উত্তর ২৪ পরগনা: পর পর ডাকাতি, শ্লীলতাহানি, ধর্ষণ, খুন
প্রশাসনিক রদবদলে আশা দেখছেন আতঙ্কিত মানুষ
০১১ সালের ১৪ ফেব্রুয়ারি বারসাতে দিদির সম্মান বাঁচাতে গিয়ে খুন হয়েছিলেন মাধ্যমিক পরীক্ষার্থী রাজীব দাস। রাজ্য তোলপাড় হয়েছিল। নাগরিক সমাজের গণ-প্রতিবাদে নড়েচড়ে বসেছিল প্রশাসন। কিন্তু শুধু আশ্বাসে নিরাপত্তা সুনিশ্চিত হয় না। তাই দিন কয়েক আগে বারাসতের কদম্বগাছিতে দুই মহিলার শ্লীলতাহানি রুখতে গিয়ে দুষ্কৃতীদের হাতে প্রাণ হারালেন চিকিৎসক বিকাশবন্ধু মল্লিক। এখানেই শেষ নয়। অগস্ট মাসে বামনগাছিতে গণধর্ষিতা হন পানশালার এক গায়িকা। তার আগে জুলাই মাসে মদ্যপ যুবকদের হাত থেকে মেয়েকে বাঁচাতে গিয়ে প্রহৃত হয়েছিলেন বাবা। শুধু শ্লীলতাহানি আর ধর্ষণই নয়, গত কয়েক মাসে বেশ কিছু ডাকাতির ঘটনাও ঘটেছে। জানুয়ারি মাসে একটির সর্ষের তেলের গুদাম ভেঙে চুরি হয়েছিল লোহার সিন্দুক সহ ৭ লক্ষ টাকা। ওই ঘটনায় এখনও কেউ ধরা পড়েনি। এছাড়া তোলাবাজি ও বোমাবাজির ঘটনা তো আছেই।
শুধু জেলা সদর বারসাতই নয়, বনগাঁ ও বসিরহাট মহকুমাতেও ঘটে গিয়েছে একের পর এক অপরাধ। বনগাঁ শহরে বেড়ে গিয়েছে কেপমারদের দাপট। রামনগর রোডের কাছে একটি ব্যাঙ্ক থেকে টাকা তুলে ফেরার সময় কেপমারদের খপ্পরে পড়েছেন অনেকে। চাঁদাবাজার এলাকার বাসিন্দা রণজিত দাসের ১ লক্ষ টাকা এভাবেই খোয়া গিয়েছে। মে মাসে বঁনগা শহরের বাটার মোড়ে একটি একটি সোনার দোকানে ভর সন্ধ্যায় কয়েক লক্ষ টাকার ডাকাতি হয়। ওই ঘটনায় দুষ্কৃতীদের ছোড়া বোমায় ৯ জন পথচারি জখম হয়েছিলেন। ওই ঘটনায় এখনও অবধি ২ জন গ্রেফতার হলেও লুঠ হওয়া জিনিস এখনও উদ্ধার হয়নি। দিন কয়েক আগে পাইকপাড়া বাজারেও চুরির ঘটনা ঘটেছে। বঙ্গীয় স্বর্ণ ব্যবসায়ী সমিতির বনগাঁ শাখার সহ-সম্পাদক দিলীপ মজুমদার বলেন, “মহকুমার প্রতিটি স্বর্ণ ব্যাবসায়ী আতঙ্কিত। তবে আমরা এই মুহূর্তে আন্দোলনের পথে যাব না। পুলিশের কাছে অনুরোধ বাটার মোড়ের ডাকাতির কিনারা করুন।” সাম্প্রতিককালে দুষ্কৃতীদের দৌরাত্ম্যে সাধারণ মানুষ এতটাই আতঙ্কিত যে নাম প্রকাশে অনিচ্ছুক বারাসাতের এক বাসিন্দা বলেন, “এখন তো রাস্তায় বেরোতেই ভয় লাগছে।”
‘আতঙ্কিত’ পরিসংখ্যান
১২ জানুয়ারি হাবরায় সর্ষের তেলের গুদামের তালা ভেঙে সিন্দুক সহ ৭ লক্ষ টাকা লুঠ। কেউ গ্রেফতার হয়নি।
২৭ ফেব্রুয়ারি তোলা না দেওয়ায় মাধ্যমিক পরীক্ষার্থীকে খুনের চেষ্টা।
