খেলার টুকরো খবর |
|
ফুটবলে হারল জাতীয় সঙ্ঘ
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
সুপার লিগ ফুটবলে সাই ট্রেনিং কেন্দ্র ২ গোলে হারাল জাতীয় সঙ্ঘকে। সাইয়ের হয়ে দু’টি গোলই করেন ধনঞ্জয় মালিক। প্রথম ডিভিশন ফুটবলে তরুণ স্পোর্টিং ক্লাব ৪ গোলে হারায় ন্যাশান্যাল স্পোর্টিং ক্লাবকে। হ্যাট্রিক করেন অশোক সাঁই। অপর গোলদাতা অর্ঘ্য ঘোষ। স্পন্দন মাঠে দ্বিতীয় ডিভিশন ফুটবলে দিলীপ স্মৃতি সঙ্ঘ ২-০ গোলে হারায় উদয় সঙ্ঘকে। গোল করেন প্রভাত নন্দী ও ইন্দ্রজিৎ সরেন। এর আগে এই লিগে পারবীরহাটা নেতাজি সঙ্ঘ ৩-১ গোলে হারায় বর্ধমান ফিজিক্যাল কালচারাল সেন্টারকে। নেতাজির পক্ষে মহেশ প্রতাপ শর্মা দু’টি, বিশ্বজিৎ কর্মকার একটি গোল করেছেন। ফিজিক্যাল কালচারাল সেন্টারের হয়ে ব্যবধান কমান সোমনাথ মুর্মু।
|
আন্তঃমহকুমা যোগাসন
নিজস্ব সংবাদদাতা • কালনা |
|
—নিজস্ব চিত্র। |
জেলা আন্তঃমহকুমা বিদ্যালয় যোগাসন ও জিমন্যাস্টিক প্রতিযোগিতার আয়োজন করা হল কালনা ২ ব্লকের আনুখাল উচ্চ বিদ্যালয়ে। শনিবার মোট ৮৯ জন প্রতিনিধি তাতে যোগ দেয়। তার মধ্যে কালনার ৩২, কাটোয়ার ১৭, বর্ধমানের ১৪ ও আসানসোলের ২৬ জন প্রতিনিধি ছিল। সংগঠকদের তরফে জানানো হয়েছে, প্রতি বিভাগ থেকে ৫ জন করে প্রতিনিধি রাজ্য স্তরে যোগ দেবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালনা ২ ব্লকের বিডিও গৌরাঙ্গ ঘোষ, কালনার বিধায়ক বিশ্বজিৎ কুণ্ডু প্রমুখ।
|
আন্তঃগ্রাম ফুটবল
নিজস্ব সংবাদদাতা • বারাবনি |
পানুড়িয়া, জামগ্রাম ও ইটাপাড়া পঞ্চায়েত আয়োজিত আন্তঃগ্রাম লিগ কাম নকআউট ফুটবল প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হল পানুড়িয়া বিবেকানন্দ সঙ্ঘ। রবিবার গৌরাণ্ডি স্কুল মাঠে সত্তা আদিবাসী ক্লাবকে তারা ২-১ গোলে হারায়। ফাইনালের সেরা বিজয়ী দলের চুনুলাল সোরেন। পুরস্কার বিতরণ করেন বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায়। বারাবনি পঞ্চায়েত সমিতির সভাপতি উত্তম চক্রবর্তী। খেলা পরিচালনা করেন বিশ্বনাথ দাস, বাবুজন হাঁসদা এবং বারিন কাজী।
|
চ্যাম্পিয়ন মহাবীর
নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ |
উদীয়মান আদিবাসী ক্লাব আয়োজিত ফুটবলে চ্যাম্পিয়ন হল মহাবীর। রানিগঞ্জের কুনস্তরিয়া মাঠে তারা তপসী নবরঙ্গকে ২ গোলে হারায়। ফাইনাল এবং প্রতিযোগিতার সেরা জীতেন হাঁড়ি ও তরুণ বাউড়ি।
|
চ্যাম্পিয়ন বীরভানপুর
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
অআকখ ক্লাব আয়োজিত অমূল্যরতন বন্দ্যোপাধ্যায়, কাঞ্চন বসু ও পাপ্পু রানা স্মৃতি ফুটবলে চ্যাম্পিয়ন হল বীরভানপুর বিধান স্পোর্টিং ক্লাব। তারা অআকখ মাঠে টাইব্রেকারে আমরা ক’জন বয়েজ ক্লাবকে ৫-৪ গোলে হারায়। প্রতিযোগিতার সেরা এবং সর্বোচ্চ গোলদাতা আমরা ক’জনের প্রসেনজিৎ মণ্ডল ও সুমন পতি।
|
চ্যাম্পিয়ন উদয় সঙ্ঘ
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
|
—নিজস্ব চিত্র। |
