টুকরো খবর |
খড়্গপুরে চুরি
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
ফের চুরির ঘটনা ঘটল খড়্গপুরে। দরজা ভেঙে বাড়িতে ঢুকে নগদ প্রায় ৪০ হাজার টাকা ও সোনার গহনা নিয়ে পালিয়েছে এক দল দুস্কৃতি। বুধবার রাতে শহরের দক্ষিণ ইন্দায় ঘটনাটি ঘটে। এই এলাকায় বাড়ি খড়্গপুরের সাউথ সাইড হাইস্কুলের প্রধান শিক্ষক সুধাপদ বসুর। ওই দিন সন্ধ্যায় তিনি বাড়িতে ছিলেন না। রাতে ফিরে এসে দেখেন, দরজা খোলা। ঘরের মধ্যে ঢুকেই বুঝতে পারেন, চুরির ঘটনা ঘটেছে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। স্থানীয়দের একাংশ মনে করছেন, ওই শিক্ষকের বাড়ির উপর দুস্কৃতিরা নজর রেখেছিল। বাড়িতে যে বুধবার সন্ধ্যা থেকে কেউ ছিলেন না, তাও তাদের জানা ছিল। পুলিশের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন প্রধান শিক্ষক। পুলিশ জানিয়েছে, তদন্ত শুরু হয়েছে। এ ক্ষেত্রে সবদিকই খতিয়ে দেখা হচ্ছে। |
স্কুলের হীরক জয়ন্তী
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
হীরক জয়ন্তী উপলক্ষে নানা অনুষ্ঠান করছে সাউথ সাইড হাইস্কুল (বালক)। শুক্রবার বিদ্যালয় প্রাঙ্গণেই শুরু হবে তিন দিনের অনুষ্ঠান। নানা সাংস্কৃতিক কর্মসূচি, আলোচনাসভা, প্রাক্তনীদের সম্মেলনের আয়োজন রয়েছে বলে জানান প্রধান শিক্ষক সুধাপদ বসু। ১৯৫৩ সালে স্থাপিত এই স্কুলের বর্তমান ছাত্র সংখ্যা প্রায় ১৫০০। |
মনীষী স্মরণ
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
রামমোহন রায়ের মৃত্যুদিবস ও ভগৎ সিংহের জন্মদিবসে স্মরণানুষ্ঠান হল মেদিনীপুর সদর ব্লকের চুয়াডাঙা হাইস্কুলে। বৃহস্পতিবার দুপুরে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক নিখিলরঞ্জন মান্না, শিক্ষক সুদীপ খাঁড়া প্রমুখ। ছাত্রছাত্রীদের সামনে রামমোহন রায় ও ভগৎ সিংহের জীবনের নানা দিক তুলে ধরেন বক্তারা। |
|