টুকরো খবর
অনির্দিষ্টকাল বাস বন্ধের ডাক
পেট্রোল, ডিজেলের মূল্যবৃদ্ধি এবং বাসের ভাড়া বৃদ্ধির দাবিতে আজ, সোমবার থেকে জেলায় অনির্দিষ্টকালের জন্য বাস বন্ধের ডাক দিল জেলার দুই বাস মালিক সংগঠন। রবিবার বোলপুরে জেলা বাস, মিনিবাস সংগঠন ও জেলা বাস মালিক সমিতি যৌথ ভাবে এই সিদ্ধান্ত নিয়েছে। তাদের পক্ষ থেকে সুজিত মণ্ডল ও স্বপনকুমার পাল বলেন, “যে হারে পেট্রোল-ডিজেলের দাম বাড়ছে তাতে পরিষেবা দেওয়া অসম্ভব। তাই সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য বাস পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি।” শনিবারই ডিজেল-গ্যাসের মূল্যবৃদ্ধি ও এফডিআইয়ের ছাড়পত্র প্রত্যাহারের দাবিতে সিউড়ি, রামপুরহাট, সাঁইথিয়া, বোলপুর-সহ জেলার বিভিন্ন জায়গায় প্রতিবাদ মিছিল করে তৃণমূল। রামপুরহাটে ৬০ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে ফব। জেলাশাসক জগদীশপ্রসাদ মিনা বলেন, “বিকল্প ব্যবস্থা নিচ্ছি। যাত্রীদের সমস্যা হবে না। সংগঠনগুলির সঙ্গে কথা বলা হবে।

ব্যবসায়ী খুনে গ্রেফতার ২
পাথর ব্যবসায়ী আমজাদ আলির খুনের ঘটনায় দু’জনকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম সুখচাঁদ শেখ ও সেমি নুর। রবিবার মুরারই থানার বঠিয়া ও কাশিল্যা থেকে ওই দু’জনকে গ্রেফতার করে পুলিশ। ২০০৯ সালে খুন হয়েছিলেন মুরারই থানা এলাকার এক পাথর ব্যবসায়ী। ওই খুনের বদলা নিতেই আমজাদবাবুকে খুন করা হয় বলে পুলিশের দাবি। এই খুনে জড়িত থাকার অভিযোগে আরও একজনকে খুঁজছে পুলিশ। গত ১২ সেপ্টেম্বর সকালে নলহাটিতে খুন হয়েছিলেন পাথর ব্যবসায়ী আমজাদ আলি। আজ, সোমবার রামপুরহাট আদালতে ধৃতদের হাজির করানো হবে।

দুর্ঘটনায় মৃত ২
পৃথক দু’টি দুর্ঘটনায় মৃত্যু হল দু’জনের। মৃতেরা হলেননলহাটি থানার রণহা গ্রামের মুজিবর শেখ(৪২) ও সুনিলাল মুর্মু (২৮)। সুনিলালের বাড়ি ঝাড়খণ্ডের মামতারা থানার মধুসিঙায়। রবিবার সুনিলালবাবু স্ত্রী ও মেয়েকে মোটরবাইকে করে আসানসোলে যাচ্ছিলেন। রামপুরহাট থানার মনসুবা মোড়ের কাছে উল্টো দিক থেকে আসা একটি ট্রাক বাইকে ধাক্কা মারলে রাস্তার উপরে ছিটকে পড়েন সুনিলালবাবু। সেই সময় একটি গাড়ি তাঁকে পিষে দেয়। অন্য দিকে, এ দিন বিকেলে নলহাটি থানার কাঁটাগড়িয়া মোড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় মুজিবরের।

পাথর ফেলার অভিযোগ
শহরের একটি গুরুত্বপূর্ণ রাস্তায় নির্মীয়মাণ বাড়ির পাথর ফেলে রাখা হয়েছে। এর ফলে যান চলাচল ও সাধারণ মানুষের চলাফেরায় সমস্যা হচ্ছে। রামপুরহাট শহরের বাসিন্দাদের কাছ থেকে মৌখিক অভিযোগ পেয়ে রবিবার সকালে ওই সব পাথর তুলে দিল পুরসভা। পুরপ্রধান অশ্বিনী তিওয়ারির দাবি, “পুরসভার পক্ষ থেকে একাধিক বার প্রচার করে রাস্তায় বালি, পাথর, ইট না ফেলার জন্য বলা হয়েছে। তবুও কেউ কেউ তা শুনছেন না। ফলে ছোটখাটো দুর্ঘটনা শহরে প্রায়ই ঘটে।” তিনি বলেন, “এ দিন যে ভাবে কামারপট্টি থেকে সানঘাটা পাড়া রাস্তায় পাথর ফেলে রাখা হয়েছিল তাতে বড় দুর্ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা ছিল।” নির্মীয়মাণ বাড়ির মালিক আনিস আহমেদের সঙ্গে চেষ্টা করেও যোগাযোগ করা যায়নি। বাড়িটি নির্মাণের দায়িত্বে থাকা সুপারভাইজার মহম্মদ সেলিম বলেন, “এ ক্ষেত্রে আমাদের ভুল হয়েছে।”

ট্রান্সফর্মার বিকল, ক্ষোভ
একের পর এক ট্রান্সফর্মার বিকল হওয়ায় সমস্যায় পড়েছেন নলহাটির করিমপুরের বাসিন্দারা। এক সপ্তাহের মধ্যে দু’টি ট্রান্সফর্মার বদল করা হলেও শনিবার তা বিকল হয়ে যায়। রাজ্য বিদ্যুৎ বণ্টন কোম্পানির রামপুরহাটের বিভাগীয় বাস্তুকার নারায়ণচন্দ্র রায় বলেন, “এলাকায় দু’টি ট্রান্সফর্মার বদল করা হয়। দুটোই পুড়ে গিয়েছে। আমাদের ধারণা, এখানে কোনও চক্র কাজ করছে যারা ট্রান্সফর্মার খারাপ করে দেওয়ার সঙ্গে যুক্ত। দেখছি কী করা যায়।” এলাকাবাসীর বক্তব্য, ৬৩ কেভি ট্রান্সফর্মার বদলে ১০০ কেভি ট্রান্সফর্মার দিলে চাপ কমে যাবে।

মন্দিরে চুরি
পর পর দু’টি মন্দিরে তালা ভেঙে ফের লক্ষাধিক টাকার গয়না ও বাসনপত্র চুরির ঘটনা ঘটল রামপুরহাট থানার চাকপাড়া যোগমায়া যোগাশ্রম। সেখানে একটি গোপাল ও একটি কালী মন্দির ছিল। রবিবার সকালে পুজোর আয়োজন করতে এসে পুরোহিত দেখেন, দু’টি মন্দিরের তালা ভাঙা।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.