৯ মার্চ অশোকনগর স্টেট জেনারেল হাসপাতাল চত্বরে বোমাবাজি।
৬ মে গাইঘাটার মন্ডলপাড়ায় কাটা গাছের ডাল অটোর উপরে পড়ায় ৪ জনের মৃত্যু।
২৫ মে বনগাঁয় বাটার মোড়ে সোনার দোকানে ডাকাতি। বোমায় জখম পথচারি। গ্রেফতার ২। মালপত্র উদ্ধার হয়নি।
৩ জুলাই রামনগর রোডের কাছে কেপমারদের দাপট। জনৈক বাসিন্দার ১ লক্ষ টাকা লুঠ। কেউ গ্রেফতার হয়নি।
৫ জুলাই গোবরডাঙ্গা স্টেশনে দুষ্কৃতীদের গুলিতে নিহত সুটিয়া গণধর্ষণ কাণ্ডের সাক্ষী স্কুলশিক্ষক বরুণ বিশ্বাস।
১৭ জুলাই বসিরহাটের আরএনরোডে দুই দুষ্কৃতীদলের লড়াইয়ে গুলিবিদ্ধ পথচারী।
২০ জুলাই বসিরহাটের নৈহাটিতে গৌড়ীয় মঠের দরজা ভেঙে বিগ্রহের অলঙ্কার চুরি।
২৪ জুলাই শিশু ও বয়স্কদের মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে বাদুড়িয়ার তিনটি বাড়িতে ডাকাতি।
২৭ জুলাই স্টেশনে ছাত্রীকে কটূক্তি, বাধা দিয়ে প্রহৃত যুবক।
২১ অগস্ট বামনগাছিতে পানশালার গায়িকাকে গণধর্ষণ।
৩১ অগস্ট বাড়ি ফেরার পথে মেয়ের শ্লীলতাহানি, প্রহৃত মা।
৩ সেপ্টেবর বারাসতের কদম্বগাছিতে দুই মহিলার শ্লীলতাহানি রুখতে গিয়ে দুষ্কৃতীদের হাতে চিকিৎসকের মৃত্যু।
তথ্য সহায়তা: নির্মল বসু।
১৭ জুলাই বসিরহাট থানার কাছে আর এন রোডে দুই দুষ্কৃতী দলের লড়াইয়ের মাঝে পড়ে গুলিবিদ্ধ হন এক পথচারি। ওই ঘটনার কয়েক দিনের মধ্যেই বসিরহাট থানার নৈহাটিতে ইটিন্ডা রাস্তার পাশে একটি গৌড়ীয় মঠের দরজা ভেঙে চুরি হয়ে যায় বিগ্রহের অলঙ্কার। ২০ জুলাই বাদুড়িয়ার পুঁড়ো বাজারে একটি দোকানের শাটার ভেঙে ব্যাপক লুটপাট চালায় দুষ্কৃতীরা। জুলাই মাসেই শিশু ও বয়স্কদের মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে বাদুড়িয়া থানার উমাপতিপুর, হুগলি ও খাসপুর গ্রামের তিনটি বাড়িতে লুঠপাট চালানো হয়। চুরির হাত থেকে রেহাই পায়নি স্কুলও। বাদুড়িয়ার এলএমএস গালর্স হাইস্কুলে প্রধান শিক্ষিকার ঘরে তালা ভেঙে চুরির ঘটনা ঘটে। চুরি, ডাকাতি, ধর্ষণের পাশাপাশি সীমান্ত এলাকায় বেড়ে গিয়েছে গরু পাচার। বনগাঁ, বসিরহাট মহকুমার সীমান্ত এলাকা দিয়ে অবাধে চলছে গরু পাচার। ৪ অগস্ট গরু পাচারের সময় স্বরূপনগরের কৈজুড়ি গ্রামে পাচারের সময় গরুর পায়ে পিষ্ট হন সুমতি সরকার নামে এক বৃদ্ধা। ২৬ অগস্ট বসিরহাটের উত্তর বাগুন্ডি গ্রামে দুপুরে প্রকাশ্যে এক যুবককে খুনের ঘটনা ঘটে। ঘটনার মূল অভিযুক্তরা এখনও পলাতক।
