টুকরো খবর
সেফটি বেল্ট ছিঁড়ে পড়ে মৃত্যু কর্মীর
টাওয়ারে চেপে উচ্চক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ পরিবাহী তারে ‘জাম্পার’ সারাইয়ের কাজ করতে গিয়ে সেফটি বেল্ট ছিঁড়ে নীচে পড়ে মৃত্যু হল ডিভিসির এক অস্থায়ী কর্মীর। বুধবার ঘটনাটি ঘটেছে রানিগঞ্জের বক্তারনগরের কাছে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম সঞ্জিত কুমার দাস (৪৫)। তিনি ডিভিসির নিঘায় কাজ করতেন। এ দিন দুপুর ১২টা নাগাদ ঘটনাটি ঘটে। তাঁর দেহ নিয়ে এসে আইএনটিটিইউসি অনুমোদিত ডিভিসি কালিপাহাড়ি ক্যাসুয়াল টিএমসি ওয়ার্কার্স ইউনিয়নের নেতৃত্বে নিঘা কেন্দ্রে বিক্ষোভ দেখাতে শুরু করেন ওই কেন্দ্রের অন্য কর্মী ও স্থানীয় বাসিন্দারা। ওই সংগঠনের কার্যকরী সভাপতি সাধন রায়ের অভিযোগ, “কর্মরত অবস্থায় সেফটি বেল্ট ছিঁড়ে গিয়ে মৃত্যু হয়েছে সঞ্জিতবাবুর। ওই বেল্ট দীর্ঘ দিনের পুরনো। বিধি অনুযায়ী সময়ে নতুন বেল্ট সরবরাহ না হওয়ায় ঘটনাটি ঘটেছে। কর্তৃপক্ষ দায় এড়াতে পারেন না।” পোষ্য হিসাবে সঞ্জিতবাবুর স্ত্রীর স্থায়ী চাকরি এবং পাঁচ লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণ দাবিতে অনড় থাকবেন বলে জানিয়েছেন তাঁরা।

যুবকের ঝুলন্ত দেহ শ্বশুরবাড়িতে
শ্বশুরবাড়ি থেকে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। অন্ডালের কোলবোর্ড কলোনির ঘটনা। পুলিশ জানিয়েছে, মৃতের নাম চন্দ্রশেখর কুন্ডু (৩২)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চন্দ্রশেখরবাবুর বাড়ি জামুড়িয়ার কাঁটাগড়িয়ায়। মঙ্গলবার রাত সাড়ে ৯টা নাগাদ কোলবোর্ড কলোনিতে শ্বশুরবাড়িতে তাঁর ঝুলন্ত দেহ মেলে। তখন তাঁর শ্বশুরবাড়ির কেউই বাড়িতে ছিলেন না। বাসিন্দারা জানান, চন্দ্রশেখরবাবুর স্ত্রী-সহ শ্বশুরবাড়ির লোকজন বাঁকুড়ার গোঁসাইপুরে তাঁদের আদিবাড়িতে গণেশ পুজোয় যোগ দিতে গিয়েছেন। পুলিশের কাছে তদন্তের দাবি জানিয়েছেন তৃণমূল নেতা তৃণমূল নেতা জয়দেব কর্মকার-সহ স্থানীয় বাসিন্দারা। পুলিশ জানিয়েছে, অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। দেহটি ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে।

খুনের অভিযোগে রানিগঞ্জে ধৃত ২
রানিগঞ্জে এক ব্যবসায়ীকে খুনের অভিযোগে দু’জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের নাম নগেন্দ্র বাল্মিকী ও স্বপন মল্লিক। ধৃতদের বুধবার আসানসোল আদালতে তোলা হলে তাদের চার দিনের জন্য পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক। পুলিশের দাবি, ধৃতেরা খুনের কথা স্বীকার করেছে। তারা পুলিশকে আরও জানিয়েছে, খুনের ঘটনায় তারা যে পাইপগানটি ব্যবহার করেছে সেটি একটি পরিত্যক্ত খোলামুখ কয়লা খাদানে ফেলে দেওয়া হয়েছে। উল্লেখ্য, ১৫ সেপ্টেম্বর মাঝরাতে নিমচা ভট্টাচার্যপাড়ায় নিজের বাড়ির সামনে দুষ্কৃতীদের গুলিতে মারা যান এলাকার পর্যটক ব্যবসায়ী উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়।

