প্রোমোটার খুনে গ্রেফতার ২ |
দু’জনকে খুনের অভিযোগে এক প্রোমোটার ও এক ভাড়াটে খুনি গ্রেফতার হল। ধৃতদের নাম অম্বা জয়সোয়াল ও নিলয় বিশ্বাস। পুলিশের দাবি, খুনের কথা স্বীকার করেছে অম্বা। পুলিশ জানায়, ১০ অগস্ট সোনারপুর থানার গঙ্গাজোয়ারা ও গোয়ালবাটি থেকে নলি-কাটা দু’টি দেহ মেলে। সেগুলি বেহালার বাসিন্দা টোটন কাঞ্জি (৪৫) ও তারাতলার বাসিন্দা তপন রায়ের (৫২) বলে শনাক্ত হয়। তদন্তে জানা যায়, টোটনের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ আছে। সম্প্রতি জমি নিয়ে প্রোমোটার অম্বার সঙ্গে তার বিবাদ চলছিল। ৯ অগস্ট পূর্ব-যাদবপুর থানার কালিকাপুরে ছিল টোটন ও তপন। সেখানেই অম্বার অফিস। ঘটনার পর থেকেই সে বেপাত্তা ছিল। মঙ্গলবার চম্পাহাটি থেকে ধরা পড়ে সে। পরে রিষড়া থেকে ধরা হয় নিলয়কে। পুলিশের দাবি, জেরায় অম্বা জানায়, দু’মাস ধরে টোটন তাকে খুনের হুমকি দিচ্ছিল। তাই টোটনকে খুনের ছক কষে তিন ভাড়াটে খুনিকে ‘সুপারি’ দেয় অম্বা। তার আমন্ত্রণে বন্ধু তপনকে নিয়ে ৯ অগস্ট অম্বার অফিসে যায় টোটন। সেখানেই খুন করে দু’টি দেহ দু’জায়গায় ফেলা হয়। পুলিশের দাবি, প্রমাণ লোপাটের জন্যই তপন খুন হয়। দক্ষিণ ২৪ পরগনার পুলিশ সুপার প্রবীণ ত্রিপাঠি বলেন, “বাকি দুই খুনির খোঁজ চলছে।”
|
জাল প্রসাধন সামগ্রী-সহ দু’জনকে মঙ্গলবার পোস্তা থেকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের নাম বাবুকুমার শোনকার এবং গোবিন্দ শোনকার। উদ্ধার হয়েছে ৪ লক্ষ ২০ হাজার টাকার জাল প্রসাধন সামগ্রী।
|
কটূক্তি করায় কিছু যুবকের বিরুদ্ধে অভিযোগ করলেন এক কলেজছাত্রী। মঙ্গলবার বিরাটি স্টেশনে ওই ছাত্রীর বন্ধুকে মারধরও করা হয়। বুধবার নিমতা থানায় অভিযোগ দায়ের হয়।
|
ব্যাঙ্কক থেকে লুকিয়ে অতিরিক্ত বিদেশি মুদ্রা আনার অভিযোগে রাজেশ বামভাবা এবং বিজয় পুরুষোত্তম নামে দুই যাত্রীকে মঙ্গলবার বিমানবন্দর থেকে গ্রেফতার করল শুল্ক দফতর। |