|
|
|
|
বধূ খুন, ধৃত তিন |
নিজস্ব সংবাদদাতা • ঘাটাল |
বধূ খুনের অভিযোগে স্বামী, শ্বশুর ও শাশুড়িকে গ্রেফতার করল পুলিশ। বুধবার সকালে চন্দ্রকোনার রামজীবনপুরের ঘটনা। পুলিশ জানায়, মৃতার নাম সান্ত্বনা কর্মকার (২১)। সান্ত্বনার বাপের বাড়ির লোকজনের অভিযোগ পেয়ে পুলিশ তাঁর স্বামী জিমোহন কর্মকার, শ্বশুর তারাপদ কর্মকার ও শাশুড়ি বীণাপাণি কর্মকারকে গ্রেফতার করেছে। খুনের মামলা রুজু করে তদন্তও শুরু হয়েছে। বৃহস্পতিবার ধৃতদের আদালতে তোলা হলে ১৪ দিনের জেল হাজতের নির্দেশ দেন বিচারক।
বছর তিনেক আগে রামজীবনপুরের ৬ নম্বর ওয়ার্ডের বারুইপাড়ার বাসিন্দা সান্ত্বনার সঙ্গে পেশায় গৃহশিক্ষক জিমোহন কর্মকারের বিয়ে হয়। আট মাসের একটি সন্তানও রয়েছে তাঁদের। অভিযোগ, বিয়ের আগে থেকেই জিমোহনের অন্য একটি ‘সম্পর্ক’ রয়েছে। তা জানতে পেরে প্রতিবাদ করেন সান্ত্বনা। তারপর থেকেই তাঁর উপর মারধর ও অত্যাচার চলত বলে অভিযোগ। একাধিকবার জিমোহন তাঁর স্ত্রীকে মারধর করে বাড়ি থেকে বের করে দেন বলে অভিযোগ। সান্ত্বনার বাবা শান্তনু দত্ত বলেন, “বিয়ের পর থেকেই মেয়ের উপর মানসিক ও শারীরিক অত্যাচার চালাতেন জামাই ও তাঁর বাড়ির লোকজন। সমস্যা মেটাতে একাধিকবার আলোচনায় বসাও হয়। কিন্তু কোনও লাভ হয়নি।” শান্তনুবাবুর অভিযোগ, “বুধবার সকালেও আমাদের সঙ্গে মেয়ের ফোনে কথা হয়েছিল। কিছুক্ষণ পরই মেয়ের মৃত্যুর খবর পাই। মেয়েকে শ্বাসরোধ করে খুনের পরে ঝুলিয়ে দেওয়া হয়েছে। মেয়ের গলায় কালো দাগ রয়েছে। গোটা শরীরেও আঘাতের চিহ্ন রয়েছে।” বুধবার এই ঘটনার জেরে এলাকায় ব্যাপক উত্তেজনা হয়। স্থানীয় বাসিন্দারা চড়াও হয়ে সান্ত্বনার স্বামী-সহ শ্বশুরবাড়ির লোকেদের মারধরও করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থতি আয়ত্ত্বে আনে। দেহটি ময়না-তদন্তের জন্য ঘাটাল মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। |
|
|
|
|
|