টুকরো খবর
চাকরির দাবি অন্ডালে
জমির পরিবর্তে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি রক্ষা করেনি ইসিএল, এই অভিযোগে বালিবাঙ্কার নির্মাণে বাধা দিলেন অন্ডালের মধুসূদনপুর কোলিয়ারি এবং খাস কাজোড়া কোলিয়ারি এলাকার কিছু বাসিন্দা। শুক্রবার ওই এলাকায় পুলিশকে সঙ্গে নিয়ে কাজে গিয়েছিলেন ইসিএল কর্তৃপক্ষ। কিন্তু জমিমালিকেরা তাঁদের কাজ করতে দেননি। তাঁদের অভিযোগ, ১৯৮৪ সালে ৩৬ একর জমি অধিগ্রহণ করেছিল ইসিএল। সংস্থার বিধি অনুযায়ী ৩৬ জনকে চাকরি দেওয়ার কথা। বাসিন্দাদের তরফে অক্ষয় গোপের দাবি, ইসিএল কয়লা কাটা শুরু করলেও কাউকে চাকরি দেয়নি। শুক্রবার রাতে তাঁরা অন্ডাল থানায় গণস্বাক্ষর সম্বলিত একটি দাবিপত্র দেন। সেখানে বগার্দার ও প্রন্তিক চাষিদের ক্ষতিপূরণ এবং জমিহারাদের চাকরির ব্যবস্থা করার আবেদন জানানো হয়েছে। ইসিএল কর্তৃপক্ষ জানান, নিয়োগের বিষয়টি নিয়ে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।

জল জমল কাশিডাঙায়
প্রবল বর্ষণে খোলামুখ খনি ও পুকুর উপচে জল জমল রানিগঞ্জের ১২ নম্বর ওয়ার্ডের কাশিডাঙা এলাকায়। বেশ কিছু বাড়ির সামনে হাঁটু থেকে কোমর সমান উচ্চতায় জল দাঁড়িয়ে যায়। স্থানীয় বাসিন্দা অমরেন্দ্রনাথ আইচ, হীরালাল বনোয়ালেরা জানান, একটি পরিত্যক্ত খোলামুখ খনি ও পাশাপাশি দু’টি পুকুরের জল উপচে আসার জেরেই এমন ঘটেছে। স্থানীয় তৃণমূল নেতা বাসুদেব গোস্বামীর ক্ষোভ, “প্রতি বর্ষায় এমন ঘটে। পুর কর্তৃপক্ষকে বারবার আবেদন জানিয়েও কোনও প্রতিকার মেলেনি।” রানিগঞ্জের পুরপ্রধান অনুপ মিত্র জানান, ওই এলাকাটি নিচু। তাই এমন বিপত্তি দেখা দেয়। দু’বছর আগে এডিডিএ একটি নর্দমা করে এই জল নিষ্কাশনের পরিকল্পনা নিয়েছিল। রাজ্যে সরকার পরিবর্তনের পরে সেই কাজ আর এগোয়নি বলে তাঁর দাবি। সোমবার এলাকায় গিয়ে আপৎকালীন একটি বিকল্প ব্যবস্থা করা হবে বলে আশ্বাস পুর কর্তৃপক্ষের।

পড়ুয়াদের দিয়ে সাফাইয়ের নালিশ
পড়ুয়াদের দিয়ে শৌচাগার পরিষ্কারের কাজ করানো হচ্ছে, এই অভিযোগে জামুড়িয়ার ইকড়া প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষিকাকে ঘেরাও করে বিক্ষোভ দেখালেন অভিভাবকেরা। তাঁদের অভিযোগ, সাফাই অভিযানের নামে শৌচাগার পরিষ্কার করানো হচ্ছে। যা ওই অভিযানের বিধিতে নেই। জামুড়িয়ার বিদ্যালয় অবর পরিদর্শক চিন্ময় হাজরা বলেন, “সাফাই অভিযানে শৌচাগার পরিষ্কার করানোর বিধি নেই। বিষয়টি তদন্ত করে দেখা হবে।” প্রধান শিক্ষিকা মল্লিকা মুখোপাধ্যায়ের যদিও দাবি, এমন কোনও কাজ করানো হচ্ছে না। তবে তাঁর বক্তব্য, “স্কুলে কোনও সাফাইকর্মী নেই। শিক্ষক সম্মেলনে বহু বার বলেছি, সর্বশিক্ষা অভিযানে কোটি কোটি টাকা খরচ হয়। ওই প্রকল্পের আওতায় প্রতিটি স্কুলে সাফাইকর্মী নিয়োগ হলে আমরা উপকৃত হব।”

