টুকরো খবর |
নন্দীগ্রামে স্কুলে জয় বজায় রাখল তৃণমূল |
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
নন্দীগ্রামের রেয়াপাড়া এলাকায় রঙ্কিনীপুর হাইস্কুলের নির্বাচনে জিতল তৃণমূল। রবিবার স্কুলের অভিভাবক প্রতিনিধি নির্বাচনে বামফ্রন্টকে হারিয়ে ছ’টি আসনের সবকটিতেই জেতে তৃণমূল সমর্থিতরা। ভোট গ্রহণ কেন্দ্রে তাঁদের সমর্থকদের আসতে বাধা দেওয়া হয় বলে বামেদের অভিযোগ। তবে তৃণমূল অভিযোগ উড়িয়ে দিয়েছে। নন্দীগ্রামে জমিরক্ষা আন্দোলনের পর থেকে এলাকার বিভিন্ন স্কুল নির্বাচনে প্রায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে আসছিল তৃণমূল। গত বছর ক্ষমতায় আসার পর সেই ধারা আরও জোরদার হয়। কিন্তু নন্দীগ্রাম-২ ব্লকের বিরুলিয়া পঞ্চায়েতের রঙ্কিনীপুর হাইস্কুলের অভিভাবক প্রতিনিধি নির্বাচনে এবার তৃণমূল প্রার্থীদের বিরুদ্ধে ৬ টি আসনেই প্রার্থী দেয় বামেরা। দীর্ঘদিন পর স্কুল ভোটে তৃণমূলের বিরুদ্ধে বামেরা প্রার্থী দেওয়ায় চাপা উত্তেজনা ছিল। আরএসপি জেলা সম্পাদক অমৃত মাইতির অভিযোগ, “ভোট দিতে আসার পথে বাম সমর্থক-ভোটারদের আটকানো হয়। বাসুদেব খাটুয়া নামে এক সমর্থকের হাত ভেঙে দেওয়া হয়। তৃণমূল জিতলেও নৈতিক জয় আমাদেরই ।’’ তৃণমূল জেলা সাধারণ সম্পাদক মামুদ হোসেন বলেন, “অবাধ, শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে। জনসমর্থন না পেয়ে পরাজিত হওয়ায় বাম নেতারা মিথ্যা অভিযোগ তুলে বিভ্রান্তি ছড়াচ্ছে।”
|
প্রতারণার অভিযোগে ধৃত |
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
জাল মার্কশিট ও সার্টিফিকেট দিয়ে পড়ুয়াদের প্রতারণা করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। শেখ ফরিদ নামে ওই ব্যক্তি কাঁথি শহরের একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্ণধার। শনিবার ওই প্রতিষ্ঠানের একদল ছাত্রছাত্রী ও অভিভাবকেরাও জাল সার্টিফিকেট দেওয়ার অভিযোগ তুলে বিক্ষোভ দেখান। তাঁদের অভিযোগ, শেখ ফরিদ প্রচুর টাকা নিয়ে দিল্লির এক ভুয়ো প্রতিষ্ঠানের নামে মার্কশিট ও সার্টিফিকেট দিয়ে জালিয়াতি করেছেন। এলাকায় উত্তেজনার খবর পেয়ে পুলিশ শেখ ফরিদকে ধরে। কাঁথি থানার এসআই রবি গ্রাহিকার জানান, কাঁথির কৃষ্ণচক গ্রামের শেখ ফরিদ ওই প্রতিষ্ঠান খুলে জাল সংশাপত্র বিক্রির কারবার চালাচ্ছিলেন। শনিবারও রামনগর থানার তালকানপুর গ্রামের সুমন জানা নামে এক ছাত্রের অভিযোগ পেয়ে পুলিশ তাকে ধরেছে। ওই প্রতিষ্ঠানের সঙ্গে কোনও বড় জালিয়াতি চক্র জড়িত কিনা তা নিয়েও তদন্ত শুরু করেছে পুলিশ।
|
সচেতনতা সভা |
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
