স্মার্ট ফোনের বাজার ধরার প্রতিযোগিতায় এলজি |
অ্যাপল এবং স্যামসাং-এর সঙ্গে ফোন যুদ্ধে পাল্লা দিতে নতুন পণ্য আনল এলজি। ‘অপ্টিমাস জি’ নামের ফোনটির মাধ্যমে উৎসবের মরসুমে নিজেদের জমি ফিরে পেতে মরিয়া দক্ষিণ কোরীয় সংস্থাটি। স্মার্ট ফোনের বাজার দখলে অ্যাপলের সঙ্গে বিশ্ব জুড়ে প্রতিযোগিতায় নেমেছে অপর দক্ষিণ কোরীয় সংস্থা স্যামসাং। সেখানেই সময়ের সঙ্গে বদলাতে না পারার খেসারত দিতে হয়েছে এলজি-কে। স্মার্ট ফোনকে হাতিয়ার করতে না-পারায় ক্রমশই তারা পিছিয়ে পড়েছে। সংস্থার দাবি, গুগ্লের অ্যান্ড্রয়েড প্রযুক্তি চালিত নয়া স্মার্ট ফোনটি তাদের বাজার দখল বাড়াতে সাহায্য করবে। নোকিয়া লুমিয়া ৯২০ এবং মোটোরোলার ড্রোয়াড রেজার ফোনের সঙ্গে পাল্লা দেবে বলেও মনে করছেন অনেকে। পাশাপাশি, এইচটিসি এবং হুয়েই-এর মতো সংস্থার পণ্য থেকে এটিকে এগিয়ে রাখছেন তাঁরা। আমাগী সপ্তাহেই কোরিয়ার বাজারে আসতে চলেছে ‘অপ্টিমাস জি’। তার পর জাপান এবং মার্কিন বাজারে আসবে এটি। ফোনটিতে আছে ১৩ মেগা -পিক্সেলের ক্যামেরা। আর এতে একই সঙ্গে ইন্টারনেট ব্যবহার করা, এসএমএস করা এবং টিভি দেখা যাবে। দাম ১০ লক্ষ ওন বা ৯০০ ডলার (প্রায় ৪৯ হাজার টাকা)। সংশ্লিষ্ট মহলের দাবি, অ্যাপলের আই ফোন বা স্যামসাং-এর গ্যালাক্সি এস থ্রি-র তুলনায় বেশি ভাল স্ক্রিনযুক্ত এই ফোনটি বাজারে ভাল ফল করবে। আর এই আশায় ভর করেই গত তিন মাসে সংস্থার শেয়ার দর বেড়েছে ২০%। যেখানে স্যামসাং-এর ক্ষেত্রে তা বেড়েছে মাত্র ৮%। তবে আসন্ন উৎসবের মরসুমে অ্যাপলের আই ফোন ৫-এর সঙ্গে কতটা প্রতিযোগিতায় এগোতে পারে ‘অপ্টিমাস জি’, তাই এখন দেখার।
|
বহরমপুরে শুরু ‘আনন্দ’র পথ চলা |
বহরমপুরে বান্ধব প্রেস মোড়ে ‘আনন্দ’র নতুন গ্রন্থবিপণি।—নিজস্ব চিত্র। |
বহরমপুরে বান্ধব প্রেস মোড়ে বুধবার উদ্বোধন হল ‘আনন্দ’র নতুন গ্রন্থবিপণি। উদ্বোধন করলেন সারগাছি রামকৃষ্ণ মিশন ও আশ্রমের সম্পাদক স্বামী বিশ্বময়ানন্দ এবং সিকিম হাইকোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি মলয় সেনগুপ্ত। মলয়বাবু বলেন, “প্রায় সব গুরুত্বপূর্ণ শহরে আনন্দর গ্রন্থবিপণি ছিল। ছিল না শুধু আমাদের বহরমপুরে। সেই অপূর্ণতা দূর হল।” স্বামী বিশ্বময়ানন্দ বলেন, “ঋষিরা বলেছেন আনন্দ থেকে বিশ্বজগৎ সৃষ্টি। উপনিষদের আমল থেকে এ পর্যন্ত দেখা গিয়েছে, যার গুণমান ঠিক থেকেছে তাই প্রতিষ্ঠা পেয়েছে। আনন্দ যা দেয় তা প্রতিষ্ঠিত হোক।” আনন্দ পাবলির্শাসের ম্যানেজিং ডিরেক্টর সুবীর মিত্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তিনি বলেন, “বহরমপুরের আনন্দের গ্রন্থবিপণিটি ২৪তম। দু-হাজার রকমের বই রয়েছে এখানে। বই সাজানো থাকবে। পাঠক নিজে বই দেখে পছন্দ করে কিনবেন।”
|
