|
|
|
|
ইস্টবেঙ্গলের হাতেই কাপ দেখছেন ব্যারেটো |
তানিয়া রায় • কলকাতা |
এখনও তাঁর গায়ে ‘অদৃশ্য’ সবুজ-মেরুন জার্সি। এই মরসুমে সেই মোহনবাগানকে গুড বাই জানালে কী হবে, মনটা তাঁর এখনও পুরনো ক্লাবেই। এ হেন হোসে র্যামিরেজ ব্যারেটো বৃহস্পতিবার বারবেলায় পরিষ্কার বলে দিলেন, ফেড কাপটা বাংলাতেই আসবে। অর্থাৎ চ্যাম্পিয়ন হিসাবে তিনি দেখতে পাচ্ছেন তাঁর চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলকেই। ব্যারেটো যখন এই ভবিষ্যদ্বাণী করছেন, তখনও কিন্তু ইস্টবেঙ্গল-চার্চিল ম্যাচের শুরুর বাঁশি বাজেনি।
মোহনবাগান জার্সিতে চির শত্রু যে দলটার বিরুদ্ধে বার বার জ্বলে উঠেছেন ব্যারেটা, সেই দলেরই কোচ থেকে ফুটবলার সবার পারফরম্যান্স নিয়েই বেশ উচ্ছ্বসিত সবুজ তোতা। বলছিলেন, “আমি কিন্তু ফেড কাপে ইস্টবেঙ্গলকেই এগিয়ে রাখছি। দেখবেন এবার ফেড কাপ বাংলায় আসবে।” হঠাৎ ইস্টবেঙ্গেলের প্রশংসা আপনার মুখে? হাসতে হাসতে ব্যারেটোর জবাব, “আমি পেশাদার।”
সেই পেশাদারের চোখ দিয়ে তা হলে কী দেখলেন দলটার মধ্যে? ব্যারেটোর ব্যাখ্যা: “দলটার মধ্যে একটা বাঁধুনি আছে। গত কয়েক বছর ধরে মর্গ্যান টিমটার সঙ্গে আছে। টিমটাকে খুব ভাল করে চেনে। সাফল্যও পেয়েছে। আর এই দলটার ফুটবলাররাও খুব ভাল খেলছে। ইস্টবেঙ্গলের ফেড কাপ চ্যাম্পিয়ন না হওয়ার কোনও কারণ নেই।”
ইস্টবেঙ্গলের পাশাপাশি অবশ্য উঠে এসেছে মোহনবাগান প্রসঙ্গ এবং টোলগে-ওডাফা মনোমালিন্য। ফেড কাপে বাগানের ব্যর্থতার ময়নাতদন্ত করতে বসে বলছিলেন, “টোলগে নিয়ে বিতর্কটা একটা বড় কারণ তো বটেই। শুরু থেকেই টোলগেকে নিয়ে সমস্যা চলছিল। এটা দলের ওপর একটা চাপ তৈরি করেছে। সব মিলিয়ে দলের উপর একটা প্রভাব পড়েছে।” এর পরই উঠে এল টোলগে-ওডাফার ঝামেলার প্রসঙ্গ। থমকে গেলেন ব্যারেটো। একটু ভেবে বললেন, “ওদের ঝামেলার বিষয়টা আমি সংবাদমাধ্যমের থেকেই জেনেছি। দেখুন, ওডাফা আর টোলগে দুজনেই বড় মাপের ফুটবলার। মোহনবাগানের প্রধান ভরসাই তো এই দুই বিদেশি। ওদের পারফরম্যান্স পুরো দলের কাছেই অনুপ্রেরণা। ওদের নিজেদের মধ্যে কোনও সমস্যা হলে টিম স্পিরিটে একটা ধাক্কা লাগবেই।” |
|
|
|
|
|