ফের হার রিয়ালের, বার্সার জয়ে মেসির ২ |
সংবাদসংস্থা • মাদ্রিদ |
হোসে মোরিনহোর হাত ধরে তিন বারের লিগ জয়ের খরা কাটিয়েছিল রিয়াল মাদ্রিদ। সেই পর্তুগিজ কোচের জমানাতেই এ বার রিয়ালে ফিরল দশ বছর আগের ‘খারাপ মরসুম’।
শনিবার সেভিয়ার কাছে ০-১ হারায় রোনাল্ডোদের খাতায় এখন চার ম্যাচে চার পয়েন্ট। হার দু’টিতে। জয় একটি। ড্র একটি। লিগ তালিকায় দশ নম্বরে। এই রকম অবস্থা রিয়ালের শেষ বার হয়েছিল ২০০১-০২ মরসুমে। এ দিনই বার্সেলোনা গেতাফেকে ৪-১ হারিয়ে শীর্ষেই রয়ে গেল। চার ম্যাচে তাদের ১২ পয়েন্ট। বার্সার হয়ে জোড়া গোল করেন লিওনেল মেসি। বাকি গোলগুলি আদ্রিয়ানো এবং দাভিদ ভিয়া-র। |
|
লা-লিগায় মেসি ম্যাজিক। |
সেভিয়া সব সময়ই রিয়াল বা বার্সেলোনার বড় প্রতিদ্বন্দ্বী। তার উপর এই টিমে রয়েছেন হেসুস নাভাস, আলভারো নেগ্রেদোর মতো প্রতিভাবান স্পেনীয় ফুটবলার। ট্রচওস্কি-র মতো নামী পোলিশ মিডিও। খেলার দু’মিনিটে কর্নার থেকে ট্রচওস্কি জোরালো ভলিতে এগিয়ে দেন সেভিয়াকে। পরের ৮৮ মিনিট অনেক চেষ্টা করেও গোল শোধ দিতে পারেনি রোনাল্ডো-দি’মারিয়ারা। মিনিট দশেকের মাথায় রোনাল্ডোর শট বাঁচান সেভিয়ার গোলকিপার আন্দ্রেস পালোপ। লুকা মড্রিচের শট বারে লাগে। অন্য দিকে সেভিয়াও বেশ কয়েকটা সুযোগ তৈরি করেছিল। ম্যাচে দু’পক্ষই ঝামেলায় জড়িয়েছে কয়েকবার। |
|