শধু চুরি, ডাকাতি, ধর্ষণই নয়। বেড়েছে খুনের ঘটনাও। কিছুদিন আগেই গোবরডাঙা স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মের কাছে দুষ্কৃতীদের গুলিতে নিহত হন সুটিয়া গণধর্ষণ কাণ্ডের অন্যতম সাক্ষী স্কুলশিক্ষক বরুণ বিশ্বাস। ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে রাজ্য-রাজনীতি। ওই ঘটনায় এখনও পর্যন্ত ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর পর পেট্রাপোল বন্দরে খুন হন এক ব্যক্তি। অপরাধমূলক কাজকর্মের সঙ্গে সঙ্গে বাড়ছে বেআইনি ভাবে গাছ কাটার ঘটনা। যশোহর রোডের ধারে গাছ কাটার এমনই একটি ঘটনায় কাটা ডাল চলন্ত অটোর উপরে পড়ে মারা যান বঁনগার সাংস্কৃতিক কর্মী বৈশাখী চট্টোপাধ্যায়-সহ ৪ মহিলা।
একের পর এক অপরাধের ঘটনায় স্বাভাবিক ভাবেই জেলায় আইনশৃঙ্খলার অবস্থা প্রশ্নচিহ্নের মুখে এসে দাঁড়িয়েছে। অপরাধ দমনে পুলিশি নিষ্ক্রিয়তা এবং রাজনৈতিক দলগুলির সদিচ্ছা নিয়ে মুখ খুলতে শুরু করেছেন সাধারণ মানুষ। এই অবস্থায় রাজ্য প্রশাসন জেলার পুলিশ-প্রশাসনে অদলবদল ঘটিয়েছেন। বদলি করা হয়েছে জেলার বিভিন্ন থানার ওসি, আইসি এমনকি এসডিপিও অবধি বদলি হয়েছেন। দিন কয়েক আগে জেলার পুলিশ সুপার পদে চম্পক ভট্টাচর্যের জায়গায় এসেছেন সুগত সেন। অতীতে এই সুগতবাবু বনগাঁর এসডিপিও ছিলেন। জেলার অতিরিক্ত পুলিশ সুপার হিসাবেও তিনি কাজ করেছেন। আগে জেলায় কাজ করে যাওয়ার সুবাদে আইনশৃঙ্খলার উন্নতিতে তাঁর কাছে স্বাভাবিক ভাবেই প্রত্যাশা এই অঞ্চলের মানুষের। পরিস্থিতি যে কিছুটা প্রতিকূল তা আন্দাজ করে দায়িত্ব নিয়েই পুলিস সুপার গত শনিবার, ৮ সেপ্টেম্বর বনগাঁ, বারাসাত, বসিরহাটের এসডিপিও এবং জেলার অতিরিক্ত পুলিশ সুপারকে নিয়ে বৈঠক করেছেন। জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, সীমান্ত এলাকায় নজরদারি শিথিল হওয়ায় অনুপ্রবেশ ঘটছে। ফলে অপরাধ বাড়ছে। এ ছাড়া জেলায় পুলিশের সংখ্যাও প্রয়োজনের তুলনায় বেশ কম। এটাও অপরাধ বেড়ে যাওয়ার অন্যতম কারণ। বৈঠকে জেলায় অপরাধ দমনে ও গরু পাচার রোধে বেশ কিছু পরিকল্পনা নেওয়া হয়েছে।
পুলিশ-প্রশাসনে এ হেন বদলিতে আইনশৃঙ্খলার উন্নতির প্রশ্নে কিছুটা প্রত্যাশা জাগিয়েছে জনমানসে। এই প্রত্যাশা কতটা পূরণ হয় এখন সেটাই দেখার।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.