অস্ত্রসহ ধরা পড়ল তিন চোরাশিকারি। পুলিশ জানায়, নগাঁওয়ের জখলাবান্ধা এলাকা থেকে আজ উমর ফারুক, আবদুল আলি ও জিয়াউর নামে তিনজনকে ধরা হয়েছে। তাদের কাছ থেকে একটি .৩০৩ বোরের রাইফেল উদ্ধার হয়। অন্য দিকে, উদালগুড়ির পানেরি থেকে নিরাপত্তা বাহিনী আজ চারটি একে ৪৭ রাইফেল ও বেশ কিছু কার্তুজ উদ্ধার করে। অবৈধ অস্ত্র রাখার দায়ে দীপক দইমারি, পুতুল বড়ো, নরেশ্বর বড়ো, হাইথা বড়ো, জলেশ্বর বড়ো ও দিপুল বড়োকে ধরা হয়েছে।
|
সিদ্ধেশ্বরী নদী পেরিয়ে মঙ্গলবার রাতে ঝাড়খণ্ড থেকে ১৮-২০টি হাতির একটি দল ঢুকে পড়ল বীরভূমের রাজনগরের জঙ্গলে। বনদফতর সূত্রের খবর, বুধবার দিনভর ওই হাতির দলটির অবস্থান ছিল রাজনগরের আসনা জঙ্গলে। ঝাড়খণ্ডের জামজুড়ি জঙ্গল থেকে বাগানপাড়া, কালপাহারী গ্রাম হয়ে ওই জঙ্গলে ঢোকে হাতিরা। হাতির পালটিকে দেখতে ভিড় জমান আশপাশের বেশ কয়েকটি গ্রামের মানুষ। জেলা মুখ্য বনাধিকারিক কিশোর মাঁকড় বলেন, “ঠিক কতগুলি হাতি রয়েছে সেটা বলতে পারছি না। বুধবার সন্ধ্যায় হাতির দলটিকে পুনরায় ঝাড়খণ্ডে পাঠানোর অভিযান শুরু হবে। ক্ষয়ক্ষতির কোনও খবর নেই।”
|
পাচারের উদ্দেশে জড়ো করা ৬টি গরু আটক করল পুলিশ। গ্রেফতার করা হয়েছে এরক ব্যক্তিকে। বাজেয়াপ্ত হয়েছে একটি গাড়ি। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে বসিরহাটের সীমান্তবর্তী এলাকা ঘোজাডাঙায়। পুলিশ জানায়, ধৃত সরিফুল মণ্ডলের বাড়ি লবঙ্গ গ্রামে।
|
প্রতিবেশীর কুকুর প্রাণ কেড়ে নিল ১ বছরের মেয়ের। মালিক বাঁধন খুলে দিতেই শিশুটিকে কামড়ে নিয়ে কুকুরটি ছুট লাগায় পথে। তাকে হাসপাতালে নিয়েও বাঁচানো যায়নি।
|