কাছাড়েও চালু হল রামকৃষ্ণ মিশন পরিচালিত মূল্যবোধ শিক্ষা (ভ্যালুজ্ এডুকেশনভ্যাল-এড)। এ জন্য প্রথম পর্বে জেলার দশটি স্কুলকে বাছাই করা হয়েছে। উধারবন্দ
শিক্ষা সদনে এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হল। একই সঙ্গে এই কর্মসূচি
শুরু হয়েছে কাঁচাকান্তি বিদ্যামন্দির এবং ডলু সরস্বতী শিশু নিকেতনেও। পর্যায়ক্রমে চালু হবে অন্য
সাতটি বিদ্যালয়েও।
খ্রিস্টান মিশনারি স্কুলগুলিতে এই ‘ভ্যাল এড’ ইতিমধ্যেই চালু। কার্যত ছাত্রছাত্রীদের মানবিক মূল্যবোধের শিক্ষা দেওয়াই এর মূল উদ্দেশ্য। শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের সচিব স্বামী সত্যস্থানন্দ জানান, স্বামী বিবেকানন্দের জন্মের দেড়শো বছর উদযাপনকে সামনে রেখেই ভারত সরকার ও রামকৃষ্ণ মিশন এই কর্মসূচি হাতে নিয়েছে। মূল লক্ষ্য, স্বামীজির শিক্ষা-দর্শন অনুসারে দেশের ছাত্রসমাজকে মূল্যবোধের শিক্ষায় শিক্ষিত করে তোলা। তাতে সাধারণ শিক্ষার পাশাপাশি একজন প্রকৃত মানুষ হিসেবে নিজেদেরকে গড়ে তুলতে পারবে ছাত্রছাত্রীরা। অন্যান্য বিষয়ের মতো, এ ক্ষেত্রেও নিয়মিত ক্লাস হবে স্কুলে। সিলেবাস প্রণয়নের পর ছাপা হয়েছে বইপত্র। শুরু হয়েছে ক্লাস। তবে এই পাঠ্যের পরীক্ষা হলেও তার সঙ্গে ক্লাস থেকে ক্লাসে উত্তীর্ণ হওয়ার পরীক্ষার কোনও সম্পর্ক থাকবে না। মূল্যবোধের পরীক্ষায় উত্তীর্ণদের পৃথক সার্টিফিকেট দেবে রামকৃষ্ণ মিশন। সত্যস্থানন্দ মহারাজ জানান, এই প্রকল্পে ভারত সরকার প্রয়োজনীয় অর্থের জোগান দিচ্ছে। সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব মিশনের। আপাতত ঠিক হয়েছে, ২০১৪ সাল পর্যন্ত চলবে এই ক্লাস। পরে প্রয়োজনে তা বাড়ানোও হতে পারে। কেন্দ্রীয় সরকারের সঙ্গে রামকৃষ্ণ মিশন বিষয়টি নিয়ে আলোচনা করবে। |