কাঠগড়ায় নেতৃত্ব, ফব রাজ্য কমিটিতেও কোন্দল তুঙ্গে
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
রাজ্য কমিটির বৈঠকে দাঁড়িয়েই ‘সম্মান’ রক্ষার্থে দলের সমস্ত পদ থেকে সরে যাওয়ার কথা ঘোষণা করে দিলেন হুগলি জেলার এক প্রবীণ নেতা। রাজ্যের প্রাক্তন এক মন্ত্রীর বিরুদ্ধে আক্রমণ ঠেকাতে উত্তর ২৪ পরগনার এক বর্ষীয়ান নেতাকে বক্তব্যের মাঝে নিরস্ত করতে হল প্রবীণ রাজ্য সম্পাদক অশোক ঘোষকে। তৃণমূলের নেতৃত্বাধীন রাজ্য সরকারের বিরুদ্ধে মানুষের ক্ষোভ যখন বাড়ছে, সেই সময়ে রাজ্য নেতৃত্বের মদতেই ‘উপদলীয় কোন্দল’ চলছে বলে সরব হলেন একাধিক জেলার প্রতিনিধি। অর্থাৎ ফরওয়ার্ড ব্লকের রাজ্য কমিটির বৈঠক প্রথম দিন উত্তপ্ত হয়ে উঠল অভ্যন্তরীণ বিবাদেই। দলের মধ্যে বিরোধ জিইয়ে রাখার জন্য রাজ্য নেত্ৃত্বের দিকেই আঙুল তুলেছেন পূর্ব মেদিনীপুর, হাওড়া, দক্ষিণ দিনাজপুরের মতো জেলার ফ ব নেতারা। তাঁদের অভিযোগ, রাজ্য নেতৃত্বের বিভিন্ন অংশই বিভিন্ন গোষ্ঠীকে জেলায় মদত দিচ্ছেন। উত্তর দিনাজপুরের এক যুব নেতা তথা বিধায়ক বলেছেন, দলের আন্দোলন-হীনতার জন্যই ‘অলস মস্তিষ্কে’ শুধু নিজেদের মধ্যে কাজিয়া চলছে! তাঁর প্রস্তাব, রাজ্য সরকারের বিরুদ্ধে অবিলম্বে পথে নামার কর্মসূচি নিয়ে কর্মীদের ‘চাঙ্গা’ করা হোক। মুর্শিদাবাদ, হাওড়ার মতো কিছু জেলার নেতারা রাজ্য নেতৃত্বকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছেন দলীয় কোন্দলের খবর সংবাদমাধ্যমে ‘ফাঁস’ করার জন্য! কেবল নিজেদের মধ্যে বিবাদ বাধিয়ে ‘খবরে আসা’র জন্য উত্তর ২৪ পরগনা জেলা কমিটির সমালোচনায় এ দিন একাধিক রাজ্য কমিটির সদস্য সরব হন বলে ফ ব সূত্রের খবর।
|
কন্ট্র্যাক্ট ক্যারেজ বাসমালিকদের ধর্মঘটে আজ, বুধবার পথে নামবে না প্রায় সওয়া তিন হাজার বাস। সমস্যা হবে স্কুলছাত্র ও তথ্যপ্রযুক্তি কর্মীদের। বেসরকারি ও স্কুলের নিজস্ব বাস চলবে।
|
মঙ্গলবার চালসা স্টেশন থেকে দিনহাটা মহকুমার বাসিন্দা এক মহিলাকে উদ্ধার করেন স্বেচ্ছাসেবীরা। কাজ দেওয়ার নামে তাঁকে কলকাতায় পাচার করা হচ্ছিল বলে অভিযোগ। |