টুকরো খবর |
নানা সমস্যায় মোহনবাগান
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
ফেড কাপে শেষ পর্যন্ত তিন বিদেশিই নিয়ে যাচ্ছে মোহনবাগান। পিঠের চোটে নেই স্ট্যানলি। ডেঙ্গির প্রকোপেও টালমাটাল পালতোলো নৌকা। আইবর সুস্থ হয়ে উঠলেও মেহেরাজ এখনও হাসপাতালে। তিনি ফেড কাপে নেই। এ সবের মাঝেই ওডাফার চোট নিয়ে রবিবারের সকালে মোহন-তাঁবু জুড়ে তুমুল জল্পনা। শনিবার পুলিশের বিরুদ্ধে ম্যাচে পাঁজর আর উরুতে চোট পান ওডাফা। রবিবার অনুশীলনে আসেননি তিনি। জল্পনা উস্কে রহিম নবি বলেন, “ওডাফার চোটটাই আমাদের চিন্তা।” কোচ সন্তোষ কাশ্যপ অবশ্য সকালেই আশ্বস্ত করেন, “ওডাফার হালকা চোট রয়েছে। গুরুতর কিছু নয়। ফেড কাপের শুরু থেকেই পাওয়া যাবে ওকে।” তবু, একটা প্রশ্ন থেকে গেছিল। তবে বিকেলে ওডাফা নিজে জানিয়েছেন, তাঁর চোট নিয়ে চিন্তার কোনও কারণ নেই। ফেড কাপের প্রথম ম্যাচ থেকেই খেলবেন তিনি। মঙ্গলবার ফেডারেশন কাপ খেলতে শিলিগুড়ি রওনা দিচ্ছে মোহনবাগান।
|
খেতাবের দিকে গগন
সংবাদসংস্থা • তাইপে |
ইয়াংদর টুর্নামেন্ট প্লেয়ার্স চ্যাম্পিয়নশিপ গল্ফে দ্বিতীয় রাউন্ডের শেষে শীর্ষে ভারতের গগনজিৎ ভুল্লার। ঝড়ের তাণ্ডব কাটার পর এ দিন ফের শুরু হয় টুর্নামেন্ট। এবং দ্বিতীয় রাউন্ডে তিন-আন্ডার ৬৯ স্কোর করে এশীয় ট্যুরে রেকর্ড ১৪টি খেতাবের মালিক তাইল্যান্ডের থাওর্ন উইরাটচান্তের থেকে এক শটে এগিয়ে আছেন চব্বিশ বছরের ভারতীয়। এই লিড ধরে রাখতে পারলে কালই গগনজিতের হাতে উঠতে পারে এশীয় ট্যুরে তাঁর তৃতীয় খেতাব। তবে দিনটা ভাল গেল না অনির্বাণ লাহিড়ির। প্রথম রাউন্ডের শেষে পাঁচ নম্বরে থাকা অনির্বাণ আজ ৭৪ স্কোর করায় পিছলে গিয়েছেন ১৮ নম্বরে। টুর্নামেন্টে কাট পেয়েছেন আরও দুই ভারতীয়, চিরাগ কুমার ও অজিতেশ সাঁধু। খারাপ আবহাওয়ার কারণে ৫৪ স্ট্রোক প্লে-তে কমিয়ে আনা টুর্নামেন্ট শেষ হবে কাল, তৃতীয় রাউন্ডেই।
|
মুম্বইয়ের রাস্তায় হ্যামিল্টন-ঝড়
নিজস্ব প্রতিবেদন |
তিনি ম্যাকলারেন দল ছাড়ছেন। ফর্মুলা বিশ্বে সাড়া ফেলা এই জল্পনাকে ‘রাবিশ’ বলে আজ উড়িয়ে দিলেন লুইস হ্যামিল্টন। রবিবারের বৃষ্টি ভেজা সন্ধ্যায় বান্দ্রা-কুর্লা কমপ্লেক্সের তিন কিলোমিটার রাস্তায় ম্যাকলারেনের গাড়ি নিয়ে গতির তুফান তোলার আগে ব্রিটিশ তারকা বলেন, “আমার মাথায় বিশ্ব চ্যাম্পিয়নের খেতাবটা ফিরে পাওয়ার বাইরে আর কোনও চিন্তা নেই। কোনও চুক্তি করিনি। যা শুনছেন সব রাবিশ।” এ দিন ম্যাকলারেন দলের স্পনসরের আয়োজিত ‘স্পিড ফেস্ট’-এ চালাতে মুম্বই পৌঁছোন হ্যামিল্টন। তার আগেই একটি ব্রিটিশ কাগজ দাবি করে, মার্সিডিজের সঙ্গে ছ’কোটি পাউন্ডে তিন বছরের চুক্তি হচ্ছে হ্যামিল্টনের। ম্যাকলারেনও নাকি তাঁকে পরের দুই মরসুমের জন্য ৪ কোটি ৭০ লক্ষ পাউন্ডের প্রস্তাব দিয়েছে। সেই দাবিই উড়িয়ে দিলেন হ্যামিল্টন। |
|