রাজীবকে চিঠি লেখা ঠিক হয়নি: রুশদি |
অবশেষে নিজের ভুল বুঝতে পারলেন সলমন রুশদি। কিন্তু সেই ভুল বুঝতে লেগে গেল ২৪টি বছর!
১৯৮৮ সালে ভারতে রুশদির বিতর্কিত উপন্যাস ‘দ্য স্যাটানিক ভার্সেস’ নিষিদ্ধ করা হয়। চটে যান ভারতীয় বংশোদ্ভূত লেখক। বইটি নিষিদ্ধ করার সমালোচনা করে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গাঁধীকে একটি কড়া চিঠিই লিখে বসেছিলেন তিনি। এত বছর পরে ৬৫ বছর বয়সী লেখক স্বীকার করলেন, এই ভাবে প্রতিক্রিয়া জানানো তাঁর উচিত হয়নি। এই প্রতিক্রিয়া ছিল তাঁর ‘ঔদ্ধত্য’ এবং ‘রাগের’ বহিঃপ্রকাশ।
সদ্য প্রকাশিত নিজের ৬৩৩ পাতার স্মৃতিকথা ‘জোসেফ অ্যান্টন’-এ এটি স্বীকার করেছেন রুশদি। বলেছেন, “এক জন প্রধানমন্ত্রীর সঙ্গে ঔপন্যাসিক হিসেবে এ রকম ব্যবহার করা আমার মোটেই উচিত হয়নি।” ‘দ্য স্যাটানিক ভার্সেস’ লেখার ‘অপরাধে’ ইরানের ধর্মগুরু আয়াতোল্লা খোমেইনি রুশদির বিরুদ্ধে ফতোয়া জারি করেছিলেন। বিশ্ব জুড়ে লেখকের বিরুদ্ধে শুরু হয়েছিল প্রতিবাদ। সেই কারণে বেশ কয়েক বছর আত্মগোপন করে থাকতে বাধ্য হন রুশদি। সদ্য প্রকাশ্রিত বইটিতে এই সব স্মৃতি রোমন্থনের পাশাপাশি ভারতের কথাও উঠে এসেছে বিতর্কিত লেখকের লেখায়। রুশদি লিখেছেন, তাঁদের পারিবারিক বন্ধু সলমন হায়দার ছিলেন তৎকালীন লন্ডনে ভারতের ডেপুটি হাইকমিশনার। তিনি রুশদিকে ডেকে জানিয়েছিলেন, ভারতে ‘দি স্যাটানিক ভার্সেস’ নিষিদ্ধ করা হয়েছে। রুশদির কথায়, ভারতে বইটি নিষিদ্ধ হওয়ার ঘটনাটি আমাকে ভীষণ ভাবে যন্ত্রণা দিয়েছিল।
|
পেশোয়ারের কাছে গাড়ি বিস্ফোরণে কমপক্ষে ১০ জন নিহত হন। আহত হয়েছেন ২২ জন। পাকিস্তানের বায়ু সেনার বিমানঘাঁটিই লক্ষ্য ছিল বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।
|
উত্তর মেক্সিকোর একটি সরকারি গ্যাস উৎপাদন কেন্দ্রে আগুন লেগে মারা গিয়েছেন অন্তত ২৬ জন। ৪০ জনেরও বেশি আহত। এদের অনেকেরই অবস্থা আশঙ্কাজনক।
|
শুক্রবার হিলারি ক্লিন্টনের সঙ্গে দেখা করবেন পাকিস্তানের বিদেশমন্ত্রী হিনা রব্বানি খার। সন্ত্রাসবাদ মোকাবিলা-সহ নানা বিষয় নিয়ে আলোচনা করবেন তাঁরা।
|
প্রশান্ত মহাসাগরে, ফুকুশিমা থেকে ৩২০০ কিলোমিটার দূরেও পাওয়া গেল তেজস্ক্রিয় পদার্থ। ২০১১-র দুর্ঘটনার আগের পরিমাণের থেকে যা প্রায় ১০ গুণ বেশি।
|
নিজের বিয়েতে দাদাকে তাঁর ‘মেড অফ অনার’ হতে বললেন অ্যাঞ্জেলিনা জোলি। এই বছরের শেষের দিকেই ব্র্যাড পিট-এর সঙ্গে বিয়ে হতে চলেছে তাঁর। |