বড় গল্ফার হয়ে উঠতে গেলে অনির্বাণ লাহিড়িদের এখনই নিজেদের স্বস্তির জায়গা ছাড়তে হবে। এমনই মনে করছেন ভারতীয় গল্ফার শিব কপূর। যিনি জাপানে সদ্য সমাপ্ত এশিয়া-প্যাসিফিক প্যানাসোনিক ওপেনে চতুর্থ স্থান পেয়েছেন। দিল্লিতে এক অনুষ্ঠানে অনির্বান লাহিড়ি ও গগনজিত ভুল্লরের প্রশংশায় পঞ্চমুখ হলেন শিব। বললেন, “ব্রিটিশ ওপেনে হোল-ইন-ওয়ান আর এশিয়ান ট্যুর অর্ডার অফ মেরিটে সপ্তম স্থান পাওয়া অনির্বাণ এবং এশিয়ান ট্যুরে গগনজিত দারুন পারফর্ম করছে গত কয়েক বছর ধরে। আরও উন্নতি করতে হলে ওদের নিজেদের ‘কমফোর্ট জোন’ থেকে বের হতে হবে। ইউরোপ-আমেরিকার বড় ট্যুরগুলোয় ওদের নিজেদের জায়গা করতে হবে।” বৃহস্পতিবারই শুরু হওয়া তাইওয়ান মাস্টার্সে প্রথম দিনের শেষে অনির্বাণ রয়েছেন সপ্তম স্থানে। অনির্বানদের উত্থানে গর্বিত শিব কপূর বললেন, “বর্তমানে গল্ফ ভারতের খেলাধুলায় দ্বিতীয় স্থানে। দেশে অনির্বাণদের মত গল্ফাররা উঠে আসায় ২০১৬ রিও অলিম্পিকে ভারতের পদক পাওয়ার সম্ভাবনা বেশ উজ্বল। কারণ, আগামী দু বছরে অনির্বাণরা নিজেদের আরও উন্নত করে তুলবে।”
|
ওয়েন রুনি প্রত্যাবর্তনের ম্যাচে খেললেন দারুণ ছন্দে। গোল না করলেও তাঁর দল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড নিউক্যাসল ইউনাইটেডকে ২-১ হারাল। অন্য ম্যাচে আর্সেনাল ৬-১ উড়িয়ে দিল কভেন্ট্রি সিটিকে।
লিগ কাপের (স্পনসরের জন্য যার নাম এ বার ক্যাপিটাল ওয়ান কাপ) তৃতীয় রাউন্ডে নিউক্যাসলের বিরুদ্ধে গোল দু’টি করেন অ্যান্ডারসন এবং টম ক্লেভারলি। আর্সেনালের হয়ে গোল করেন ওয়ালকট (২), জিরোদ, অক্সলেড-চেম্বারলেন, আর্শাভিন এবং মিকেল। লিগ কাপের চতুর্থ রাউন্ডে আর্সেনালের প্রতিপক্ষ রিডিং। ম্যান ইউয়ের কঠিন লড়াই স্ট্যামফোর্ড ব্রিজে। চেলসির বিরুদ্ধে। এ দিন পায়ের চোট সারিয়ে প্রায় এক মাস পর মাঠে নেমে ৭৫ মিনিট খেললেন রুনি। ম্যাচ শেষে বলেন, “বেশ খানিকটা সময় মাঠে থাকতে পেরে খুশি। আশা করছি সময়টা ধীরে ধীরে বাড়বে।”
|
আদালত এবং ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন শেষ পর্যন্ত হাঁটল বিপরীত রাস্তায়। জুলাইয়ে ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেট কোর্ট জন টেরিকে নির্দোষ বলে জানিয়েছিল। বৃহস্পতিবার এফএ টেরিকে দোষী রায় তো দিলই। সেই সঙ্গে চার ম্যাচে সাসপেন্ড করা হয়েছে প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ককে। জরিমানাও করা হয়েছে দু’শো কুড়ি হাজার পাউন্ডের। গত বছর অক্টোবরে কুইন্স পার্ক রেঞ্জার্সের বিরুদ্ধে ম্যাচে টেরি নাকি বর্ণবৈষম্যমূলক কথা বলেছিলেন অ্যান্টন ফার্দিনান্দের বিরুদ্ধে। এই অভিযোগ থেকে আদালতে মুক্ত হয়ে গেলেও এফএ-র বিচারে ক্ষুব্ধ টেরি। তাঁর পক্ষ থেকে এফএ-র কাছে তাঁকে শাস্তি দেওয়ার বিস্তারিত কারণ জানতে চাওয়া হয়েছে। যা দেখার পর টেরি পুনরায় আবেদন করতে পারেন। টেরিকে জবাব দেওয়ার জন্য এফএ-এর কাছে ১৪ দিন সময় আছে। তত দিন পর্যন্ত এই শাস্তি বহাল হচ্ছে না।
|
অনুর্ধ্ব ১৬ এ এফ সি কাপের গ্রুপ লিগের শেষ ম্যাচে চিনকে আটকে দিল ভারত। খেলার ফল ২-২। ভারতের হয়ে দুটি গোল ড্যানিয়েল লালহিমপুঁইয়া ও মেন্ডেসের ( পেনাল্টি)। চিনকে আটকানোর পরও অবশ্য নক আউট পর্বে যাওয়া হচ্ছে না ভারতের। উজবেকিস্তানের কাছে হারের পর সিরিয়া ও চিনের সঙ্গে ড্র করে ভারত। ভারতের সংগ্রহ মাত্র দু’পয়েন্ট। এই গ্রুপ থেকে পরের পর্বে গেল উজবেকিস্তান ও সিরিয়া। |