টুকরো খবর |
বাসিন্দাদের চেক বিলি |
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
গ্রামীণ আবাস দিবসে ৫৭ জন বাসিন্দার হাতে ইন্দিরা আবাসের প্রথম কিস্তির চেক তুলে দেওয়া হল। বুধবার দুপুরে শিলিগুড়ি মহকুমা পরিষদ কনফারেন্স হলে একটি অনুষ্ঠানে চেকগুলি দেওয়া হয়। শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া, মাটিগাড়া, নকশালবাড়ি এবং খড়িবাড়ি থেকে বাসিন্দারা অনুষ্ঠানে যোগ দেন। প্রশাসনের তরফে গাড়িতে ওই বাসিন্দাদের অনুষ্ঠানে নিয়ে যাওয়া হয়। ৪৫ হাজার টাকার প্রকল্পে প্রতি একজনের হাতে সাড়ে ২২ হাজার টাকার চেক দেওয়া হয়। দ্বিতীয় কিস্তিতে বাকি টাকা দেওয়া হবে। অনুষ্ঠানে শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি পাসকেল মিন্জ, মাটিগাড়া-নকশালবাড়ির বিধায়ক শঙ্কর মালাকার এবং মহকুমা পরিষদের বিরোধী দলনেতা আইনুল হক উপস্থিত ছিলেন। শঙ্করবাবু বলেন, “সাধারণত পঞ্চায়েত ইন্দিরা আবাস প্রকল্পের চেক দেয়। এদিন গ্রামীণ আবাস দিবস থাকায় মহকুমা পরিষদ থেকে ওই টাকার চেক তুলে দেওয়া হয়।”
|
মহাকাশ চেনাতে |
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
মহাকাশ সম্বন্ধে ছাত্রছাত্রীদের আগ্রহী করে তোলার জন্য প্রদর্শনীর আয়োজন করেছে স্কাই ওয়াচার্স অ্যাসোসিয়েশন অফ নর্থবেঙ্গল। বুধবার সংগঠনের পক্ষ থেকে সাংবাদিক বৈঠক করে তা জানানো হয়। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘নভনীল-২০১২’ নামে ওই প্রদর্শনী তিন দিন ধরে চলবে। প্রথমদিন ২১ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৫টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত শিলিগুড়ি বয়েজ হাইস্কুলে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে ছয়টি টেলিস্কোপ থাকবে। এর মধ্যে চারটি টেলিস্কোপ ছাত্ররা ব্যবহার করতে পারবে। আধুনিক টেলিস্কোপের মাধ্যমে চাঁদ দেখতে পাবে ছাত্ররা। এ ছাড়াও ‘চন্দ্রযান’-এর উপরে ‘প্রেজেন্টেশন’ হবে। ২২ ও ২৩ সেপ্টেম্বর রামকিঙ্কর হলে সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনী হবে। সেখানে মহাকাশ সম্পর্কিত বিভিন্ন ছবি ও ভিডিও শো প্রদর্শিত হবে। পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের সহায়তায় তারা ওই অনুষ্ঠান করবে।
|
ডাকাতিতে গ্রেফতার |
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
বিধাননগরে ডাকাতির ঘটনায় আরও একজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে কোচবিহার থেকে ওই যুবককে গ্রেফতার করে ফাঁসিদেওয়া থানার পুলিশ। পুলিশ জানায়, ধৃতের নাম রাজু রায় সরকার। তার বাড়ি কোচবিহারের কোতোয়ালি থানার পুষনাডাঙ্গায়। তার কাছ থেকে ডাকাতির ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়। পুলিশ সূত্রের খবর, গত ২ সেপ্টেম্বর কোচবিহার থেকে বর্ধমান যাওয়ার পথে বিধাননগর থেকে একটি অর্থ লগ্নিকারী সংস্থার কর্মীদের কাছ থেকে ৪০ লক্ষ টাকা ছিনিয়ে নেয় একদল দুষ্কৃতী। ওই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে ওই সংস্থার কোচবিহার শাখার ম্যানেজার সহ সহ দু’দফায় ৭ জনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের কাছ থেকে ১০ লক্ষ ৭৩ হাজার টাকা উদ্ধার করা হয়। যে চারটি গাড়ি ডাকাতির কাজে লাগানো হয় সেগুলিও আটক করে পুলিশ। এ দিন আরও ৫০ হাজার টাকা উদ্ধার হয়।
|
ছুরি মারায় ধৃত |
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
ভাড়া না যেতে চাওয়ায় রিকশা চালককে ছুরি মারার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ১০টা নাগাদ ঘটনাটি ঘটে শিলিগুড়ির রাজা রামমোহন রায় রোড এলাকায়। পুলিশ জানায়, ধৃতের নাম গোপাল সরকার। তার বাড়ি ওই এলাকাতেই। বিনোদ চন্দ্র রায় নামে রথখোলার এক রিকশা চালককে তিনি ছুরি মারেন বলে অভিযোগ। বিনোদবাবুর হাতে বেশ কয়েকটি সেলাই পড়েছে। পুলিশ সূত্রের খবর, এদিন রাতে ওই এলাকা দিয়ে রিকশা নিয়ে যাচ্ছিলেন বিনোদবাবু। সেই সময় গোপাল রিকশা আটকে ভাড়া যাওয়ার কথা বলেন। তাতে রাজি না হওয়ায় দু’জনের মধ্যে বচসা শুরু হয়। এর পরেই বিনোদবাবুর উপর গোপাল হামলা করেন বলে অভিযোগ।
|
মারধরের নালিশ |
নিজস্ব সংবাদতাতা • শামুকতলা |
