|
|
|
|
|
পাঁচ বোলারে আজ ওয়াটসনদের
থামানোর ভাবনা ধোনির ভারতের
সংবাদসংস্থা • কলম্বো |
|
শেন ওয়াটসন কী মাইক হাসি নন। এমনকী ‘চিন মিউজিক’-এর হুমকি শোনানো প্যাট কামিন্সও হিসাবে আসছেন না। টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শুক্রবার সুপার এইটের ম্যাচের আগে ভারত অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির চিন্তা দু’টো নামকে নিয়ে। যুবরাজ সিংহ এবং বীরেন্দ্র সহবাগ!
ম্যাচের ২৪ ঘণ্টা আগে পর্যন্ত ভারতীয় টিম ম্যানেজমেন্ট যে গেমপ্ল্যান কষেছে, তাতে রয়েছে পাঁচ বোলারের অঙ্ক। কিন্তু সে ক্ষেত্রে বসতে হবে এক বিশেষজ্ঞ ব্যাটসম্যানকে। ইংল্যান্ডের বিরুদ্ধে চোট থাকায় সহবাগ খেলেননি। ধোনিরও সমস্যা হয়নি। কিন্তু গত কাল নেটে ব্যাট করে সহবাগ বুঝিয়ে দিয়েছেন, তিনি সুস্থ। এবং তাতেই অস্বস্তিতে পড়ে গিয়েছেন স্বয়ং অধিনায়ক।
আজ প্র্যাকটিস শুরুর আগে সাংবাদিকদের সামনে এসে ভারত অধিনায়ক বলে যান, “আমরা প্রাথমিক ভাবে পাঁচ বোলার খেলানোর কথাই ভেবে রেখেছি। কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত কিছু নিইনি। কাল মাঠে এসে পিচ দেখে টিম ঠিক করব।” এর পরেই উড়ে আসে অবশ্যাম্ভাবী প্রশ্নটা, তা হলে কোন ব্যাটসম্যানকে বাইরে রাখবেন? সহবাগ-যুবরাজের মধ্যে কাউকে? ধোনির জবাব, “আমার জীবনের কঠিনতম সিদ্ধান্ত হবে দু’জনের মধ্যে কোনও একজনকে বাছা। দেখা যাক, কী করা যায়। দেখতে হবে কম্বিনেশনটা কী হয়। শেষ পর্যন্ত যে সিদ্ধান্তই নিই না কেন, দেখতে হবে আমাদের টিম যেন তাতে উপকৃত হয়। আপনারা অপেক্ষা করে দেখুন, কাল কী হয়।”
সহবাগকে খেলানো না খেলানো নিয়ে বিশেষজ্ঞরা মোটামুটি দু’টো ভাগ। ওয়াসিম আক্রমের মতো কেউ কেউ পরিষ্কার বলে দিচ্ছেন, সহবাগকে ভারতীয় দলের বাইরে রাখার কোনও জায়গা নেই। আবার সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতো কিংবদন্তি অধিনায়কের মত হল, পাঁচটা বোলার খেলাতেই হবে টি-টোয়েন্টি ফর্ম্যাটে। তাতে যাকে হোক বসাতে হবে। এই পরিস্থিতিতে দেখা যাচ্ছে, ভারতীয় শিবিরকে যতটা না বিপক্ষ দল ভাবাচ্ছে, তার চেয়ে বেশি ভাবাচ্ছে নিজেদের টিম কম্বিনেশন। |
অন্য মেজাজে |
অনুশীলনের ফাঁকেই যুবরাজের ভাংড়া। |
‘ফুটবলার’ ধোনি। বৃহস্পতিবার কলম্বোয়। |
|
