সমবায় সমিতির ভোটে গণ্ডগোল
নিজস্ব সংবাদদাতা • কালনা |
সমবায় সমিতির পরিচালন সমিতির নির্বাচন চলাকালীন গণ্ডগোল বাধল পূর্বস্থলী ২ ব্লকে। রবিবার পূর্বস্থলীর মাজিদা-বড়েয়া-কমলাপুর সমবায় সমিতির ভোট ছিল। তৃণমূলের অভিযোগ, সিপিএমের লোকজন এ দিন ভোটারদের ভয় দেখানোর চেষ্টা করে। মাজিদা পঞ্চায়েতের খালাপাড়া এলাকার পঞ্চায়েত সদস্য তাহের মল্লিকের ছেলে ওসমান মল্লিক ও ভাই জামাল মল্লিক প্রতিবাদ করতে গেলে তাঁদের মারধর করে স্থানীয় সিপিএম সমর্থক মোজাম্মেল শেখ। মোজাম্মেল ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করে বলেও অভিযোগ। পূর্বস্থলীর তৃণমূল নেতা বিপুল দাসের অভিযোগ, “ভোটগ্রহণ কেন্দ্রের কাছে আচমকা সিপিএম সমর্থকের মারে বেশি জখম হন জামাল। তাঁকে কালনা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।” রাতে তাঁর সঙ্গে দেখা করতে যান পূর্বস্থলী উত্তর ও দক্ষিণ কেন্দ্রের বিধায়ক তপন চট্টোপাধ্যায় ও স্বপন দেবনাথ। যদিও সিপিএম এ সব অভিযোগ অস্বীকার করেছে। পূর্বস্থলী থানা সূত্রে জানা গিয়েছে, মোজাম্মেলকে গ্রেফতার করা হয়েছে।
|
অস্ত্র-সহ ধৃত
নিজস্ব সংবাদদাতা • পূর্বস্থলী |
ডাকাতির উদ্দেশে জড়ো হওয়ার অভিযোগে তিন জনকে গ্রেফতার করল পূর্বস্থলী থানার পুলিশ। শনিবার পূর্বস্থলী ২ ব্লকের বড়ডাঙা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, ধৃতদের নাম সামসুল শেখ, আচন শেখ ও কেদার শেখ। ধৃতদের কাছ থেকে দু’টি রিভলবার ও একটি পাইপগান উদ্ধার করেছে পুলিশ। তাদের তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশের দাবি, অস্ত্রগুলি হাতে তৈরি করা হয়েছে। |