জনসচেতনতা বাড়াতে এ বার আসরে নামল পুলিশ। খেজুরি থানা এলাকায় নারী পাচার, নাবালিকা বিয়ে ইত্যাদি ঘটনা বাড়তে থাকায় এলাকার আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি নানা সচেতনতা সভার আয়োজন করল পুলিশ। রবিবার সকালে খেজুরির বিদ্যাপীঠ মোড়ে এরকমই এক সভা হয়। বক্তব্য রাখেন মহকুমা পুলিশ আধিকারিক ইন্দ্রজিৎ বসু, খেজুরি থানার ওসি কৃষ্ণেন্দু প্রধান প্রমুখ। ট্যাবলো-সহ এক প্রচার গাড়ির উদ্বোধনও করেন ইন্দ্রজিৎ বসু। পরে খেজুরি থানার ওসির নেতৃত্বে পুলিশকর্মীরা সারাদিন ধরে বাঁশগোড়া, হেঁড়িয়া,বীরবন্দর-সহ খেজুরির প্রত্যন্ত এলাকায় এই প্রচার গাড়ি নিয়ে সচেতনতা সভা ও প্রচার চালান।
|
জয়ী বামপন্থীরা |
নিজস্ব সংবাদদাতা • ঝাড়গ্রাম |
প্রাথমিক শিক্ষক সমবায় সমিতির পরিচালন কমিটিতে সব ক’টি আসনে জয়ী হলেন বামপন্থীরা। নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির (এবিপিটিএ) ঝাড়গ্রাম পশ্চিম চক্রের সহ-সম্পাদক সুমিত মণ্ডল জানান, রবিবার ‘ঝাড়গ্রাম পশ্চিম চক্র প্রাথমিক শিক্ষক সমবায় ঋণদান সমিতি’র ভোটে ৬টি আসনে এবিপিটিএ এবং বিপিটিএ জোট সমর্থিত প্রার্থীরা জয়ী হন। ৪টিতে এবিপিটিএ এবং ২টিতে বিপিটিএ প্রার্থী দিয়েছিল। তৃণমূল শিক্ষা সেল ও কংগ্রেস প্রভাবিত (ডব্লিউবিপিটিএ) জোট করে ৪টি আসনে প্রার্থী দিয়েছিল।
|
আইনি সহায়তা কেন্দ্র চালু |
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
রবিবার তমলুকের বল্লুক-১ ও ধলহরা গ্রাম পঞ্চায়েত অফিসে আইনি সহায়তা কেন্দ্র চালু হল। আনুষ্ঠানিক উদ্বোধন করেন পূর্ব মেদিনীপুরের জেলা ও দায়রা বিচারক শ্যামল গুপ্ত। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহীদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি বিভাস কর, বল্লুক-১ গ্রাম পঞ্চায়েত প্রধান শান্তি রুইদাস, উপ-প্রধান শর মেট্যা, ধলহরা গ্রামপঞ্চায়েত প্রধান আতিয়ার রহমান। বিভাসবাবু জানান, প্রতি রবিবার পঞ্চায়েত অফিসে আইনি সহায়তা কেন্দ্রটি খোলা থাকবে। এখানে দু’জন আইনজীবী ও দু’জন ‘প্যারা-লিগাল ভলেন্টিয়ার’ থাকবেন। খুন ও ধর্ষণের অভিযোগের মামলা বাদে দেওয়ানি, ফৌজদারি বিচারাধীন মামলার দ্রুত নিষ্পত্তির জন্য বিনামুল্যে আইনি সহায়তা পাওয়া যাবে এখানে। পরে ধাপে ধাপে ব্লকের প্রতিটি গ্রাম পঞ্চায়েতে আইনি সহায়তা কেন্দ্র চালু করা র উদ্যোগ নেওয়া হয়েছে বলেও তিনি জানান।
|
পুলিশি উদ্যোগ |
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
জনসংযোগ বাড়াতে নানা অনুষ্ঠান করল পুলিশ-প্রশাসন। সুতাহাটা থানার দাড়িবেড়িয়া শিক্ষানিকেতনের মাঠে এই অনুষ্ঠানের শেষ দিন ছিল শনিবার। সন্ধের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ শুভেন্দু অধিকারী, জেলা পুলিশ সুপার সুকেশ জৈন, এসডিপিও হলদিয়া অমিতাভ মাইতি, ওসি স্বপন গোস্বামী প্রমুখ। দু’দিনের এই অনুষ্ঠানে শঙ্কর নেত্রালয়ের সহযোগিতায় চক্ষু পরীক্ষা শিবির হয়। ৪৫৮ জনের দৃষ্টিশক্তি পরীক্ষার পরে ৩১৫ জনকে নিখরচায় চশমা বিলি করা হয়। পুলিশ সুপার বলেন, “পুলিশ আপনাদের বন্ধু। সমাজে যে ২ থেকে ৩ শতাংশ দুষ্কৃতী রয়েছে পুলিশ তাদের শত্রু।” হলদিয়া উন্নয়ন পর্ষদ (এইচডিএ)-এর চেয়ারম্যান শুভেন্দু অধিকারী এইচডিএ-র তরফে ওই স্কুলের উন্নয়নে ১০ লক্ষ টাকা প্রদানের আশ্বাস দেন।
