দিনে-দুপুরে প্রকাশ্য রাস্তায় এক ব্যবসায়ীকে ছুরি মেরে বেশ কয়েক হাজার টাকা ছিনতাই করে চম্পট দিল দুষ্কৃতীরা। রবিবার দুপুর নাগাদ বেলডাঙা শহরের মধ্যে স্থানীয় এক কাপড় ব্যবসায়ীকে কুপিয়ে, বন্দুক দেখিয়ে ডাকাতেরা এই লুঠ চালায় হলে অভিযোগ। পুলিশ এই ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে। উদ্ধার হয়েছে লুঠ হওয়া টাকার একাংশ।
পুলিশ জানিয়েছে, আদতে কলকাতার ব্যবসায়ী ভরত মিশ্র এ দিন বিক্রিত শাড়ির টাকা নিতে এসেছিলেন বেলডাঙায়। টাকা আদায়ের পর তিনি নওদা থেকে ট্রেকারে করে বেলডাঙা ছাপাখানা মোড়ে নেমে হেঁটে হেঁটে স্টেশনের দিকে যাচ্ছিলেন। সেই সময় একটি কালো মোটরবাইকে আসা তিন দুষ্কৃতী তাঁর উপর হামলা চালায়। কাটরি দিয়ে ওই ব্যবসায়ীর দু’হাতে ও পিঠে এলোপাথারি কুপাতে থাকে দুষ্কৃতীরা। তারপর পিস্তল দেখিয়ে টাকাভর্তি ব্যাগটি নিয়ে চম্পট দেয় ডাকাতেরা। ভরতবাবুকে গুরুতর জখম অবস্থায় বেলডাঙা গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়। পরে অবস্থার অবনতি হলে তাঁকে বহরমপুর নিউ জেনারেল হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
খবর পেয়েই পুলিশ দোষীদের সন্ধানে তল্লাশি শুরু করে। বেলডাঙা থানার মহেশপুরের একটি হোটেল থেকে পুলিশ নাজির শেখ ও শুকুর চাঁদ নামে দু’জনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের বাড়ি বেলডাঙা থানা এলাকাতেই। পুলিশ একটি মোটর সাইকেল ও ছিনতাই হওয়া টাকার মধ্যে ৬১ হাজার টাকা উদ্ধার করেছে। বাকি টাকা উদ্ধারের কাজে পুলিশ তল্লাশি চালাচ্ছে।
এই ঘটনায় বেলডাঙার ব্যবসায়ী মহল নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। তাঁরা রাস্তায় নেমে ক্ষোভ প্রকাশ করেন। বেলডাঙা ছাপাখানা ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি সুজাউদ্দিন আহমেদ বলেন, “দিনে দুপুরে এই ধরনের ছিনতাইয়ের ঘটনা সত্যিই নিন্দনীয়। আমরা এর নিন্দা করছি। তবে এতে পুলিশের দ্রুত এবং গুরুত্বপূর্ণ ভূমিকা উল্লেখযোগ্য।” |