টুকরো খবর
পোস্ত চাষ বন্ধে বৈঠক
বেআইনি পোস্ত চাষ বন্ধ বৈঠক হল বর্ধমানে।
পোস্ত চাষ বন্ধ করতে জেলা প্রশাসনের উদ্যোগে একটি বৈঠক হল সংস্কৃতি মেট্রো হলে। উপস্থিত ছিলেন বর্ধমানের পুলিশ সুপার সৈয়দ মহম্মদ হোসেন মির্জা-সহ বিভিন্ন থানার ওসিরা। ছিলেন বিভিন্ন পঞ্চায়েতপ্রধানেরাও। দেখানো হয় একটি তথ্যচিত্রও। তথ্যচিত্রটিতে দেখানো হয়, রাজ্যে বীরভূমে পোস্ত চাষ একেবারেই বন্ধ হয়ে গিয়েছে। বর্ধমানেও গতবারে ৪৭৩ একর জুড়ে চাষ হওয়া আফিম বা পোস্ত খেত নষ্ট করা হয়েছে। তবে বর্ধমানে এই বেআইনি চাষ কখনও বাড়ছে আবার কখনও কমছে। ২০০৯ সালে ৫০০ একর জমিতে চাষ এই ফসল নষ্ট করা হয়েছিল। ২০১০ সালে মাত্র ৬৪.৫১ একর জমিতে এই চাষ নষ্ট করা হয়। পঞ্চায়েত, বিডিও ও স্থানীয় মানুষের নজরদারিতেই কমেছে এই চাষ। এ দিনের বৈঠকে এসপি বলেন,“ ২০১২ সালে এ পর্যন্ত ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে মোট ৯ জনকে। কিন্তু নদীর চরে, পরিত্যক্ত জমিতে এই চাষ এখনও চলছে। তাই জমির মালিক খুঁজে পাওয়া যাচ্ছে না। তিল, গাজরের ফুল আর পোস্তর ফুলের চেহারা একই রকম হওয়ায় এই ধরনের আইনি ফসলের মধ্যে বুনে দেওয়া হচ্ছে পোস্তর বীজ।” অতিরিক্ত জেলাশাসক শরৎ দ্বিবেদী বলেন, “সরকারি সমস্ত দফতরগুলির মধ্যে সমন্বয় সাধন করে এই চাষের বিরুদ্ধে অভিযান চলছে।”

বোমাবাজি, ধৃত ৫ কালনায়
জমির মালিকানা নিয়ে দুই পরিবারের বিবাদের জেরে বুধবার রাতে বোমাবাজি হয়েছে কালনা ১ ব্লকের কলডাঙা গ্রামে। পুলিশ জানায়, কৃষ্ণদেবপুর পঞ্চায়েতের ওই গ্রামের ঘটনায় তিন জন জখম হয়েছেন। তাঁদের মধ্যে এক জনকে কালনা মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে এবং ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গ্রামের দুই আত্মীয় হাচেম শেখ বছর আটেক আগে মৌখিক চ্যুক্তিতে সালাম শেখের কাছে জমি কেনেন। অভিযোগ, জমির রেজিস্ট্রি না হওয়ায় দুই পরিবারের মধ্যে দূরত্ব তৈরি হয়। বুধবার দুপুরে হাচেম শেখের ছেলে ওই জমিতে চাষ করতে গেলে সালাম শেখের লোকজনের সঙ্গে বচসা হয়। তার পরেই দু’পক্ষের মধ্যে বোমাবাজি হয়। সালাম শেখের লোকজনের অভিযোগের ভিত্তিতে তাঁদের ৫ জনকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি হাচেম শেখের লোকজনের। পুলিশ জানায়, এক পক্ষের অভিযোগের ভিত্তিতে ৫ জনকে ধরা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।

চাল নিয়ে দুর্নীতির নালিশ
প্রধান শিক্ষকের বিরুদ্ধে মিড-ডে মিলের চাল নিয়ে দুর্নীতির অভিযোগ উঠল কালনা ২ ব্লকের পাথরঘাটা উচ্চ বিদ্যালয়ে। স্কুলের পরিচালন সমিতিই এমন অভিযোগ তুলেছে। ব্লক প্রশাসনের কাছে লেখা চিঠিতে পরিচালন সমিতির সম্পাদক গোবিন্দ হালদার অভিযোগ করেন, সম্প্রতি মিড-ডে মিল রান্নার জন্য ৪৪ বস্তা চাল স্কুলে পৌঁছয়। প্রধান শিক্ষক নিজে সে সবের হিসেব বুঝে নেন। কয়েক দিন পরে দেখা যায়, ১৪ বস্তা চালের হিসেব স্কুলে নেই। ব্লক প্রশাসনের তরফে এক আধিকারিক জানান, অভিযোগ পাওয়ার পরে তদন্ত শুরু হয়েছে। শীঘ্রই মহকুমা প্রশাসনকে রিপোর্ট দেওয়া হবে। এ ব্যাপারে প্রধান শিক্ষক মৃত্যুঞ্জয় রায়ের সঙ্গে বৃহস্পতিবার চেষ্টা করেও যোগাযোগ করা যায়নি। তাঁর বাড়িতে ফোন করা হলে জানানো হয়, মৃত্যুঞ্জয়বাবু অসুস্থ। তিনি কথা বলার মতো অবস্থায় নেই। তিনি নিরাপত্তার অভাব বোধ করছেন বলেও পরিবারের তরফে দাবি করা হয়।

