়েছে বলে অভিযোগ আনেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। ফৌজদারি আদালত অবমাননার মামলা করে এই ব্যাপারে রুল জারি করার জন্য হাইকোর্টে আবেদন জানান তিনি। বুধবার এই মামলায় আইনজীবী হীরক মিত্র ও আইনজীবী রঞ্জন দেবকে আদালত-বান্ধব হিসেবে হাইকোর্টকে সাহায্য করার দায়িত্ব দেয় ডিভিশন বেঞ্চ। দু’টি সংবাদপত্র ও দু’টি টিভি চ্যানেলের হলফনামা, প্রকাশিত প্রতিবেদনের প্রতিলিপি এবং সম্প্রচারিত সচিত্র সংবাদের সিডি তুলে দেওয়া হয় তাঁদের হাতে।
বৃহস্পতিবার শুনানির সময় আইনজীবী হীরকবাবু জানান, তিনি হলফনামা, সিডি ও প্রকাশিত সংবাদের প্রতিলিপি খতিয়ে দেখেছেন। দু’টি টিভি চ্যানেল যে-সিডি পাঠিয়েছে, তা সম্পাদিত নয়, ‘রাশ প্রিন্ট’। অর্থাৎ মুখ্যমন্ত্রী যা বলেছেন এবং যে-ভাবে বলেছেন, সবটুকুই তাতে ধরা আছে। তাই মুখ্যমন্ত্রীর বক্তব্যের কোনও বিচ্ছিন্ন অংশ নয়, পুরোটাই দেখেছেন তিনি। হীরকবাবু বলেন, ওই সিডি এবং প্রতিলিপি দেখে প্রাথমিক ভাবে তিনি মনে করেন, মুখ্যমন্ত্রীর মন্তব্যে আদালত অবমাননা হয়েছে। এর পরে বিকাশবাবু বিভিন্ন সময়ের বেশ কয়েকটি আদালত অবমাননার মামলার রায় ডিভিশন বেঞ্চকে দেখান। শুনানি শেষ হয়ে যায়। |