গ্যামন ব্রিজ ফ্রেন্ডস ক্লাব আয়োজিত অশোক ঘোষ, চাঁপাপ্রভা দত্ত ও ক্ষিতীশ সরকার স্মৃতি ফুটবলে চ্যাম্পিয়ন হল শ্যামপুর উদয় সঙ্ঘ। গ্যামন ব্রিজ মাঠে তারা টাইব্রেকারে ৬-৫ গোলে আয়োজক সংস্থাকে হারায়। নির্ধারিত সময়ে ফল ছিল ১-১। ফেয়ার প্লে ট্রফি পায় নবারুণ এসি। ম্যাচের সেরা গ্যামন ব্রিজের বিপ্লব নস্কর। সেরা কোচ তানসেন এসির স্বপন সরকার।
|
হার খুদিকার
নিজস্ব সংবাদদাতা • চিত্তরঞ্জন |
চিত্তরঞ্জন জোনাল স্পোর্টস আয়োজিত চিত্তরঞ্জন ফুটবল লিগের রবিবারের ওভাল মাঠের খেলা অমীমাংসিত ভাবে শেষ হল। দেশবন্ধু ক্লাব এবং অরবিন্দ এফএ একটি করে গোল দেয়। খেলার সেরা দেশবন্ধুর সনু কুমার। প্রতিযোগিতার এইচসিএল মাঠের খেলায় বিজয়ী হল ক্রিসেন্ট ক্লাব। তারা খুদিকা স্পোর্টিংকে ৪ গোলে হারায়। এই খেলায় সেরা সুরজ কুমার।
|
চ্যাম্পিয়ন বার্নপুর
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
গোপালপুর ইউসি আয়োজিত ফুটবলে চ্যাম্পিয়ন হল বার্নপুর ভারতী সঙ্ঘ। গোপালপুর মাঠের খেলায় তারা বড়থল আদিবাসী নেতাজী সঙ্ঘকে ৩-১ গোলে হারায়। খেলা এবং প্রতিযোগিতার সেরা বিজয়ী দলের অজিত কেউরা এবং ওমর ওরাং।
|
ফাইনালে বর্ধমান
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
আন্তঃমহকুমা অনূর্ধ্ব ১৯ ফাইনালে উঠল বর্ধমান সদর। স্পন্দন মাঠের সেমিফাইনালে তারা কালনাকে ২ গোলে হারিয়েছে। রাধারানি স্টেডিয়ামে মঙ্গলবার বর্ধমান আর কাটোয়ার মধ্যে হবে খেতাব জেতার লড়াই।
|
জয়ী বিবেকানন্দ
নিজস্ব সংবাদদাতা • হিরাপুর |
আসানসোল মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত প্রথম ডিভিশন ফুটবলে জিতল বিবেকানন্দ এসএ। হিরাপুর এমসিটিআই মাঠে তারা এনইউসিসিসিকে ১-০ গোলে হারায়।
|
স্মৃতি ফুটবল
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
তৃণমূল কংগ্রেস আসানসোল ৩২ নম্বর ওয়ার্ড আয়োজিত পঞ্চানন ও মেনকা মণ্ডল স্মৃতি ফুটবলের রবিবারজিতল সেন র্যালে অ্যাকাডেমি। কাল্লা হরিপদ স্কুল মাঠে তারা দুর্গাপুর পুরষা ইউসিকে টাইব্রেকারে ৩-২ গোলে হারায়।
|
স্মৃতি ফুটবল
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
মর্ডান বয়েজ ক্লাব আয়োজিত চন্দন দে ও কনক দেবী স্মৃতি ফুটবল রবিবার জিতল আমরা ক’জন বয়েজ ক্লাব। ক্লাবের মাঠে তারা ৩-১ গোলে পলাশডিহা আদিবাসী এসসিকে হারায়। ২টি গোল করেন সুমন পতি এবং ১টি গোল করেন রাজেশ বাউড়ি। পলাশডিহার হয়ে গোল করেন মিলন সোরেন।
|
হার কুমারডিহির
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
শ্যামাপদ রায়চৌধুরী ও মনতোষ পাল স্মৃতি ফুটবলে চ্যাম্পিয়ন হল নতুনডাঙা। ক্লাবের মাঠে তারা ১ গোলে কুমারডিহিকে হারায়। পুরস্কার দেন প্রাক্তন ফুটবলার প্রশান্ত বন্দ্যোপাধ্যায়।
|
জিতল চণ্ডীপুর
নিজস্ব সংবাদদাতা • জামুড়িয়া |
জামুড়িয়া পুলিশ আয়োজিত ফুটবলের প্রথম দিন রবিবারের খেলায় জিতল চণ্ডীপুর। ইকড়া ফুটবল মাঠে তারা মহিষাপুরী জনকল্যাণ সমিতিকে টাইব্রেকারে ২-১ গোলে হারায়। |
|