ব্যবসায়ী খুন, ধৃত
হিরাপুর থানার নরসিংহবাঁধ এলাকায় দুষ্কৃতীদের গুলিতে এক ব্যক্তির খুনের ঘটনায় জড়িত মূল অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। অরুণ বাউরি নামে ওই ব্যক্তিকে বুধবার আদালতে তোলা হলে তাকে তিন দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়। আরও দুই অভিযুক্তকে খুঁজছে পুলিশ। পুলিশের দাবি, পুরনো ঘটনার জেরেই এই খুন। উল্লেখ্য, ১৬ সেপ্টেম্বর মধ্য রাতে হিরাপুর থানার নরসিংহবাঁধ এলাকার মিঠাইগলি থেকে সনাতন বাউরি নামে এক ব্যক্তির গুলিবিদ্ধ দেহ উদ্ধার করেছিল পুলিশ।

পুলিশকে পাটকেল
পুলিশকে লক্ষ করে ইট, পাথর ছোড়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে হিরাপুর থানার পুলিশ। ধৃতের নাম বিষ্ণু পাল। বাড়ি দামোদর কলোনি এলাকায়। পুলিশ জানায়, মদ্যপ অবস্থায় গোলমাল করার অভিযোগে দিন কয়েক আগে পুলিশ তাকে রাস্তা থেকে ধরতে যায়। সে পুলিশকে লক্ষ করে ইট, পাথর ছুড়ে পালায়। মঙ্গলবার পুলিশ তাকে গ্রেফতার করে।

ডাম্পারের ধাক্কা
ডাম্পারের ধাক্কায় জখম হলেন এক যুবক। বুধবার ঘটনাটি ঘটেছে রানিগঞ্জের বাদামবাগান এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন দুপুর দেড়টা নাগাদ রাজেশ মণ্ডল নামে এক যুবককে ডাম্পারটি ধাক্কা মারে। তাঁকে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। বাসিন্দারা ডাম্পারটি আটকে রাখেন। খালাসি ও চালক পলাতক।

কয়লা আটক, ধৃত
অবৈধ কয়লা বোঝাই ট্রাক আটক করল পুলিশ। মঙ্গলবার রাতে রানিগঞ্জ থানার পঞ্জাবি মোড় এলাকা থেকে ট্রাকটি আটক করা হয়। গ্রেফতার করা হয়েছে ট্রাকটির চালক রঞ্জিত সিংহকে। পুলিশের দাবি, বৈধ কাগজপত্র দেখাতে পারেনি ট্রাকচালক। এর পরেই তাকে গ্রেফতার করা হয়। সালানপুর, জামুড়িয়া, বারাবনি এলাকা থেকে নিয়মিত অবৈধ কয়লা পাচার হচ্ছে বলে পুলিশের কাছে অভিযোগ করেছেন বাসিন্দারা।

বেতন বৃদ্ধির দাবি
বেতন বৃদ্ধির দাবিতে বুধবার আসানসোল পুরসভায় বিক্ষোভ দেখাল আইএনটিটিইউসি অনুমোদিত ক্যাসুয়াল ওয়ার্কার্স ইউনিয়ন। মেয়র তাপস বন্দ্যোপাধ্যায় দাবি পুনর্বিবেচনার আশ্বাস দিয়েছেন।

ফের সভাপতি
বিজেপি-র আসানসোল জেলা কমিটির সভাপতি পুনর্নির্বাচিত হলেন রামকুমার সিংহ। রানিগঞ্জ রানিসায়র মোড়ে দলের জেলা কার্যালয়ে বুধবার নির্বাচন হয়। দলের জেলা রিটার্নিং অফিসার প্রতাপ বন্দ্যোপাধ্যায় জানান, সর্বসম্মত ভাবে এ দিন রামকুমারবাবু সভাপতি নির্বাচিত হয়েছেন।

কোথায় কী

দুর্গাপুর

প্রথম ডিভিশন ফুটবল প্রতিযোগিতা। এমএএমসি মাঠ। বিকাল তিনটে। উদ্যোগ: মহকুমা ক্রীড়া সংস্থা।

চিত্তরঞ্জন

ফুটবল প্রতিযোগিতা। ওভাল মাঠ ও এইচসিএল মাঠ। বিকাল ৪টা।

কাটোয়া

ফুটবল। পানুহাট আদর্শপল্লি স্কুল ময়দান। বিকাল সাড়ে তিনটা। উদ্যোগ: মহকুমা ক্রীড়া সংস্থা।

আসানসোল

মায়ের কথা পাঠ ও ব্যাখ্যা: স্বামী গণধীশানন্দ। সন্ধ্যা সাড়ে ৬টা। রামকৃষ্ণ মিশন আশ্রম।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.