খেলার টুকরো খবর |
|
চ্যাম্পিয়ন ফুলচাঁদ |
|
ছবিটি তুলেছেন সুজিত মাহাতো। |
স্বামী বিবেকানন্দের জন্ম সার্ধশতবর্ষ উপলক্ষে পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ আয়োজিত আন্তঃ বিদ্যালয় ফুটবলে চ্যাম্পিয়ন হল বলরামপুরের ফুলচাঁদ উচ্চ বিদ্যালয়। গত রবিবার বিদ্যাপীঠের মাঠে ফাইনালে তারা আড়শা উচ্চ বিদ্যালয়কে ২-১ গোলে পরাজিত করে। ফুলচাঁদের পক্ষে দুটি গোল করেন ঈশ্বর কিস্কু ও অনুপম টুডু । আড়শার পক্ষে একমাত্র গোল জগত সিংহ ঘাটোয়ালের। বিদ্যাপীঠের ক্রীড়া প্রশিক্ষক অশোক ঘোষাল জানিয়েছেন, প্রতিযোগিতার সেরা খেলোয়াড় হয়েছেন আড়শা উচ্চ বিদ্যালয়ের ভবতারণ কুমার, সেরা গোলরক্ষক মানভূম ভিক্টোরিয়া ইনস্টিটিটউশনের সুরেশ মণ্ডল, সবোর্চ্চ গোলদাতা আড়শার হরপ্রসাদ মাঝি। ফাইনালের সেরা খেলোয়াড় ফুলচাঁদের ঈশ্বর কিস্কুকেও পুরস্কৃত করা হয়েছে। ফাইনালে উপস্থিত ছিলেন প্রাক্তন খেলোয়াড় প্রসূন বন্দ্যোপাধ্যায়, প্রশান্ত বন্দ্যোপাধ্যায় ও বিদ্যাপীঠের অধ্যক্ষ আত্মপ্রভানন্দ। প্রতিযোগিতায় ১৬টি দল যোগ দিয়েছিল।
|
আন্তঃক্লাব ফুটবল |
|
হৃদয় হাজরা স্মৃতি ফুটবল বোলপুরে। |
বোলপুর মহকুমা ক্রীড়া সংস্থা পরিচালিত মহকুমা আন্তঃক্লাব ফুটবল প্রতিযোগিতায় দ্বিতীয় বিভাগের প্রথম সেমিফাইনালে বেজরা ইয়ং ক্লাবকে ৩-১ গোলে হারিয়ে ফাইনালে উঠল সিমায়েত রিক্রিয়েশন ক্লাব। ১০ সেপ্টেম্বর সংশ্লিষ্ট মহকুমা ক্রীড়া সংস্থার মাঠে ওই খেলা হয়। আগামী ১৯ সেপ্টেম্বর ওই মাঠে দ্বিতীয় সেমিফাইনাল খেলা হবে। তাতে শান্তিনিকেতন আদিবাসী কল্যাণ সমিতি মুখোমুখি হবে ভূবনডাঙা বয়েজ অ্যান্ড ইয়ুথ ক্লাবের। ওই খেলায় বিজয়ী দলের সঙ্গে আগামী ২৪ সেপ্টেম্বর ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করবে সিমায়েত। মোট ১৩টি ক্লাব যোগ দিয়েছে।
|
সত্যানন্দ শিল্ড |
|
দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের পরিচালনায় গত ৬ সেপ্টেম্বর থেকে স্থানীয় সারদা ফুটবল মাঠে শুরু হয়েছে ৮ দলীয় ৫১তম সত্যানন্দ শিল্ড ফুটবল প্রতিযোগিতা। উদ্বোধনী খেলায় বর্ধমানের খাঁন্দরা ফুটবল একাদশকে টাইব্রেকারে ৫-৬ গোলে হারায় দুর্গাপুর ওয়াই ডি ওয়াই এস। ৭ সেপ্টেম্বর বারাসত ইউনাইটেড ফুটবল একাদশকে ৫-১ গোলে হারায় বর্ধমানের মহাল ফুটবল অ্যাকাডেমি। ৮ সেপ্টেম্বর প্রথম সেমিফাইনালে দুর্গাপুর ওয়াই ডি ওয়াই এস’কে ২-১ গোলে হারিয়ে ফাইনালে ওঠে মহাল। অন্য দিকে, আগামী ১৪ সেপ্টেম্বর দ্বিতীয় পর্বের খেলায় পুরুলিয়ার আনাড়া ফুটবল অ্যাকাডেমির