টুকরো খবর
অসম অটো প্রদর্শনীতে বাইক-কপ্টার
হাজার-দেড়হাজার সিসির অতিকায়, বহু লক্ষ টাকা দামের হার্লে ডেভিডসন বাইকও পাত্তা পাচ্ছে না! কী করে পাবে? পাশেই যে রয়েছে, স্থলে ও আকাশে উড়তে সক্ষম মোটরবাইক ‘জাইরোকপ্টার’! বিদেশি প্রযুক্তি বা নামী দামী সংস্থা নয়, অসমেরই ভূমিপুত্র প্রযুক্তিবিদ কনক গগৈয়ের তৈরি এই আশ্চর্য যান প্রথম কোনও অটো প্রদর্শনীতে ঠাঁই পাচ্ছে। আগামী ২০ থেকে ২৩ সেপ্টেম্বর গুয়াহাটির মণিরাম দেওয়ান ট্রেড সেন্টারে বসছে তৃতীয় অসম গাড়ি মেলা। সেখানে এই প্রথমবার উত্তর-পূর্বের মানুষ হাতের নাগালে পাবেন বিশ্বখ্যাত হার্লে ডেভিডসনের বাইকগুলি। কেবল মোটর গাড়ি নয়, নানা বৈদ্যুতিন সরঞ্জাম, প্রযুক্তিও এক ছাদের তলায় হাজির করা হবে। উদ্যোক্তা পঙ্কজ মজুমদার বলেন, “সংঘর্ষ ও সন্ত্রাসের ভয় কাটিয়ে বাণিজ্য সংস্থাগুলিকে অসমের মেলায়, এক ছাদের তলায় হাজির করাটা বড় চ্যালেঞ্জ ছিল। কিন্তু, দেশ ও বিদেশের অন্তত ৭৫টি প্রদর্শ হাজির করা হচ্ছে এই মেলায়। অসমের সাম্প্রতিক হিংসা ও সংঘর্ষের পরিপ্রেক্ষিতে এই অটো মেলা অত্যন্ত ইতিবাচক। আমরা চাই, অসমের মানুষ সেরা জিনিসগুলি প্রত্যক্ষ করুন।”

জলে ডুবে মৃত্যু দুই কম্যান্ডোর
কম্যান্ডো প্রশিক্ষণ নিতে গিয়ে জলে ডুবে মারা গেলেন মেঘালয় পুলিশের দুই জওয়ান। গত কাল উত্তরাঞ্চলের উত্তরকাশীতে ঘটনাটি ঘটেছে। মেঘালয় পুলিশ সূত্রে খবর, পুলিশের ১ নম্বর সশস্ত্র ব্যাটালিয়নের বাছাই করা সদস্যরা উত্তরকাশীর মহিদন্দায়, ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশের প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণ নিতে গিয়েছেন। ২৩ অগস্ট থেকে, ভারতের নানা রাজ্য থেকে আসা ১১৬ জন পুলিশকর্মীর প্রশিক্ষণ শুরু হয়েছিল। কড়া প্রশিক্ষণের অঙ্গ হিসাবে, লাইফ জ্যাকেট ছাড়াই ঠান্ডা জলে সকলকে সাঁতার কাটতে বলা হয়েছিল। এদের মধ্যে কুম্বিনন মাওলং ও ড্যানিলাং নোংখালাও সাঁতার জানতেন না। তাঁরা ডুবে যান। পরে তাঁদের প্রাণহীন দেহ জল থেকে তোলা হয়। মেঘালয়ের ডিজি এন রামচন্দ্রন জানান, ঘটনাটি খুবই দুঃখজনক। এ নিয়ে রাজ্য পুলিশের তরফেও তদন্ত হবে। পুলিশ তহবিল থেকে দুই জওয়ানের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে বসে পুলিশ জানিয়েছে।