রানিগঞ্জের স্কুলে ছাত্রকে ‘মারধর’
এক ছাত্রকে মারধরের অভিযোগ উঠেছে রানিগঞ্জের জ্ঞানভারতী বিদ্যালয়ের প্রধান শিক্ষক-সহ তিন শিক্ষকের বিরুদ্ধে। অন্ডালের বাসিন্দা মহম্মদ আখতার হোসেন শুক্রবার বিকেলে রানিগঞ্জ থানায় লিখিত অভিযোগে জানান, ১২ সেপ্টেম্বর বিকেলে তাঁর ভাই, অষ্টম শ্রেণির ছাত্র খোস্তার হোসেনকে বিনা কারণে মারধর করেন প্রধান শিক্ষক চন্দন রায় এবং অন্য দুই শিক্ষক জে কে সিংহ ও বিষ্ণু যাদব। পরে তাঁর ভাইকে দিয়ে জোর করে লিখিয়ে নেওয়া হয়, সে কিছু ভুল করেছে। আখতারের দাবি, খোস্তার এখন চিকিৎসাধীন। প্রধান শিক্ষক চন্দন রায়ের অবশ্য দাবি, শারীরিক অনুশীলনের ক্লাস চলাকালীন খোস্তার ভুল করায় তাকে বকা হয়। কিন্তু কেউ মারধর করেননি। পুলিশ জানায়, তদন্ত শুরু হয়েছে।

তৃণমূল কর্মী খুনে দুষ্কৃতীরা অধরাই
তৃণমূল কর্মী খুনের ঘটনার পরে এক দিন কেটে গেলেও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। শুক্রবার গভীর রাতে রানিগঞ্জের নিমচা গ্রামে তৃণমূল কর্মী উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়কে বাড়ি থেকে ডেকে গুলি করে খুন করে দুষ্কৃতীরা। স্থানীয় তৃণমূল নেতা জয়দেব কর্মকারের দাবি, “জামুড়িয়া বীজপুর শিক্ষা নিকেতনের পরিচালন সমিতির সদস্য উজ্জ্বলবাবু মৃত্যুর কয়েক দিন আগে সমিতির বৈঠকে অন্য সদস্য ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরব হয়েছিলেন। এ কথা তৃণমূলের তরফে পুলিশকে জানানোও হয়েছে। কিন্তু পুলিশ দুই শিক্ষককে আটক করে ছেড়ে দেয়। এই ঘটনায় আর কোনও পদক্ষেপ করেনি।” পুলিশ অবশ্য জানায়, ঘটনার তদন্ত চলছে।

নদীতে প্রৌঢ়ের দেহ
বাড়ি থেকে নিখোঁজ হওয়ার দু’দিন পরে এক প্রৌঢ়ের মৃতদেহ মিলল অন্ডালে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম ধনেশ্বর সাধু (৫৪)। তিনি অন্ডালের লছিপুর কোলিয়ারিতে কাজ করতেন। তাঁর ছেলে উজ্জ্বল সাধু জানান, ১৪ সেপ্টেম্বর তাঁর বাবা বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেননি। রবিবার সকালে ধনেশ্বরবাবুর মৃতদেহ সিঙ্গারন নদীতে ভাসতে দেখেন আশপাশের বাসিন্দারা। দেহ উদ্ধার করে ময়না-তদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠায় পুলিশ। পুলিশের কাছে মৃত্যুর কারণ তদন্ত করে দেখার আবেদন জানান মৃতের পরিজনেরা।

