|
|
|
|
|
মনে হয় সহবাগ আজ বেঞ্চেই থাকবে |
কোহলিকে দিয়ে ওপেন করাও ধোনি
সৌরভ গঙ্গোপাধ্যায় |
|
টি-টোয়েন্টি বিশ্বকাপের গুরুত্বপূর্ণ পর্বে ভারত যে খুব কঠিন গ্রুপে পড়েছে তা নিয়ে কোনও সন্দেহ নেই। ভারত আর সুপার এইটে তাদের প্রথম প্রতিপক্ষ অস্ট্রেলিয়াদুটো দেশই খুব ভাল ফর্মে রয়েছে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেঅস্ট্রেলিয়া দারুণ খেলছিল। বৃষ্টিতে শেষ পর্যন্ত ম্যাচটা ভেস্তে গেলেও ক্যারিবিয়ানদের হারিয়ে দিত অস্ট্রেলিয়া। শেন ওয়াটসনের নেতৃত্বে টি-টোয়েন্টি ফর্ম্যাটের জন্য অস্ট্রেলীয় ব্যাটিং লাইন-আপটা খুব ভাল। ব্যাটে- বলে এই টুর্নামেন্টে দারুণ ছন্দে আছে ওয়াটসন। ওর সাফল্যই বলে দিচ্ছে, একজন সত্যিকারের অলরাউন্ডার ক্রিকেটের যে কোনও ফর্ম্যাটে তার দলের জন্য কত বড় তফাত গড়ে দিতে পারে। অজিদের নিয়ে তবু একটা প্রশ্ন থেকে যাচ্ছে। প্রথম এগারোয় ডেভিড হাসিকে দেখছি না কেন? গ্লেন ম্যাক্সওয়েল সম্পর্কে আমরা খুব অল্পই জানি। কিন্তু আমার মনে হয় ডেভিড যে কোনও দিন ম্যাক্সওয়েলের চেয়ে ভাল হবে। পাঁচ বছর ধরে আইপিএল খেলছে ডেভিড। খেলছে সাফল্যের সঙ্গে। আর ওর সবচেয়ে বড় সুবিধে, উপমহাদেশের পরিবেশে ও সমস্ত ভারতীয় স্পিনারকে খেলে ফেলেছে।
কোনও সন্দেহ নেই অস্ট্রেলিয়ার পেস ব্যাটারি বেশ ভাল। কামিন্স, স্টার্ক, ওয়াটসনএই তিনের কম্বিনেশন সবারই সম্ভ্রম কেড়ে নেবে। টেস্টে অস্ট্রেলিয়ার যে দুবর্লতাটা চোখে পড়ে, সেটা টি-টোয়েন্টিতে ওদের ভোগাবে না বলেই মনে হয়। ব্র্যাড হগ থাকায় অস্ট্রেলীয় স্পিন বিভাগটা বেশ মজবুত হয়ে গিয়েছে। নিঃসন্দেহে হগ বড় শক্তি। বিশেষ করে শ্রীলঙ্কায় যা উইকেট দেখছি, তার পরিপ্রেক্ষিতে তো বটেই।
ভারতের ক্ষেত্রে কিছু প্রশ্নের উত্তর পাওয়া এখনও বাকি।
টুর্নামেন্টে এই মুহূর্তে ঠিক কী অবস্থায় আছে সহবাগ? ও কি খেলবে না বাইরে বসে থাকবে? আমার মন বলছে এই ম্যাচটায় নামতে পারবে না বীরু। ওকে বাইরেই কাটাতে হবে।
পরের প্রশ্নটা তিন স্পিনারকে নিয়ে।
ভারত কি তিন স্পিনার নামাবে? আমার উত্তর হচ্ছে, হ্যা। নামাবে। ইংল্যান্ডের বিরুদ্ধে যে রকম কর্তৃত্ব নিয়ে ওরা বল করল, তাতে আমার ভোটটা তিন স্পিনারের দিকেই থাকবে। অস্ট্রেলিয়া যে ফাস্ট বোলিংটা ভাল খেলবে সেটা জানা কথা। কিন্তু ভারতকে মনে রাখতে হবে, ওরা যে ম্যাচটা খেলবে সেটা কিন্তু দিনের দু’নম্বর ম্যাচ। এবং এমন একটা উইকেটে যেটা শুকনো থাকার কথা। সেখানে তো তিন স্পিনার নামাতে হবেই।
জাহির খানের টিমে ফেরা নিয়ে আমার কোনও সন্দেহ নেই। ধোনির এক নম্বর বোলার ও-ই থাকবে। জাহির, ইরফান, সঙ্গে তিন স্পিনারএই কম্বিনেশনটা কিন্তু বেশ ভাল। ইরফান পাঠানকে নিয়ে যে পরীক্ষা-নিরীক্ষা চলছে তার কোনও দরকার আছে বলে আমি মনে করি না। কোহলিকে ইনিংসের শুরুতে না পাঠানোর কোনও কারণও দেখছি না। কোহলি একটা একটা করে সিরিজ খেলছে আর দিন-দিন উন্নতি করছে। ওকে ইনিংসের শুরুতে না পাঠানোর তাই কোনও যুক্তি আমি দেখি না।
ভারতের বিরুদ্ধে ইংল্যান্ড সে দিন একটা বড় ভুল করেছিল পরে ব্যাটিং নিয়ে। বিশেষ করে যখন সবাই জানে ক্ষেত্তরামার উইকেটে স্পিনাররা একটা বড় ভূমিকা নিয়ে থাকে। শুক্রবার অস্ট্রেলিয়া টস জিতলে নিশ্চয়ই এই ব্যাপারটা ওদের মাথায় থাকবে। ভারতের দিক থেকে বলতে গেলে টস ওদের কাছে খুব বড় ফ্যাক্টর হবে না। কেন? কারণ ওদের তো লড়তে হবে একজন স্পিনারের বিরুদ্ধে। আর উপমহাদেশের শুকনো উইকেটে কামিন্স অ্যান্ড কোম্পানিকে দেখে ভারতের রাতের ঘুম উড়ে যাবে বলেও আমার মনে হয় না! |
|
|
|
|
|