|
ঠেক অভিযানে জনপ্রতিনিধিরা |
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
ব্লকে মদ, গাঁজার ঠেকের বাড়বাড়ন্ত রুখতে অভিযানে নামলেন জন প্রতিনিধিরা। শনিবার কাঁথি দেশপ্রাণ ব্লকের সরদা অঞ্চলে ফুলেশ্বর দুরমুঠ হাইস্কুলের পাশে গজিয়ে ওঠা মদ ও গাঁজার ঠেক ভাঙতে অভিযানে নামলেন উত্তর কাঁথির বিধায়ক বনশ্রী মাইতি, জেলা পরিষদের সহ-সভাধিপতি মামুদ হোসেন ও দেশপ্রাণ পঞ্চায়েত সমিতির সভাপতি তরুন জানা। এঁদের নেতৃত্বে স্থানীয় গ্রামবাসীরা ঠেক ভাঙার পাশাপাশি মদ-গাঁজা বিক্রেতা সুবিমল গুড়িয়া ও মার্কণ্ড দাসকে মদ ও গাঁজা-সহ পুলিশের হাতে তুলে দেন।
|
ফুটবল টুর্নামেন্ট |
নিজস্ব সংবাদদাতা • এগরা |
শনিবার এগরা-২ ব্লক ক্রীড়া সংস্থার পরিচালনায় ও পানিপারুল স্পোর্টস অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় ১৪তম অশ্বিনীকুমার শী ও অরুণারাণি শী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রথম খেলায় জিতল দুবদা চ্যালেঞ্জার ক্লাব। তারা ২-০ গোলে কুলটিকরি সোশ্যাল ওয়েলফেয়ারকে পরাজিত করে। দুটি গোল করে সেরা হন সুকুমার দুয়ারি। রবিবার দ্বিতীয় খেলায় পানিপারুল স্পোর্টস অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশন ২-১ গোলে বালিঘাই বিবেকানন্দ ব্যায়ামাগারকে পরাজিত করে। খেলার সেরা হন বালিঘাই বিবেকানন্দ ব্যায়ামাগারের বিমল সিংহ।
|
জিতল তৃণমূল |
নিজস্ব সংবাদদাতা • এগরা |
স্কুল ও সমবায় সমিতিতে ফের বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতল তৃণমূল প্রভাবিতরা। পটাশপুর-২ ব্লকের আড়গোয়াল গ্রাম পঞ্চায়েতের জবদা বিদ্যাসাগর বিদ্যাপীঠের পরিচালন সমিতির অভিভাবক প্রতিনিধির নির্বাচনে ছ’টি আসনে জয়ী হন তৃণমূল প্রভাবিতরা। গত বছরও এখানে ক্ষমতায় ছিল তৃণমূল। লাওয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির পরিচালন সমিতির বারোটি আসনে এবার জয়ী হল তৃণমূল। দীর্ঘ প্রায় চার দশক ওই সমবায় সমিতি বামেদের দখলে ছিল।
|
সাংস্কৃতিক অনুষ্ঠান |
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
রবিবার পাঁশকুড়ার গোবিন্দনগর মুসলিম হাইস্কুলের ৬৬ বর্ষ পূর্তি উপলক্ষে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান হল। বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীরা নাচ, গান, আবৃত্তি পরিবেশন করে। ছিলেন রাজ্যের জলসম্পদ অনুসন্ধান ও উন্নয়ন মন্ত্রী সৌমেন মহাপাত্র, পাঁশকুড়ার পুরপ্রধান জাকিউর রহমান খান, পুর কাউন্সিলর সুমনা মহাপাত্র প্রমুখ। সৌমেনবাবু এই বিদ্যালয়ের কাজে সরকারি সহায়তার কথাও জানান।
|
জোর করে চাঁদা, ধৃত |
চালককে মারধর করে বিশ্বকর্মা পুজোর চাঁদা আদায়ের অভিযোগে পাঁচ জনকে গ্রেফতার করল পুলিশ। শনিবার দিঘা-কলকাতা সড়কে মারিশদা বাজারের ঘটনা। ওসি চম্পক রায়চৌধুরী জানান, আগাম সতর্কবার্তা সত্ত্বেও একটি মালবাহী পিক-আপ ভ্যান আটকে চালককে মারধর করে চাঁদা আদায় করছিল ওই পাঁচ জন। |
|