অস্ট্রেলিয়া আবার ভারতের জন্য দুটো ফ্যাক্টরকে মাথায় রেখে গেম প্ল্যান করেছে। এক, চিন মিউজিক। দুই, স্পিনারদের আক্রমণ। ‘চিন মিউজিকের’ কথা উঠতেই ধোনি বলছেন, “আমাদের বিরুদ্ধে এই স্ট্র্যাটেজির কথা তো আমি গত পাঁচ বছর ধরে শুনে আসছি। এতে আর নতুন কী আছে। আমি আমার টিম নিয়ে ভাবতে চাই। ওরা যা খুশি বলুক।” ধোনির হিসাব অনুযায়ী, ভারতকে বড় স্কোর তুলতে গেলে প্রথম চার ব্যাটসম্যানকে ভাল খেলতে হবে। “পরের দিকে, বিশেষ করে আট ওভারের পর থেকে বল হিট করা একটু কঠিন হয়ে যায়। ঠিক মতো ব্যাটে আসে না। তাই প্রথম দিকেই রানটা দ্রুত তুলতে হবে।”
অস্ট্রেলিয়া ব্যাটিংয়ের প্রধান শক্তি হল দুই ডব্লিউ। ওয়ার্নার এবং ওয়াটসন। এঁদের দু’জনকে সামলানোর জন্য কী হতে যাচ্ছে ভারতের গেমপ্ল্যান? ধোনি বলছেন, “নিঃসন্দেহে ওরা বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা ওপেনিং জুটি। আক্রমণাত্মক ক্রিকেট কী ভাবে খেলতে হয়, সেটা ওরা জানে। আমাদের ঠিক জায়গায় বলটা ফেলতে হবে।” শুরুতেই স্পিনার দিয়ে অজি-জুটিকে আটকানো যাবে কি না, তা নিয়ে অবশ্য কিছু বলেননি ভারত অধিনায়ক।
উল্টো দিকে অস্ট্রেলীয় অধিনায়ক জর্জ বেইলি আবার বলে দিচ্ছেন, শুধু হরভজনের কথা মাথায় রেখে তাঁরা খেলতে নামবেন না। “আমরা একজন বোলারকে নিয়ে শুধু চিন্তা করতে চাই না। ভারতের সব বোলারই বেশ ভাল। আর এই ব্যাপারটা আমাদের মাথায় থাকবে।”
শেষ ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে ইরফান পাঠানকে দিয়ে ইনিংস ওপেন করিয়েছিলেন ধোনি। এই স্ট্র্যাটেজি পছন্দ হয়নি অনেক প্রাক্তন ক্রিকেটারেরই। ওয়াসিম আক্রম যেমন বলেছেন, “আমি জানি, ভারতীয় দলে ইরফান এক জন অলরাউন্ডার হিসাবে খেলছে। কিন্তু তার মানে এই নয় যে ওকে পিঞ্চ হিটারের দায়িত্ব দিতে হবে। ইরফানকে দিয়ে ওপেন করানো বা তিন নম্বরে নামানোটা আমার অন্তত পছন্দের স্ট্র্যাটেজি নয়।”
|
‘‘সহবাগের ক্ষমতার উপর ধোনিকে ভরসা রাখতে হবে। সহবাগ যদি ফিট থাকে, তা হলে ওকে দিয়েই ভারতকে ইনিংস ওপেন করাতে হবে। প্রেমদাসার যে রকম উইকেট, সেখানে সহবাগ তো অটোমেটিক চয়েস।ওকে বাদ দিয়ে দল হয় না।’’
ওয়াসিম আক্রম |
|
‘‘আমার জীবনের কঠিনতম সিদ্ধান্ত হবে যুবরাজ-সহবাগের মধ্যে কোনও এক জনকে বেছে নেওয়া। কম্বিনেশন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ম্যাচের দিন নেব। শেষ পর্যন্ত যে সিদ্ধান্তই নিই না কেন, দেখতে হবে আমাদের টিম যেন তাতে উপকৃত হয়।’’
মহেন্দ্র সিংহ ধোনি |
|
|
ছবি: এএফপি |
|
|
|
|
|