দুর্ঘটনায় মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • বাঁকুড়া |
গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক সাইকেল আরোহীর। বৃহস্পতিবার দুর্ঘটনাটি ঘটে বাঁকুড়া-দুর্গাপুর রাজ্য সড়কে, কদমাঘাটি এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃত জয়ন্ত কুণ্ডু (২০) ওই এলাকার বাসিন্দা।
|
পলিটেকনিক কলেজ গড়ার কাজ শুরু হল বাঘমুণ্ডিতে। বাঘমুণ্ডি-চড়িদা রাস্তার পাশে জমির বুধবার জমি সমতলিকরণের কাজ শুরু হয়। ছিলেন বিধায়ক নেপাল মাহাতো, স্থানীয় বিডিও শুভঙ্কর রায় প্রমুখ। |