চা-শ্রমিকদের বোনাস
সরকারি চেষ্টায় এ বছর চা-শ্রমিকরা পুজোয় বেশি বোনাস পেতে পারেন। চা সংস্থাগুলি শ্রমিকদের নগদ বেতনের ভিত্তিতে বোনাস দিয়ে থাকেন। চা মালিকদের অনুরোধ করা হয়েছে, চা শ্রমিকরা মাসে যে খাদ্যশস্য পান, তার মূল্যও বেতন হিসেবে ধরে বোনাস দেওয়া হোক। শ্রম কমিশনারের এক নির্দেশিকায় বলা হয়েছে, এই খাদ্যশস্যের মূল্য বেতনের সঙ্গে ধরা উচিত। বোনাসের পরিমাণ ঠিক করার সময় শ্রমিকের সার্বিক প্রাপ্তিকেই হিসেবে রাখা উচিত। চা-মজদুর সঙ্ঘ এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে।

আবার হামলা
ফের ‘অরুণাচল টাইম্স’-এর কর্মীদের উপরে হামলা হল। এই নিয়ে চতুর্থবার একই সংবাদপত্রের উপরে হামলার ঘটনা ঘটল। জুলাই মাসে সহকারী প্রধান সম্পাদক টনগাম রিনাকে লক্ষ্য করে গুলি চালানোও হয়। এ বার আক্রান্ত হলেন রঞ্জিৎ সরকার ও সুনন্দ বোরা নামে দুই মেশিনম্যান। রঞ্জিৎবাবুর আঘাত গুরুতর। দুষ্কৃতীদের ছবিও সিসিটিভি-তে উঠেছে। সেই ছবি সংবাদপত্রের তরফে পুলিশকে দেওয়া হয়েছে।

কুড়ানকুলামে আটক ২০০
কুড়ানকুলাম পরমাণু কেন্দ্রের বিরুদ্ধে বালির নীচে শরীর ডুবিয়ে যাঁরা প্রতিবাদ জানাচ্ছিলেন তাঁদের সমর্থন জানাতে যাচ্ছিলেন ২০০ জন। পথেই আটক করা হল।

সমুদ্রে প্রতিবাদ
মাথায় কালো ফেট্টি ও হাতে কালো পতাকা নিয়ে একেবারে সমুদ্রে। একশোরও বেশি মৎস্যজীবী এ ভাবেই ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানান।

লোভে পাপ
সাড়ে ১৭ লক্ষ টাকা ডাকাতি করেই ক্ষান্ত হয়নি তারা। আপত্তিকর ছবি তুলে রেখেছিল জোর করে। পরে ব্ল্যাকমেল করতে গিয়ে ধরা পড়ল এক মহিলা-সহ ৫ যুবক।

বিতর্কিত পুলিশ
বদলি করা হল বিতর্কিত এসিপি বসন্ত ধোবলেকে। কর্মীদের মনে আতঙ্ক সৃষ্টি করে প্রায়ই তিনি চড়াও হতেন রেস্তোরাঁ ও পানশালায়। হাতে থাকতো হকি স্টিক ও ক্যামেরা।

শিশু মৃত্যু
গত ২৪ ঘণ্টায় এনসেফ্যালাইটিসে আক্রান্ত হয়ে মারা গেল ৭টি শিশু। ২০১২ সালেই মৃতের সংখ্যা ২৮১। মূলত শিশুরাই এই রোগের শিকার, জানান ডাক্তাররা।

পণের বলি
শ্বশুড় বাড়ির লোকেদের বিরুদ্ধে এক মহিলাকে পুড়িয়ে মারার অভিযোগ আনেন মৃতার ভাই। পণের জন্যই তাঁদের এই কুকীর্তি। ঘটনাটি উত্তরপ্রদেশের গোপিগঞ্জ অঞ্চলের।

মৎস্যজীবী আটক
সমুদ্র সীমানা লঙ্ঘন করায় ১১ জন ভারতীয় মৎস্যজীবীকে গ্রেফতার করেছে পাকিস্তান। সম্প্রতি দু’দেশই আটক মৎস্যজীবীদের ছেড়ে দিতে তৎপর হয়েছে।