খুনের অভিযোগে ধৃত পূর্বস্থলীতে
পূর্ণ ঘোষ নামে এক ব্যক্তির খুনের ঘটনায় ভণ্ডুল ঘোষ নামে এক ব্যক্তিকে রবিবার গ্রেফতার করল পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, চলতি বছরের ২৫ মার্চ পূর্বস্থলী ২ ব্লকের ঘোষপাড়া এলাকার বাসিন্দা পূর্ণবাবুকে বোমা ছুড়ে খুন করে দুষ্কৃতীরা। বাড়ি ফেরার পথে ওই ব্লকেরই লক্ষ্মীপুর প্রাথমিক বিদ্যালয়ের সামনে খুন হন তিনি। ঘটনায় ১৭ জনের নামে পূর্বস্থলী থানায় অভিযোগ দায়ের করা হয়। ভণ্ডুল পলাতক ছিলেন। মোবাইলের টাওয়ারের সূত্র ধরে পূর্বস্থলী থেকেই তাকে গ্রেফতার করে পুলিশ।

তালা ভেঙে চুরি
একটি বাড়িতে চুরির ঘটনা ঘটল শনিবার রাতে। দুর্গাপুরের ডিসিএল মোড়ের ঘোষপাড়ায় ওই বাড়িতে সেই সময়ে কেউ ছিলেন না বলে জানিয়েছেন গৃহকর্তা দিবাকর মণ্ডল। কোকওভেন থানার পুলিশকে তিনি জানান, ওই সময়ে কাজে গিয়েছইলেন তিনি। তাঁর স্ত্রীও এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন। সেই সুযোগে তালা ভেঙে দুষ্কৃতীরা নগদ টাকা ও গয়না নিয়ে পালায়। রাতেই তদন্তে যায় পুলিশ। দ্রুত দুষ্কৃতীদের গ্রেফতারের আশ্বাস দেওয়া হয়েছে।

প্রতিবন্ধী সম্মেলন
রাজ্য প্রতিবন্ধী সংগঠনের জেলা সম্মেলন আয়োজিত হল বুদবুদে। মদন ঘোষকে সভাপতি এবং মদন কর্মকারকে সম্পাদক মনোনীত করে ৫১ জনের কমিটি গঠন হয়। কৃষ্ণচন্দ্র হালদারের মৃত্যু হওয়ায় সভাপতি পদটি খালি ছিল। কার্যকরী সভাপতির পদ থেকে সরানো হয়েছে আসানসোলের সিপিএম নেতা অশোক সামন্তকে।

খনির চাল ধসে মৃত্যু
খনির চাল ধসে মৃত্যু হল এক কর্মীর। রবিবার সকালে ঝাঁঝড়া ১ ও ২ ইনক্লাইনের ঘটনা। পুলিশ জানায়, মৃতের নাম রামচন্দ্র মুণ্ডা (৪৭)। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় তাঁর। আইএনটিটিইউসি নেতা উত্তম মুখোপাধ্যায় জানান, খনি কর্তৃপক্ষের কাছে মৃতের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণের দাবি জানানো হয়েছে।

দুর্ঘটনায় মৃত্যু
খড় বোঝাই লরিকে ধাক্কা মারায় মৃত্যু হল পিক-আপ ভ্যানচালকের। রবিবার ২ নম্বর জাতীয় সড়কে জামুড়িয়ার বেনালি মোড়ের ঘটনা। পুলিশ জানায়, মৃতের নাম দিলীপ সাউ (৪৬)। বাড়ি ধানবাদে।

কেথায় কী

বুদবুদ
বিনয় মজুমদারের জন্মদিন পালন। মানকর কৃষ্ণগঙ্গার পূর্বপাড়। সকাল ১০টা।
উদ্যোগ: সারা বাংলা রাইটার্স গিল্ড।

জামুড়িয়া
ফুটবল প্রতিযোগিতা। রাজারামডাঙা মাঠ। বিকাল ৪টা।

চিত্তরঞ্জন
ফুটবল। ফতেপুর মাঠ ও এইচসিএল মাঠ। বিকাল ৪টা।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.