জাতীয় সড়ক সংস্কারের দাবি মালিকদের
আজ থেকে বাস বন্ধের ডাক
বেহাল জাতীয় সড়ক মেরামতের দাবিতে উত্তরবঙ্গ জুড়ে আজ, সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য বেসরকারি বাস পরিষেবা বন্ধের ডাক দিল উত্তরবঙ্গের ছয় জেলার বাস মালিক সংগঠনের যৌথ কমিটি। একে খানাখন্দে ভরা সড়ক। তার উপরে বাস মালিকদের আন্দোলন নিয়ে নিত্যযাত্রী মহলে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। যাত্রীদের একাংশ মনে করছেন জাতীয় সড়ক কর্তৃপক্ষের উপরে চাপ সৃষ্টির জন্য ওই আন্দোলন জরুরি ছিল। বাস পরিষেবা বন্ধের জেরে ভোগান্তি চরমে পৌঁছনোর আশঙ্কাও করছেন অনেকে। শিলিগুড়ি ইন্টার ডিস্ট্রিক্ট মিনি বাস ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রণব মানি বলেন, “যাত্রীরা পাশে থাকবেন। তাঁরা জানেন কতটা নিরুপায় হয়ে ওই সিদ্ধান্ত নিতে হয়েছে। যত দিন না রাস্তা ঠিক হচ্ছে বাস চলবে না।” তিনি অভিযোগ করেন, ৩১ -ডি জাতীয় সড়ক মেরামতের জন্য জাতীয় সড়ক কর্তৃপক্ষকে কয়েকবার অনুরোধ করা হয়েছে। লাভ হয়নি। উল্টে রাস্তা বেশি খারাপ হয়েছে। লোকসানের পাশাপাশি প্রাণহানির আশঙ্কাও বেড়েছে। বাস -কর্মীরা অসুস্থ হয়ে পড়ছেন। ভাবে বাস পরিষেবা দেওয়া সম্ভব হচ্ছে দেখে শনিবার শিলিগুড়িতে উত্তরবঙ্গের ছয় জেলার বাস মালিক সংগঠনের প্রতিনিধিরা আলোচনায় বসে বাস বন্ধের সিদ্ধান্ত নেন। বারই প্রথম নয়। এর আগে ২০১০ সালে একই কারণে ১০দিন বেসরকারি বাস পরিষেবা থাকে।
জলপাইগুড়িতে বেহাল জাতীয় সড়ক। নিজস্ব চিত্র।
যাত্রী মহলে প্রশ্ন উঠেছে আন্দোলনের ফলে লাভ কি কিছু হয়েছিল? ডুয়ার্স মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক গৌরব চক্রবর্তী বলেন, “জাতীয় সড়ক কর্তৃপক্ষ কোনও কথা শুনছেন না। এর আগেও বন্ধ হয়েছে। লাভ হয়নি। আমরা এর বেশি কী করতে পারি ! গত বুধবার থেকে বেহাল ৩১ নম্বর জাতীয় সড়কে যানজটের জন্য বাস চলতে পারছে না। তার চেয়ে ভাল ঘোষণা করে পরিষেবা বন্ধ করা।” তিনি জানান, রাস্তার গর্তে পড়ে যন্ত্রাংশ ভেঙে পণ্য বোঝাই কয়েকটি ট্রাক বিকল। রবিবারও যানজটে জন্য শিলিগুড়ি -ডুয়ার্স রুটে বাস চলাচল করেনি। ডুয়ার্স কোচবিহারের বেশিরভাগ বাস ময়নাগুড়ি থেকে ফিরে যেতে বাধ্য হয়েছে। এক নিত্যযাত্রী, জলপাইগুড়ির বাসিন্দা সৌরভ গোস্বামী প্রসঙ্গে বলেন, “বাস চলাচল না করলে শিলিগুড়িতে অফিসে যাব কেমন করে সেটাই ভাবছি। একে রাস্তা খারাপ তার উপরে ভাবে বাস পরিষেবা টানা বন্ধ থাকলে আমরা কোথায় যাব ! ” এর পাশাপাশি, এই পরিস্থিতিতেও জাতীয় সড়ক কর্তৃপক্ষের কর্তারা মুখ খোলেননি। সংস্থার টেকনিক্যাল ম্যানেজার পঙ্কজ মিশ্র বলেন, “প্লিজ রাস্তা নিয়ে আমাকে কিছু জিজ্ঞাসা করবেন না। আমি কিছু বলব না।” রাস্তা কী পুজোর আগে মেরামত করা হবে? এর উত্তরে তিনি বলেন, “আপনারা এই নিয়ে আপনাদের মতো লিখুন। আমি কিছু বলব না।” জাতীয় সড়ক কর্তৃপক্ষের এই ভূমিকায় বিভিন্ন মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে। প্রশ্ন উঠেছে, কেন ভাবে জাতীয় সড়ক বেহাল অবস্থায় ফেলে রাখা হয়েছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.