মন্দিরে চুরি হওয়ার চব্বিশ ঘন্টা পেরিয়ে গেলেও ওই ঘটনায় জড়িত দুষ্কৃতিদের এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ। এতে এলাকায় সাধারন বাসিন্দাদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। গত শুক্রবার রাতে কান্দি থানা এলাকার দোহালিয়া কালী মন্দিরে চুরি হয়। ওই মন্দির চত্বরে থাকা লোকনাথ মন্দিরেও চুরি হয়। কালী মন্দিরের তিনটি গেটের তিনটি তালা ভেঙে কালীমূর্তির গায়ের কয়েক হাজার টাকার রূপার গহনা ও লোকনাথ মন্দিরের একটি তালা ভেঙে রূপার গহনা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতি দল। শনিবার সকালে ওই মন্দিরের পুরোহিত পলাশ মুখোপাধ্যায় মন্দিরে গিয়ে দেখেন সমস্ত গহনা খোয়া গিয়েছে। তবে পুজোর প্রয়োজনীয় বাসনপত্র সব ঠিক আছে। তিনি বলেন, “এই মন্দিরে রাতে পুলিশ আসে। তার পরেও কি করে এমন ঘটনা ঘটল তা বুঝতে পারছি না।”
মাসখানেক আগে কান্দি থানার পাশে অবস্থিত সন্তোষীমায়ের মন্দিরে চুরির ঘটনা ঘটেছিল। সে সময়ও মূর্তি থেকে কয়েক হাজার টাকার রূপার গহনা নিয়ে চম্পট দিয়েছিল দুষ্কৃতিরা। ওই রাতেই ওই থানা এলাকার কল্যাণপুরের একটি মনসামন্দিরেও গহনা চুরির ঘটনা ঘটেছিল। একের পর এক মন্দিরে চুরির ঘটনা ঘটলেও দুষ্কৃতিদের গ্রেফতার করতে পুলিশ ব্যর্থ বলে বাসিন্দাদের অভিযোগ।
প্রতি শনিবার সকালে দোহালিয়া কালী মন্দিরে পুজো করতে যান লালু সাহা। তিনি বিলেন, ‘‘মন্দিরে চুরি হয়েছে দেখে বিষয়টি মেনে নিতে পারিনি। সাথে সাথে থানায় গিয়ে দুষ্কৃতিদের গ্রেফতারের দাবি জানিয়েছি। তবে চব্বিশ ঘন্টা হয়ে গেলেও পুলিশ এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি।
মন্দিরে চুরির পাশাপাশি শহরের বাসিন্দাদের বাড়িতেও চুরির ঘটনা রোজকার ঘটনা হয়ে দাড়িয়েছে। পুলিশ শহরের নিরাপত্তা তো দিতেই পারছে না পাশাপাশি চুরির ঘটনায় জড়িত দুষ্কৃতিদের গ্রেফতার করতে ব্যর্থতার অভিযোগ তুলে রাস্তায় নেমে আন্দোলন শুরু করেছে কান্দির কংগ্রেস। কান্দির বিধায়ক অপূর্ব সরকার বলে, “পুলিশ নিজের কাজটা ভুলে গিয়েছে। শহরের মন্দিরে চুরি হচ্ছে, চুরি হচ্ছে বাড়িতেও। বাইক চুরি তো শহরের রোজকার ঘটনা হয়ে দাড়িয়েছে। পুলিশ কোনও দুষ্কৃতিকেই গ্রেফতার করছে না। আসলে পুলিশের মদতেই সব কাজ হচ্ছে। আমি বিষয়টি জেলার পুলিশ সুপারকে জানানোর পাশাপাশি মুখ্যমন্ত্রীকেও জানিয়েছি।’’
মুর্শিদাবাদ জেলার পুলিশ সুপার হুমায়ূন কবীর বলেন, “কান্দিতে চুরির ঘটনায় আমরাও চিন্তিত। পুলিশ বসে আছে এমনটা ঠিক নয়। তবে মন্দিরের চুরির ঘটনাগুলির সঙ্গে জড়িত থাকে যারা তারা সাধারনত অন্য কোথাও চুরি করে না। ওটা একটা ভিন্ন দল।আমরা তদন্ত করছি। আশা করছি গ্রেফতারও করতে পারব।” |