|
|
|
|
|
|
টুকরো খবর |
গাড়ি পরীক্ষা কেন্দ্র |
দেশ জুড়ে নিখরচায় গাড়ি পরীক্ষার কেন্দ্র চালু করল হুন্ডাই। আগামী ২৩ সেপ্টেম্বর পর্যন্ত ৮৩০টি ওয়ার্কশপে হুন্ডাইয়ের গাড়ি পরীক্ষা করানো যাবে। ট্রান্সমিশন, ইঞ্জিন, এসি-সহ বিভিন্ন যন্ত্রাংশ পরীক্ষা কর হবে এখানে। যন্ত্রাংশ এবং অ্যাকসেসরিজ কিনলে মিলবে ১০% পর্যন্ত ছাড়ও। শ্রমিকদের খরচ বাবদও ২০% পর্যন্ত ছাড়ের সুবিধা দিচ্ছে সংস্থাটি। ক্রেতা ইচ্ছা করলে গাড়ির ওয়ার্যান্টি-ও বাড়িয়ে নিতে পারবেন। |
মোবাইলে জীবন বিমা |
|
এখন থেকে মোবাইলেই মিলবে জীবন বিমার প্রকল্প সম্পর্কে যাবতীয় খুঁটিনাটি। ‘আভিভা মোবাইল’ প্রকল্পে এই বিশেষ সুবিধা আনল আভিভা ইন্ডিয়া। সংস্থা জানিয়েছে, অ্যান্ড্রয়েড, ব্ল্যাকবেরি-সহ বিভিন্ন স্মার্ট ফোনেই গ্রাহক বিমার আবেদনপত্র ডাউনলোড করতে পারবেন। দেখে নিতে পারবেন তাঁর বিমার মেয়াদ ও প্রকল্পের তথ্য। রয়েছে প্রিমিয়াম জমা দেওয়া ও তার রসিদ নেওয়ার সুবিধাও। |
নয়া বিমা প্রকল্প |
বাজারে নতুন বিমা প্রকল্প আনল ভারতী অ্যাক্সা। সংস্থার দাবি, ‘সিকিওর সেভিংস’ নামে এই প্রকল্পটিতে বছরে মোট প্রিমিয়ামের ১০% পর্যন্ত অতিরিক্ত অর্থ জমা করবে সংস্থা। পাশাপাশি, বিমাকারীর মৃত্যু হলে তাঁর দেওয়া প্রিমিয়ামের ১০৫% বা বিমা মূল্য (যেটা বেশি হবে) দেবে সংস্থা। বছরে প্রিমিয়ামের অঙ্ক ১ লক্ষ টাকা বা তার বেশি হলে মিলবে ছাড়। এর বাইরেও গ্রাহক অন্যান্য বিমার সুবিধা নিতে পারবেন। |
|
|
|
|
|