গোঁফ দিয়ে গাড়ি, ট্রেন টেনে আন্তর্জাতিক রেকর্ড করেছেন শৈলেন্দ্রনাথ রায়। এবার বাংলাদেশে হেলিকপ্টার টানার চুক্তি করেছিলেন তিনি। ঢাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনে সেই অনুষ্ঠান করার কথা বলে তাঁকে বাংলাদেশে নিয়ে যাওয়া হয়। বাংলাদেশে পৌঁছনোর পরই উদ্যোক্তারা উধাও হয়ে যান। শুক্রবার রাতে তাঁর অভিযোগের ভিত্তিতে ওই সংস্থার উদ্যোক্তাদের ১ জনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের নাম শিবশঙ্কর বণিক। তার বাড়ি সুভাষপল্লিতে। শিলিগুড়ির ডেপুটি কমিশনার ও জি পাল বলেন, “প্রতারণার অভিযোগে ১ জনকে গ্রেফতার করা হয়েছে। আরও একজনের খোঁজে তল্লাশি চলছে।”
শৈলেন্দ্রনাথবাবু পুলিশ কর্মী। বর্তমানে তিনি শিলিগুড়ি পুলিশ কমিশনারেটে এক সহকারি পুলিশ কমিশনারের গাড়ির চালক হিসেবে কর্মরত। তিনি জানান, গত ২০১১-র নভেম্বর মাসে থ্যালাসেমিয়া আক্রান্তদের সাহায্যের কথা জানিয়ে বাংলাদেশের ঢাকায় এক অনুষ্ঠানের জন্য তাঁর সঙ্গে শিলিগুড়ির একটি সংস্থা। সেখানে গোঁফ দিয়ে হেলিকপ্টার টানতে হবে বলে তাঁর সঙ্গে চুক্তি করেন তারা। ওই সংস্থা ঋণ হিসেবে তাঁর কাছে আগাম ৫০ হাজার টাকা নেয়। ঢাকায় অনুষ্ঠানের পর ঋণ সহ তাঁর পাওনা ফিরিয়ে দেওয়ার কথা ছিল। থ্যালাসেমিয়া নিয়ে প্রচারে সংস্থা একটি বাইক র্যালি নিয়ে বাংলাদেশে যায়। ওই র্যালিতেই তিনি সামিল হন। কিন্তু বাংলাদেশে যাওয়ার পর ওই সংস্থার কর্তারা পালিয়ে যান বলে অভিযোগ। বৈধ কাগজ না থাকায় ঢাকা পুলিশ শৈলেনবাবু সহ ১৩ জনের বাইক আটক করে। শৈলেন্দ্রনাথবাবু ২০০৮ সালে টয়ট্রেন টেনে আন্তর্জাতিক রেকর্ড করেন। এ ছাড়াও তিনি একাধিক বার গোঁফ দিয়ে বাস টেনেছেন। আজ, সোমবার শিলিগুড়ি জংশনে ফের গোঁফ দিয়ে টয়ট্রেন টানবেন শৈলেন্দ্রনাথবাবু। |