ছোট সংস্থায় জাতীয় ক্ষুদ্রশিল্প নিগম দেবে ১৫ হাজার কোটি |
চলতি আর্থিক বছরে ছোট ও মাঝারি শিল্পকে সহায়তা দানের উদ্দেশ্যে ১৫ হাজার কোটি টাকার সংস্থান করবে জাতীয় ক্ষুদ্রশিল্প নিগম বা ন্যাশনাল স্মল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (এন এস আই সি)। বিভিন্ন ব্যাঙ্কের মাধ্যমেই ওই টাকার ব্যবস্থা করবে এনএসআইসি। সম্প্রতি ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং এলাহাবাদ ব্যাঙ্কের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে তারা। এই নিয়ে সারা দেশে মোট ১৮টি ব্যাঙ্কের সঙ্গে তাঁরা চুক্তি করলেন বলে জানান এনএসআইসি-র ডিরেক্টর রবীন্দ্র নাথ। ইউবিআইয়ের একজিকিউটিভ ডিরেক্টর দীপক নারাঙ্গ বলেন, “এই চুক্তি ক্ষুদ্র ও মাঝারি শিল্পে তাঁদের ঋণের পরমাণ বাড়াতে সাহায্য করবে।” প্রসঙ্গত, ক্ষুদ্র ও মাঝারি শিল্প সংস্থার উন্নতির জন্য কাজ করে রাষ্ট্রায়ত্ত সংস্থা এনএসআইসি। ওই সব সংস্থাকে ব্যাঙ্কের ঋ ণ পাওয়ার ক্ষেত্রে সাহায্য করা ছাড়াও বরাত পাওয়ার জন্য টেন্ডার জমা দেওয়া, কাঁচা মাল সরবরাহ ইত্যাদি ব্যবসার বিভিন্ন ব্যাপারেও এনএসআইসির সহায়তা ক্ষুদ্র ও মাঝারি শিল্প পায় বলে দাবি বরীন্দ্রবাবুর।
|
এ বার ঋণে সুদ কমাল ইউকো ব্যাঙ্ক |
আরবিআই ব্যণিজ্যিক ব্যাঙ্কের নগদ জমার অনুপাত কমানোর পর এ বার শুরু হল সুদের হার কমানোর পালা। বুধবার ইউকো ব্যাঙ্ক বিভিন্ন ঋণে সুদ কমানোর কথা ঘোষণা করেছে। আরও কিছু ব্যাঙ্ক সুদের হার কমানোর কথা ভাবছে বলেও জানা গিয়েছে।ইউকো ব্যাঙ্ক যে-সব ঋণে সুদের হার কমিয়েছে, তার মধ্যে যেমন রয়েছে গৃহঋণ, গাড়ি কেনা এবং শিক্ষাঋণ, তেমনি আছে ক্ষুদ্র ও মাঝারি শিল্পে ঋণ। গৃহঋণে সুদ ২৫ বেসিস পয়েন্ট কমিয়ে করা হয়েছে ১০.৫০ শতাংশ, গাড়িঋণে ৫০ বেসিস পয়েন্ট কমিয়ে ১০.৭৫ শতাংশ এবং শিক্ষা ঋণে ১৫০ বেসিস পয়েন্ট কমিয়ে ১২.৭৫ শতাংশ। পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি শিল্পে ১ কোটি টাকার বেশি ঋণে বিভিন্ন পর্যায়ে সুদের হার কমানো হয়েছে ২৫ বেসিস পয়েন্ট থেকে ১৫০ বেসিস পয়েন্ট পর্যন্ত।
|
বাজারে কোনও সংস্থার ক্ষেত্রে প্রথম বার শেয়ার ছাড়ার প্রক্রিয়ায় ভুলের কারণে তা বাতিল হলে, সেই সংস্থা তার পরবর্তী এক বছর আর শেয়ার ছাড়ার আবেদন করতে পারবে না। সম্প্রতি এই নির্দেশ দিয়েছে বাজার নিয়ন্ত্রক সেবি। পাশাপাশি, সেই সংস্থার শেয়ার ছাড়ার প্রক্রিয়ার দায়িত্ব যে যে সংস্থার হাতে থাকবে, তাদেরও জরিমানা করা হবে বলে জানিয়েছে তারা। লগ্নিকারীদের সুবিধার্থে সংস্থার শেয়ার ছাড়া কেন বাতিল হল, তার বিবরণের পাশাপাশি তাদের সম্পর্কে যাবতীয় তথ্যও পেশ করবে সেবি।
|
কেনিচিরো মোরি অলিম্পাস ইমেজিং ইন্ডিয়া-র নয়া ম্যানেজিং ডিরেক্টর নিযুক্ত হয়েছেন। |