টানা দু’বার সাফ ফুটবলে সেরা |
ধোনিরা নামার আগেই লঙ্কা-জয় ভারতীয় মেয়েদের |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
এ যেন কলম্বোয় ‘চক দে ইন্ডিয়া’! তবে হাতে হকি স্টিক নয়। দক্ষিণ এশিয়ার দেশগুলির উপর ভারতের মেয়েরা দাপট দেখাল ফুটবলে। বুধবার থেকে যেখানে ধোনিরা টি-টোয়েন্টি বিশ্বকাপের লড়াইয়ে নামছে সেখানে আগেই জাতীয় পতাকা ওড়ালেন বেমবেম দেবীরা। পরপর দু’বার সাফ ফুটবলে চ্যাম্পিয়ন হল মেয়েরা। দু’বছর আগে বাংলাদেশে উদ্বোধনী সাফ চ্যাম্পিয়নশিপের ট্রফিও জিতেছিল ভারত। দক্ষিণ এশিয়ার ফুটবলে ভারত যে বড় শক্তি তা ফের প্রমাণিত হল রবিবার। পিছিয়ে পড়েও ফাইনালে নেপালকে ৩-১ হারাল মহম্মদ শাহিদ জব্বারের কোচিংয়ে খেলা মেয়েরা। বাংলাও এই কৃতিত্বে ভাগ বসাতে পারছে ডিফেন্ডার তুলি গুণ এবং সহকারী কোচ প্রতিমা বিশ্বাসের সৌজন্যে। সেই সঙ্গে দলের ম্যানেজার সুদেষ্ণা মুখোপাধ্যায় এবং ফিজিক্যাল ট্রেনার পৌলমী ঘোষও। |
লঙ্কা-জয় ভারতীয় মেয়েদের |
দোলা বন্দ্যোপাধ্যায় |
মেয়েদের ফুটবল নিয়ে হাইপ কম আর ফুটবলেই দু’বার সাফ জিতল মেয়েরা। কিন্তু মাথায় রাখতে হবে চূড়ান্ত লক্ষ্য অলিম্পিক বা বিশ্বকাপ। তাই ওদের আরও আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলা উচিত। |
ঝুলন গোস্বামী |
ভারতে ফুটবল মানেই শুধু মোহনবাগান-ইস্টবেঙ্গল। সেখান থেকে মেয়েরা আন্তর্জাতিক টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হচ্ছে, এটা অনেক বড় ব্যাপার। ফুটবলে মেয়েদের কঠিন বাধা পেরোতে হয়। ছোটদের উদ্বুদ্ধ করতে টিভিতে বেশি করে মেয়েদের ফুটবল দেখানো উচিত। |
পৌলমী ঘটক |
শুনলাম ভারতের মেয়েরা পরপর দু’বার চ্যাম্পিয়ন হল। এটা দারুণ কৃতিত্বের। আমি চাই ওরা ভবিষ্যতে আরও ভাল খেলুক। |
সোমা বিশ্বাস |
শ্রীলঙ্কা যাওয়ার আগে টিমটাকে সাইতে দেখতাম অনুশীলন করতে। ওদের ফিটনেস বেশ ভাল ছিল। সহকারী কোচ প্রতিমাদি আমার বিশেষ পরিচিত। পুরো টিমের সঙ্গে ওঁকেও শুভেচ্ছা জানাচ্ছি। |
|
গত ডিসেম্বরে সুনীল ছেত্রীররা ষষ্ঠ বারের জন্য সাফ ফুটবলে চ্যাম্পিয়ন হয়। ফিফা র্যাঙ্কিংয়ে ৫২ নম্বরে থাকা তুলি গুণ-কমলা দেবীদের অসুবিধাই হয়নি ১২৮-এর আশপাশে থাকা আফগানিস্তান-নেপাল-শ্রীলঙ্কার মতো দেশগুলিকে হারাতে। যদিও রবিবার কলম্বোয় তিন মিনিটেই নেপালের দীপা অধিকারীর গোলে পিছিয়ে পড়েছিলেন কমলা দেবীরা। তবে সুপ্রিয়া রাউত রায়ের গোলে বিরতির আগেই সমতায় ফেরে ভারত। দ্বিতীয়ার্ধটা তাঁরা খেলেন দাপটের সঙ্গে। ৬৪ মিনিটে অধিনায়ক বেমবেম দেবীর ফ্রি-কিকে ২-১ এগিয়ে যায় ভারত। ম্যাচ শেষ হওয়ার মিনিট তিনেক আগে ব্যবধান আরও বাড়িয়ে ফেলেন কমলা দেবী। টুর্নামেন্টে কমলার এটি সাত নম্বর গোল।
ফেডারেশন কর্তারাও উচ্ছ্বসিত হয়ে পড়েন মেয়েদের কৃতিত্বে। কলম্বোয় এ দিন হাজির ছিলেন ফেডারেশন সচিব কুশল দাস। তিনি জানান, দলটাকে সংবর্ধনা দেওয়া হবে। তার জন্য এখন প্রেসিডেন্ট প্রফুল্ল পটেলের সবুজ-সংকেতের অপেক্ষা। |
|