মুখোমুখি হচ্ছে আসানসোল রেল। পরের দিনের খেলায় কলকাতার গারুলিয়া অ্যাথলেটিক ক্লাবের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় নামছে বর্ধমানের মেমারি ফুটবল অ্যাকাডেমি। খেলার উদ্বোধন করেন আশ্রমের সভাপতি স্বামী গৌরানন্দ। উপস্থিত ছিলেন দুবরাজপুরের পুরপ্রধান পীযূষ পাণ্ডে। আশ্রমের শীর্ষ সেবক সত্যশিবানন্দ জানান, উইনার্স ও রানার্স দলকে ট্রফি-সহ যথাক্রমে ১৫ হাজার ও ১০ হাজার টাকা দেওয়া হবে। ম্যান অফ দ্য সিরিজ, ম্যান অফ দ্য ম্যাচ এবং ফাইনালে সর্বোচ্চ গোলদাকেও ট্রফি-সহ যথাক্রমে ৫ হাজার, ৩ হাজার, ১ হাজার টাকা দেওয়া হবে।
|
স্মৃতি ফুটবল |
নানুরের খুজুটিপাড়া সরস্বতী ক্লাবের পরিচালনায় স্থানীয় কমলদিঘি ফুটবল ময়দানে ১৬ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে ৮ দলীয় দীননাথ স্মৃতি ফুটবল প্রতিযোগিতা। উদ্বোধনী খেলায় মুখোমুখি হচ্ছে বর্ধমানের বি বি স্পোটিং ক্লাব ও বোলপুর সুরজিৎ মৃতি সঙ্ঘ। অন্য দলগুলি হল হুগলি পাওয়ার হাউস স্পোটিং ক্লাব, দুর্গাপুর সিদো কানহু লোকসংস্কৃতিকেন্দ্র, পারুলডাঙা পল্লিউন্নয়ন সমিতি, নুরপুর আমবাগাম পল্লিউন্নয়ন সমিতি, দেবেন্দ্রগঞ্জ ইয়ুথ অ্যান্ড বয়েজ ক্লাব এবং আয়োজক সংস্থা। আগামী ৪ নভেম্বর প্রতিযোগিতার ফাইনাল।
|
মহিলা ফুটবল |
জেলা পুলিশের উদ্যোগে গত রবিবার বলরামপুর ডাকবাংলো ময়দানে আয়োজিত এক দিনের মহিলা ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল চাকুলিয়া মহিলা ফুটবল দল। ফাইনালে তারা নন্দুডি-গিটিংলহর ফুটবল দলকে পরাজিত করে। উত্তেজণাপূর্ণ ফাইনালে সাডেন ডেথে খেলার নিস্পত্তি হয়। বলরামপুর থানা এলাকার মোট ১৪টি দল এই প্রতিযোগিতায় যোগ দিয়েছিল। প্রতিযোগিতার আয়োজন করেছিল বলরামপুর থানা।
|
প্রীতি ফুটবল |
গত ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবস উপলক্ষে পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ মাঠে অজুর্ন একাদশ ও দ্রোণাচার্য একাদশের প্রীতি ফুটবল ম্যাচে জয়ী হল অজুর্ন একাদশ। তারা টাইব্রেকারে ২-১ গোলে জয়লাভ করে। বিদ্যাপীঠ সূত্রে জানানো হয়েছে, জয়ীদলকে বিদ্যাপীঠের প্রাক্তন ক্রীড়া শিক্ষক প্রয়াত সুশীল ঘোষ ও নায়েব বীরসিংহ (সর্দারজি) স্মৃতি ট্রফি দেওয়া হয়েছে। বিদ্যাপীঠের ছাত্র ও শিক্ষকেরাই দু’টি দলে ভাগ হয়ে খেলায় যোগ দিয়েছিলেন।
|
ক্রীড়া প্রতিযোগিতা |