অসমের গোষ্ঠী সংঘর্ষে শামুকতলার মোমিনপাড়া গ্রামে শরণার্থী শিবিরে আশ্রয় নেওয়া মুস্তাফা মোমিন নামের এক শরণার্থীকে মারধরের অভিযোগ উঠেছে এলাকার দুই বাসিন্দার বিরুদ্ধে। অসুস্থ অবস্থায় ওই শরনার্থীকে মঙ্গলবার সন্ধ্যায় আলিপুরদুয়ার মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পুলিশ সূত্রের খবর, গত সোমবার রাতে ত্রাণশিবির থেকে কিছু পোশাক নিয়ে যাচ্ছিলেন স্থানীয় দুই বাসিন্দা। তার প্রতিবাদ করায় তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ। ত্রাণ শিবির কমিটি তরফে বিষয়টি মিটমাটের চেষ্টা করা হয়। মহকুমাশাসক অমলকান্তি রায় জানান, বিডিওকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
|
স্কুলে তালা, বিক্ষোভ |
নিজস্ব সংবাদতাতা • শামুকতলা |
শিক্ষকদের নামে অনিয়মের নালিশ জানিয়ে স্কুলে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখাল ছাত্রছাত্রীরা। মঙ্গলবার ডুয়ার্স কুমারগ্রাম ব্লকের খোয়ারডাঙ্গার জলনেশ্বরী হাই স্কুলে ঘটনাটি ঘটে। ছাত্রছাত্রীদের অভিযোগ, শিক্ষকেরা স্কুল এসে ক্যারাম খেলেন। স্কুলের প্রধান শিক্ষক ও পরিচালন সমিতির সম্পাদক আলোচনায় বসে সমস্যা সমাধানের আশ্বাস দিলে বিক্ষোভ তুলে নেওয়া হয়। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সিরুপ বসুমাতা জানান, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
|
অনিয়মের অভিযোগ |
নিজস্বসংবাদদাতা • শামুকতলা |
একশো দিনের প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ তুলে আন্দোলনে নামল গ্রামবাসীরা। আলিপুরদুয়ার ২ ব্লকের মজিদখানা গ্রামে ঘটনাটি ঘটেছে। ওই গ্রামের বাসিন্দারা তিন কিমি বালি পাথরের রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ তুলে জলপাইগুড়ির জেলাশাসক এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে লিখিত অভিযোগ পাঠান। গ্রামবাসীদের অভিযোগ, ওই রাস্তা নির্মাণে কোনও অনিয়ম মানা হয়নি। বিডিও সৌমেন মাইতি জানিয়েছেন, অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।
|
জয়ী বন্ধু সমিতি |
নিজস্ব সংবাদদাতা • জলপাইগুড়ি |
বন্ধু সমিতির কাছে ১ গোলে হারল রায়কতপাড়া স্পোর্টিং অ্যাসোসিয়েশন। বুধবার জলপাইগুড়ি টাউন ক্লাব স্টেডিয়ামে এসআরএমবি চাম্পিয়নশিপ নক আউট টুর্নামেন্টে দু’দল মুখোমুখি হয়। জলপাইগুড়ির বন্ধু সমিতি পাঠাগার ও ক্লাবের হয়ে গোল করেন মণিপুরের খেলোয়াড় রিলা। রায়কতপাড়া স্পোর্টিং আসোসিয়েশনের উদ্যোগে ১৬ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে চাম্পিয়নশিপ। উত্তরবঙ্গ ও অসমের আটটি দল এই প্রতিযোগিতায় অংশ নেয়। আগামী ২৩ সেপ্টেম্বর টাউন ক্লাব স্টেডিয়ামে ফাইনাল হবে।
|
খুনে অভিযুক্ত ধৃত |
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
গজলডোবায় খুনের ঘটনায় আরও এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার গজলডোবা থেকে তাকে ধরা হয়। ধৃত নিরঞ্জন দাসের বাড়ি ওই এলাকাতেই। ১২ সেপ্টেম্বর রাতে খগেন্দ্রনাথ রায় (৬৫)-কে নিরঞ্জন কুপিয়ে খুন করে বলে অভিযোগ। ধৃতকে ৩ দিনের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
|
চুরি, গ্রেফতার |
বাইক চুরির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে ফাঁসিদেওয়া থেকে ওই যুবককে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, ধৃতের নাম মহম্মদ ফিরোজ আলম। তার বাড়ি চোপড়ায়। গোয়ালপোখর থেকে একটি বাইক চুরি করে তিনি ফাঁসিদেওয়ায় যান। সেখানে সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করতে দেখলে পুলিশ তাকে গ্রেফতার করে।
|
ফুটবল |
মালবাজার পুরসভার উদ্যোগে বুধবার মহকুমা আন্তঃ ক্লাব নকআউট ফুটবল টুর্নামেন্ট শুরু হল। পুরপ্রধান সুপ্রতিম সরকার এবং মহকুমা পুলিশ আধিকারিক অরিন্দম সরকার উদ্বোধনে ছিলেন। সচিব প্রভাত মন্ডল জানান, প্রতিযোগিতায় মালবাজার মহকুমার ১৪টি দল অংশ নেবে। প্রথম দিন মালবাজার পুরসভা ফুটবল অ্যাকাডেমি ৬-০ মালবাজার বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবকে হারায়।
|
গ্রেফতার |
বেআইনি ভাবে অক্সিজেন সিলিণ্ডার মজুতের অভিযোগে এক ব্যক্তিকে ধরেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় শিলিগুড়ির হাকিমপাড়ায়। |
|