নতুন প্রধান
মঙ্গলকোটের মাজিগ্রাম পঞ্চায়েতের নতুন প্রধান হিসেবে নির্বাচিত হলেন তৃণমূলের অজয় থান্ডার। এই পঞ্চায়েতে ১৩ জন সদস্যের মধ্যে সাত জন বৃহস্পতিবার প্রধান নির্বাচনের সভায় হাজির ছিলেন। তাঁরা সবাই তৃণমূলের অজয়বাবুকে ভোট দেন। গত ৬ সেপ্টেম্বর আস্থা ভোটে হেরে গিয়েছিলেন এই পঞ্চায়েতের প্রাক্তন প্রধান কংগ্রেসের জ্যোৎস্না মাঝি।

খুনের অভিযোগে গ্রেফতার যুবক
খুনের অভিযোগে পুলিশ কাটোয়ার মণ্ডলপাড়া থেকে বুধবার রাতে গ্রেফতার করেছে এক যুবককে। ধৃতের নাম সাহেব মাঝি। বৃহস্পতিবার আদালত ধৃতকে ১৪ দিন জেল-হাজতে রাখার নির্দেশ দেয়। গত ১৮ সেপ্টেম্বর কাটোয়া শ্মশানঘাটের কাছে বাঁধের উপরে এক দল মদ্যপ যুবকের সঙ্গে বিবাদ বাধে ভাগীরথীতে স্নান করতে যাওয়া কয়েক জনের। সংঘর্ষে মৃত্যু হয় ভাগ্যধর হাজরা নামে এক জনের। এই ঘটনায় পুলিশ আগেই এক অভিযুক্তকে গ্রেফতার করেছিল। এ নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ২।

কাটোয়ায় চোলাই উদ্ধার, ধৃত ৩
চোলাই বিক্রি করার অভিযোগে কাটোয়া শহর থেকে পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে। পুলিশ জানায়, বুধবার রাতে শহরের সুকান্তপল্লি থেকে ঝর্না পাল, কাশীগঞ্জ পাড়া ও পানুহাট রেলগেট থেকে অলকা সর্দার এবং হিরণ্ময় দেবনাথকে ধরা হয়েছে। উদ্ধার হয় ২০০ লিটার চোলাই মদ। ধৃতদের বৃহস্পতিবার আদালতে হাজির করানো হলে বিচারক জেল হাজতে রাখার নির্দেশ দিয়েছেন।

ভাতারে বাস উল্টে আহত ২৯
খারাপ রাস্তায় বাস উল্টে আহত হলেন খালাসি-সহ ২৯ জন। বর্ধমানের পুলিশ সুপার সৈয়দ মহম্মদ হোসেন মির্জা জানান, বুধবার সকাল সাড়ে ৭টা নাগাদ বহরমপুর-বর্ধমান রুটের একটি বাস ভাতারের গর্দানমারির কাছে উল্টে যায়। খালাসির অবস্থা আশঙ্কাজনক। পুলিশ বাসটিকে আটক করেছে। তবে চালক পলাতক।

সিম কার্ড উদ্ধার
ফের জাল নথিপত্র দেখিয়ে সিম কার্ড বিক্রির দায়ে দু’জনকে গ্রেফতার করল বর্ধমান থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে মোট ৪১৮টি সিমকার্ড উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, ধৃতদের নাম যথাক্রমে চঞ্চল হেঁস ও সুমন নন্দী। এদের কাছ থেকে কয়েকটি জাল নথিপত্র উদ্ধার করা হয়েছে বলে জানায় পুলিশ। উল্লেখ্য, বুধবার এক ব্যক্তিকে একই অভিযোগে বর্ধমান থানার আলুডাঙা থেকে গ্রেফতার করেছিল পুলিশ।

বধূহত্যায় ধৃত
বধূ খুনের অভিযোগে বৃহস্পতিবার এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম শেখ নুর হাসান। পুলিশ জানায়, সপ্তাহখানেক আগে অগ্নিদগ্ধ অবস্থায় কাটোয়া হাসপাতালে ভর্তি হন বেগম আসমান তারা (২০)। পর দিন তাঁর মৃত্যু হয়। মৃতার মা জামাই-সহ পাঁচ জনের বিরুদ্ধে কাটোয়া থানায় অভিযোগ করেছিলেন।

অস্বাভাবিক মৃত্যু
অস্বাভাবিক মৃত্যু হল কাটোয়ার চান্ডুলি গ্রামের এক ব্যক্তির। পুলিশ জানায়, মৃতের নাম নরোত্তম বাগ (৪০)। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, কীটনাশক পান করে মৃত্যু হয়েছে তাঁর।

গাড়ি উল্টে জখম
রাস্তায় দাঁড়িয়ে থাকা ম্যাটাডরের পিছনে ধাক্কা মেরে গাড়ি উল্টে জখম হলেন কানলার কোর্ট ইন্সপেক্টর নূর মহম্মদ-সহ তিন পুলিশকর্মী। বুধবার গভীর রাতে দাঁইহাট-চন্দ্রপুর রোডে কুয়ারাডাঙার কাছে দুর্ঘটনাটি ঘটে।

অস্বাভাবিক মৃত্যু
অস্বাভাবিক মৃত্যু হল কাটোয়ার চাণ্ডুলি গ্রামের এক ব্যক্তির। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম নরোত্তম বাগ (৪০)। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, কীটনাশক পান করে মৃত্যু হয়েছে তাঁর।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.