বরাবাজার এটিএম গ্রাউন্ডে চার দিনের ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে। সোমবার থেকে শুরু হওয়া প্রতিযোগিতা চলবে বৃহস্পতিবার পর্যন্ত। পঞ্চায়েত যুব ক্রীড়া অউর খেল অভিযান প্রকল্পের (পাইকা) উদ্যোগে সোমবার পুরুষদের ফুটবল প্রতিযোগিতা হয়েছে। মঙ্গলবার মহিলাদের ১৫টি দলের প্রতিযোগিতা হয়। আজ, বুধবার পুরুষ ও মহিলাদের দলগত ভাবে ভলিবল ও হ্যান্ডবল প্রতিযোগিতা হবে। বৃহস্পতিবার রয়েছে অ্যাথলেটিকস।
|
ফুটবল লিগ |
বিষ্ণুপুর মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত ফার্স্ট ডিভিশন ফুটবল লিগের খেলা গত বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে চূড়ামণিপুর মাঠে। সংস্থার ফুটবল সম্পাদক চঞ্চল বসু জানান, ফুটবল লিগে এ বার ১৪টি দল যোগ দিয়েছে। সোমবার বিকেলের খেলায় রাজগ্রাম ৩-১ গোলে হারায় বিষ্ণুপুর রসিকগঞ্জ রকেট ক্লাবকে। লিগের ৪৩টি ম্যাচের এ পর্যন্ত ১২টি খেলা হয়েছে।
|
বাঁকুড়ায় যোগাসন |
|
বাঁকুড়ায় তোলা নিজস্ব ছবি। |
সম্প্রতি হয়ে গেল বাঁকুড়া জেলা যোগাসন অ্যাসোসিয়েশনের ৩০ তম বাঁকুড়া জেলা যোগাসন প্রতিযোগিতা। বাঁকুড়া বঙ্গবিদ্যালয়ে ওই প্রতিযোগিতার আয়োজন করা হয়। উদ্যোক্তা সংগঠনের সম্পাদক রবিন মণ্ডল জানিয়েছেন, বিভিন্ন বয়সের প্রায় ১৩০ জন প্রতিযোগী ওই প্রতিযোগিতায় যোগ দিয়েছিলেন।
|
• সিউড়ি সদর মহকুমা ক্রীড়া সংস্থা পরিচালিত আন্তঃক্লাব ফুটবল প্রতিযোগিতায় ৪ সেপ্টেম্বর কেঁন্দুয়া স্বামীজি স্মৃতি সঙ্ঘ বনাম সিউড়ি ফুটবল কোচিং সেন্টারের খেলাটি ১-১ গোলে ড্র হয়। ৫ সেপ্টেম্বর আমোদপুর স্পোর্টস কমপ্লেক্সকে ২-০ গোলে হারায় আমোদপুর প্লেয়ার্স অ্যাসোসিয়েশন। সিউড়ি প্লেয়ার্স কর্নার বনাম সাঁইথিয়া স্পোর্টস অ্যাসোসিয়েশনের ৭ সেপ্টেম্বরের খেলাটি গোলশূন্য অবস্থায় শেষ হয়। ৮ সেপ্টেম্বর সিউড়ি রবীন্দ্রপল্লি সেবা সৎকার সমিতি ৩-২ গোলে হারায় নগরী সবুজ দলকে। ৯ সেপ্টেম্বর সিউড়ি ফাল্গুনী ক্লাবকে ২-০ গোলে হারায় সিউড়ির সবুজ সঙ্ঘ। মঙ্গলবার আমোদপুর স্পোর্টস কমপ্লেক্সসের মুখোমুখি হয় মাজিগ্রাম ফুটবল ক্লাব। মাজিগ্রাম ১-০ গোলে জয়ী হয়। গত ২৬ অগস্ট সিউড়ি জেলা ক্রীড়া সংস্থার মাঠে ১৪ দলীয় প্রতিযোগিতা শুরু হয়।
|
|
• রামপুরহাট মহকুমা আন্তঃক্লাব ফুটবল প্রতিযোগিতায় ৫ সেপ্টেম্বর প্রথম বিভাগের খেলায় আয়াষ নেতাজি বয়েজ ক্লাবের মুখোমুখি হয় রামপুরহাট জুনিয়র ফুটবল কোচিং সেন্টার। খেলাটি ১-১ গোলে ড্র হয়। ৬ সেপ্টেম্বর দ্বিতীয় বিভাগের খেলায় রামপুরহাট নেতাজি বয়েজ ক্লাব ৩-০ গোলে ঘুসকিরা বান্ধব সমিতিকে হারায়। দ্বিতীয় বিভাগের অন্য খেলায় ৮ সেপ্টেম্বর খরুণ উদ্বোধনী মিলনী ১-০ গোলে হারায় রামপুরহাট আনন্দময়ী সঙ্ঘকে। ১০ সেপ্টেম্বর কাষ্ঠগড়া স্পোর্টস অ্যান্ড কালচার অ্যাসোসিয়েশন দ্বিতীয় বিভাগের খেলায় ঘুসকিরা বান্ধব সমিতিকে ১-০ গোলে হারায়। মঙ্গলবার প্রথম বিভাগের খেলায় মুখোমুখি হয় মাড়গ্রাম সোনালি স্পোটিং ক্লাব ও আয়াস নেতাজি বয়েজ ক্লাব। মাড়গ্রাম ১-০ গোলে জয়ী হয়। গত ২২ অগস্ট থেকে রামপুরহাট মহকুমা ক্রীড়া সংস্থার মাঠে ওই প্রতিযোগিতা শুরু হয়।
|
• বোলপুর ভূবনডাঙা জয়ন্ত স্মৃতি সঙ্ঘ পরিচালিত এক দিনের হৃদয় হাজরা স্মৃতি ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল শ্যামবাটি মা আনন্দময়ী ক্লাব। ৯ সেপ্টেম্বর এসডিপিও বাংলো সংলগ্ন স্থানীয় পূর্বপল্লির মাঠে ওই প্রতিযোগিতা হয়। ১৬টি দল ছিল। ফাইনালে শান্তিনিকেতন ছবি ও দীপা স্মৃতি সঙ্ঘকে ১-০ গোলে হারায় আননন্দময়ী ক্লাব। উইনার্স ও রানার্স দলকে ৭৫০০ টাকা করে দেওয়া হয় বলে উদ্যোক্তারা জানিয়েছেন।
|
|
শৈলেনচন্দ্র দাস ও প্রফুল্ল সাহা স্মৃতি ফুটবল সাঁইথিয়ায়। |
• সাঁইথিয়া স্পোর্টস অ্যাসোসিয়েশন আয়োজিত শৈলেনচন্দ্র দাস ও প্রফুল্ল সাহা স্মৃতি ফুটবল প্রতিযোগিতায় মঙ্গলবার রামপুরহাট কোচিং সেন্টারকে ২-১ গোলে হারাল আমোদপুর প্লেয়ার্স অ্যাসোসিয়েশন। ৯ সেপ্টেম্বর সিউড়ি কোচিং সেন্টারকে ১-০ গোলে হারায় আয়োজক সংস্থা। ২৯ অগস্ট স্থানীয় কামদাকিঙ্কর স্টেডিয়ামে ওই প্রতিযোগিতা শুরু হয়। আগামী ২২ সেপ্টেম্বর ফাইনাল।
|
• অন্য দিকে, মঙ্গলবার বিদ্যাপীঠ মাঠে আন্তঃ বিদ্যালয় ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বলরামপুরের ফুলচাঁদ উচ্চ বিদ্যালয়ের সঙ্গে পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ একাদশের একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলাটি ১-১ গোলে অমীমাংসিত ভাবে শেষ হয়ছে।
• অন্য দিকে, বাঘমুণ্ডি থানা আয়োজিত মহিলা ফুটবল প্রতিযোগিতার ফাইনালে উঠেছে চিকনবাগান ও গাগি মহিলা ফুটবল দল। গত শুক্রবার ও শনিবার স্থানীয় ছাতাটাঁড় ফুটবল ময়দানে খেলাগুলি অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় মোট ১৮টি দল যোগ দিয়েছিল।
• এ দিকে, আড়শা থানার উদ্যোগে গত ৮-১০ সেপ্টেম্বর আড়শা স্কুল ময়দানে আয়োজিত মহিলা ফুটবল প্রতিযোগিতায় জয়ী হয়েছে নুনিয়া আদিবাসী সার্দি সেগেন ক্লাব। ফাইনালে তারা টাইব্রেকারে রাধানগর খেড়োয়াল জুমিদ গাঁওতাকে পরাজিত করে। প্রতিযোগিতায় মোট ৪৮টি দল যোগ দিয়েছিল। |
ছবি: বিশ্বজিৎ রায়চৌধুরী, সব্যসাচী ইসলাম ও নিজস্ব চিত্র। |
|