টুকরো খবর |
সরকারি দামে সার বিক্রি
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
সারের কালোবাজারি রুখতে সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রির প্রক্রিয়া শুরু হল হলদিয়ায়। বৃহস্পতিবার হলদিয়া মহকুমার মহিষাদল ব্লক কৃষি দফতরের উদ্যোগে একটি রাসায়নিক সার বিক্রয় শিবিরের আয়োজন করা হয়। এলাকার কো-অপারেটিভ সোসাইটি প্রাঙ্গণে এই শিবিরে ব্লকের প্রায় ১৭০ জন চাষিকে নায্য দামে সার বিলি করা হয়। আমন ধান চাষের ক্ষেত্রে জরুরি ইউরিয়াই মূলত বিক্রি হয়েছে। সব মিলিয়ে প্রায় ১০ মেট্রিক টন সার বিক্রি হয়েছে। শিবিরে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি শুভ্রা মিশ্র, ব্লক কৃষি দফতরের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মৃণালকান্তি বেরা, পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ শ্রাবণী মল্লিক প্রমুখ। মৃণালকান্তি বেরা বলেন, “কালোবাজারি রুখতে কিছু ডিলারকে আগেই চিহ্নিত করা হয়েছে। তবে সরকারি মূল্যে চাষিদের হাতে সার তুলে দিতে পেরে আমরা খুশি।” |
সমবায়ে জয়ী বামেরা
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
সমবায়ে জয় পেল বামেরা। বৃহস্পতিবার ছিল মহিষাদল ব্লকের জগৎপুর সমবায় সমিতির নির্বাচন। ৬টি আসনের সবকটিতে তৃণমূল সমর্থিতদের হারিয়ে জয়ী হয়েছেন বাম সমর্থিত প্রার্থীরা। গত বছরও এই সমবায়ের পরিচালন সমিতি বামেদের দখলেই ছিল। এ বছর ভোট ঘিরে চাপান-উতোর ছিল। সিপিএমের মহিষাদল জোনাল সম্পাদক শরৎ ক্যুইলা বলেন, “মানুষ ভয় কাটিয়ে ভোট দিয়েছেন। আমি তাঁদের ধন্যবাদ জানাই।” মহিষাদল ব্লক তৃণমূল সভাপতি সোমনাথ মাইতির দাবি, “ওই সমবায় সমিতি ওদের (বামেদের) দখলে থাকায় বাছাই লোকেদের সদস্য বানিয়ে ভোটে সেই সুযোগ কাজে লাগিয়েছে।” |
এসপি-র গাড়ির ধাক্কায় মৃত বাড়ল
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
পুরুলিয়ার পুলিশ সুপারের গাড়ির ধাক্কায় মৃতের সংখ্যা বেড়ে হল ৪। গড়বেতার রসকুণ্ডু মোড়ে বুধবার ওই দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছিল। বুধবার রাতেই আহত আরও এক জন মারা যান মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে। মৃতের নাম নীলু রায় (৫৫)। তাঁর বাড়ি গড়বেতারই সাড়গোড়ায়। বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার টাঙাশোলে এক অনুষ্ঠানে যোগ দিতে আসছিলেন পুরুলিয়ার পুলিশ সুপার সি সুধাকর। আসার সময় গড়বেতা থানা এলাকার রসকুণ্ডু মোড়ের কাছে এক মোটর সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে রাস্তার ধারে বাস ধরার জন্য দাঁড়িয়ে থাকা ৫ জনকে ধাক্কা মারে তাঁর গাড়ি। ঘটনাস্থলে এক মহিলার মৃত্যু হয়। পরে মারা যান ওই মহিলার ছেলে এবং আরও এক তরুণী। দু’জনকে গুরুতর আহত অবস্থায় মেদিনীপুর মেডিক্যাল কলেজে ভর্তি হয়। তাদের মধ্যেই ছিলেন নীলু রায়। |
স্ত্রী খুনে জেল
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
পণের দাবিতে স্ত্রীকে খুনের দায়ে ১২ বছরের জেল হল স্বামীর। বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক চিন্ময় চট্টোপাধ্যায় নন্দকুমার থানার রাউতৌড়ী গ্রামের অরুণ পালকে দোষী সাব্যস্ত করে খুনের দায়ে ১২ বছর ও বধূ নির্যাতনের দায়ে ৩ বছর সশ্রম কারাদণ্ডের আদেশ দেন। জেলা আদালত সূত্রে জানা গিয়েছে, কোলাঘাট থানার বুড়ারি গ্রামের সুমনা মাইতির (২১) সঙ্গে ২০০৬ সালে প্রেমের বিয়ে হয়েছিল নন্দকুমার থানার যুবক অরুণের। অভিযোগ, বিয়ের পর থেকেই পণের জন্য সুমনার উপরে অত্যাচার চালাতেন স্বামী-সহ শ্বশুরবাড়ির লোকজন। ২০০৭ সালের ১৬ জুলাই শ্বশুরবাড়ি থেকেই সুমনার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। সুমনার বাবা স্বামী-সহ শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। |
ছাত্র সংঘর্ষ
নিজস্ব সংবাদদাতা • ঘাটাল |
ছাত্র সংগঠনের দুই গোষ্ঠীর সংঘর্ষে জখম হয়েছে চার জন। মঙ্গলবার সন্ধ্যায় ঘাটাল কলেজের ঘটনা। দু’পক্ষই থানায় অভিযোগ দায়ের করেছে। পুলিশ জানায়, এ দিন কলেজে নবীন-বরণ অনুষ্ঠান ছিল। অনুষ্ঠান শেষ হওয়ার পরে তৃণমূল ছাত্র পরিষদ ও ডানপন্থী ছাত্রদের নিয়ে গঠিত ছাত্র-ঐক্যের মধ্যে সংঘর্ষ বাধে। দু’পক্ষের মোট চার জন জখমও হন। ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে ঘাটাল মহকুমার কলেজগুলিতে কালা দিবস এবং ধিক্কার মিছিলের ডাক দেওয়া হয়। |
|