জঙ্গি নিহত
সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে নিহত হল এক অজ্ঞাতপরিচয় জঙ্গি। জঙ্গিদের সন্ধানে বারামুলা জেলার বিঝামা গ্রামে তল্লাশি চালাচ্ছিল সেনা।

এমবিএ-তে খুনিরা
এমবিএ করতে চান কিছু বন্দি। জবলপুর সেন্ট্রাল জেলের ওই ৯ জন বন্দির মধ্যে ৮ জনই খুনের আসামি। বিভিন্ন জেলের ৮০০ জন বন্দিকে শিক্ষাদান করছে ইগনু।

ঋণনীতি আজ
ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক সোমবার তার ঋণনীতি পর্যালোচনা করবে। শীর্ষ ব্যাঙ্ক সুদ কমিয়ে শিল্পের হাল ফেরানোর পথে হাঁটে কি না, সে দিকেই তাকিয়ে শিল্প ও বণিক মহল।

উদ্ধার ‘বন্দিনী’
অসুস্থ মহিলাকে দু’মাস আটকে রাখল আত্মীয়রা। ঘটনাটি দিল্লির জইতপুরের। রবিবার ওই মহিলাকে উদ্ধার করে পুলিশ। তাঁকে ঠিক মতো খেতেও দেয়নি আত্মীয়রা।

নেট-উদ্বেগ
ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়ার অপব্যবহার নিয়ে উদ্বিগ্ন কেন্দ্র। তাই নজরদারির জন্য তৈরি হবে নতুন সংস্থা। তৈরি হবে নয়া নির্দেশিকাও।

পণ-মৃত্যু
২৪ ঘণ্টায় তিন জন মহিলার মৃতদেহ উদ্ধার হল দিল্লিতে। পণের জন্য অত্যাচারের ফলেই তাঁরা আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ।

মেঘভাঙা জারি
মেঘভাঙা বৃষ্টিতে উত্তরাখণ্ডে মৃত্যু হল ৯ জনের। আহত হয়েছেন ৫ জন। ঘটনাটি রুদ্রপ্রয়াগ জেলার। মেঘভাঙা বৃষ্টিতে রাজ্যে মৃতের সংখ্যা দাঁড়াল ৪৭।

অন্য ‘প্যাঁচে’
এক ব্যবসায়ীকে অপহরণের দায়ে এক কুস্তিগির-সহ তিন জনকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। আর কুস্তিগীরের সঙ্গীরা? তাঁরা রাজ্য স্তরের মুষ্টিযোদ্ধা!

ছ’মাসে ২৪৩৭
তখ্তে ছ’মাস কেটেছে অখিলেশ যাদবের। রীতিমতো দুশ্চিন্তায় দিন কাটছে মুখ্যমন্ত্রীর। কারণ, উত্তরপ্রদেশে এই ছ’মাসে খুন হয়েছে ২৪৩৭টি।

কর্তার বিস্ফোরক
বিস্ফোরক-সহ এক বেসরকারি সংস্থার সিইও’কে গ্রেফতার করল ওড়িশা পুলিশ। অভিযোগ, মাওবাদীদের বিস্ফোরক সরবরাহ করছিলেন তিনি।

বামন ব্যায়ামবীর
মারা গেলেন বিশ্বের সব চেয়ে খর্বকায় ব্যায়ামবীর আদিত্য রোমিও দেব। দু’ফুট ন’ইঞ্চি লম্বা আদিত্য ঠাঁই পেয়েছিলেন গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে।

রাজনীতি নয়
রাজনীতিতে মানুষের উপকার হবে না, মত অণ্ণা হজারের। অনুগামী অরবিন্দ কেজরিওয়াল দল গড়ছেন। মনে করা হচ্ছে, অণ্ণার সঙ্গে তাঁর দূরত্ব বাড়ছে।

ছাত্র বেশে
ছাত্র সেজে ছিনতাই করত তিন যুবক। তাদের গ্রেফতার করেছে দক্ষিণ দিল্লি পুলিশ। গাড়ি চুরি ও অন্যান্য অপরাধেও অভিযুক্ত এই তিন জন।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.